ETV Bharat / state

Fake Vaccination : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি অধীরের

author img

By

Published : Jun 27, 2021, 7:12 PM IST

ভুয়ো ভ্যাকসিন নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষোভ উগরে দিয়েছেন অধীর চৌধুরী ৷

adhir
adhir

বহরমপুর, 27 জুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে তোলপাড় এ-রাজ্য সহ গোটা দেশ ৷ বিষয়টি নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । আজ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "সিট (SIT), সিআইডি (CID)-র উপর আমদের বিন্দুমাত্র ভরসা নেই । আমি চাই হাইকোর্টের বিচারপতিকে দিয়ে তদন্ত করানো হোক । ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে হাইকোর্টের বিচারপতিকে তদন্তের দায়িত্ব নেওয়ার অনুরোধ করব ।"

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে নিরপেক্ষ তদন্ত চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী নিজে ফোন করে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে নির্দেশ দিয়েছেন এই ঘটনায় ধৃত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করতে । একইভাবে দলের সমস্ত নেতা-মন্ত্রী, যাঁদের সঙ্গে দেবাঞ্জন দেবের ছবি প্রকাশ্যে দেখা গিয়েছে, তাঁদের দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এই প্রতারকের বিরুদ্ধে থানায় এফআইআর করতে । সেইমতো ইতিমধ্যেই শান্তনু সেন, লাভলী মৈত্র, তাপস রায়রা দেবাঞ্জনের বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন ।

এই নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর উপর ক্ষোভ উগরে দিয়ে অধীর চৌধুরী বলেন, "আমি চাইব এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হোক । সিট, সিআইডি-র উপর আমাদের বিন্দুমাত্র ভরসা নেই । কারণ সারদা, নারদ কাণ্ডে এরাই তদন্ত করেছিল । মুখ্যমন্ত্রী নিজেই বলে দিচ্ছেন অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করতে । মুখ্যমন্ত্রী যদি অপরাধের ধারা বলে দেন তাহলে আর তদন্তের দরকার কি ? এমনকি উনি সাজাও বলে দিয়েছেন । 5 হাজার বার কান ধরে ওঠবোস করতে বলেছেন !"

আরও পড়ুন : দেবাঞ্জন-কাণ্ডে পরস্পরকে দোষারোপ তৃণমূলের দুই নেতার, তাল ঠুকছে বিজেপি

তিনি বলেন, "মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে । তাই আমি বলব হাইকোর্টের বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করানো হোক । রাজ্য সরকার ও কলকাতা পৌরসভার নাকের ডগায় পৌরসভার জয়েন্ট কমিশনার সেজে নকল ভ্যাকসিনের কারবার চালিয়েছে । এই অপরাধের উপযুক্ত সাজা হোক । মুখ্যমন্ত্রী হাইকোর্টের প্রধান বিচারপতিকে তদন্ত করতে অনুরোধ করুন ।"

বহরমপুর, 27 জুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে তোলপাড় এ-রাজ্য সহ গোটা দেশ ৷ বিষয়টি নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । আজ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "সিট (SIT), সিআইডি (CID)-র উপর আমদের বিন্দুমাত্র ভরসা নেই । আমি চাই হাইকোর্টের বিচারপতিকে দিয়ে তদন্ত করানো হোক । ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে হাইকোর্টের বিচারপতিকে তদন্তের দায়িত্ব নেওয়ার অনুরোধ করব ।"

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে নিরপেক্ষ তদন্ত চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী নিজে ফোন করে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে নির্দেশ দিয়েছেন এই ঘটনায় ধৃত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করতে । একইভাবে দলের সমস্ত নেতা-মন্ত্রী, যাঁদের সঙ্গে দেবাঞ্জন দেবের ছবি প্রকাশ্যে দেখা গিয়েছে, তাঁদের দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এই প্রতারকের বিরুদ্ধে থানায় এফআইআর করতে । সেইমতো ইতিমধ্যেই শান্তনু সেন, লাভলী মৈত্র, তাপস রায়রা দেবাঞ্জনের বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন ।

এই নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর উপর ক্ষোভ উগরে দিয়ে অধীর চৌধুরী বলেন, "আমি চাইব এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হোক । সিট, সিআইডি-র উপর আমাদের বিন্দুমাত্র ভরসা নেই । কারণ সারদা, নারদ কাণ্ডে এরাই তদন্ত করেছিল । মুখ্যমন্ত্রী নিজেই বলে দিচ্ছেন অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করতে । মুখ্যমন্ত্রী যদি অপরাধের ধারা বলে দেন তাহলে আর তদন্তের দরকার কি ? এমনকি উনি সাজাও বলে দিয়েছেন । 5 হাজার বার কান ধরে ওঠবোস করতে বলেছেন !"

আরও পড়ুন : দেবাঞ্জন-কাণ্ডে পরস্পরকে দোষারোপ তৃণমূলের দুই নেতার, তাল ঠুকছে বিজেপি

তিনি বলেন, "মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে । তাই আমি বলব হাইকোর্টের বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করানো হোক । রাজ্য সরকার ও কলকাতা পৌরসভার নাকের ডগায় পৌরসভার জয়েন্ট কমিশনার সেজে নকল ভ্যাকসিনের কারবার চালিয়েছে । এই অপরাধের উপযুক্ত সাজা হোক । মুখ্যমন্ত্রী হাইকোর্টের প্রধান বিচারপতিকে তদন্ত করতে অনুরোধ করুন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.