ETV Bharat / state

Teacher Recruitment Scam: ভুয়ো শিক্ষককে গ্রেফতার করল সিআইডি, নথি জাল করার অভিযোগ

ছেলেকে বেআইনি পথে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে আগেই গ্রেফাতার হয়েছিল বাবা আশিষ তিওয়ারি ৷ এবার গ্রেফতার হল ছেলে অনিমেষ তিওয়ারি ৷

Etv Bharat
গ্রেফতার ভুয়ো শিক্ষক অনিমেষ
author img

By

Published : Jul 15, 2023, 3:15 PM IST

মুর্শিদাবাদ, 15 জুলাই: সিআইডির জালে ভুয়ো শিক্ষক ৷ শুক্রবার অনিমেষ তিওয়ারিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে গ্রেফতার করে সিআইডি ৷ অনিমেষের বিরুদ্ধে নথি জালের অভিযোগ ৷ শনিবার তাকে জঙ্গিপুর আদালতে তোলা হয় ৷ আদালত অনিমেষকে সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

অভিযোগ, বেআইনি ভাবেই ছেলে অনিমেষকে গোঠা হাই স্কুলে শিক্ষকের পদে নিয়োগ করেছিলেন বাবা আশিস তিওয়ারি । যিনি নিজে সেই স্কুলেরই প্রধান শিক্ষক ৷ ইতিমধ্যেই আশিষ তিওয়ারিকে গ্রেফতার করেছে সিআইডি ৷ এবার গ্রেফতার তারই ছেলে অনিমেষ ৷ অনিমেষের বেআইনি নিয়োগ নিয়ে স্থানীয় এক মহিলা চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন । আদালত এই মামলায় সিআইডিকে তদন্তের নির্দেশ দেয় । তারপরেই তদন্ত শুরু করে সিআইডি ৷ যদিও, তদন্ত শুরু হওয়ার পর থেকেই অনিমেষ নিখোঁজ ছিল ।

নিয়োগ দুর্নীতির মামলায় মুর্শিদাবাদে একাধিকবার সিআইডি হানা দেয় । গ্রেফতারও করা হয় দুই সরকারি কর্মীকে । মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক পূরবী দে বিশ্বাস-সহ দুই সরকারি কর্মীকে চলতি বছরের 31 জানুয়ারি গ্রেফতার করে সিআইডি । ধৃতদের জেরা করেই অনিমেষের নাম উঠে আসে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের উপর অসন্তষ্ট বিচারপতি অমৃতা সিনহা

সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের উপর প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা । সিবিআই-তদন্ত ধীর গতিতে চলছে বলেও জানান বিচারপতি । পর্যবেক্ষণ- শেষে সিবিআইকে ঘুষ দিয়ে চাকরি পাওয়াদের তালিকা দ্রুত আদালতে পেশ করার নির্দেশও দেন তিনি । আদালতের তরফে স্পষ্ট করা হয়, যোগ্য প্রার্থীরা যাতে দ্রুত চাকরি পান সেই ব্যবস্থা করতে হবে । সিবিআই ও ইডির পেশ করার রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেই বিচারপতি অমৃতা সিনহা এক মাসের কম সময়ের মধ্যেই তালিকা পেশ করার নির্দেশ দিয়েছেন ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যখন কড়া কলকাতা হাইকোর্ট, তখন তদন্তে খামতি রাখতে চাইছে না সিআইডিও । অনিমেষ তিওয়াড়ির গ্রেফতারি তদন্তে গতি আনবে বলেই মনে করা হচ্ছে ।

মুর্শিদাবাদ, 15 জুলাই: সিআইডির জালে ভুয়ো শিক্ষক ৷ শুক্রবার অনিমেষ তিওয়ারিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে গ্রেফতার করে সিআইডি ৷ অনিমেষের বিরুদ্ধে নথি জালের অভিযোগ ৷ শনিবার তাকে জঙ্গিপুর আদালতে তোলা হয় ৷ আদালত অনিমেষকে সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

অভিযোগ, বেআইনি ভাবেই ছেলে অনিমেষকে গোঠা হাই স্কুলে শিক্ষকের পদে নিয়োগ করেছিলেন বাবা আশিস তিওয়ারি । যিনি নিজে সেই স্কুলেরই প্রধান শিক্ষক ৷ ইতিমধ্যেই আশিষ তিওয়ারিকে গ্রেফতার করেছে সিআইডি ৷ এবার গ্রেফতার তারই ছেলে অনিমেষ ৷ অনিমেষের বেআইনি নিয়োগ নিয়ে স্থানীয় এক মহিলা চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন । আদালত এই মামলায় সিআইডিকে তদন্তের নির্দেশ দেয় । তারপরেই তদন্ত শুরু করে সিআইডি ৷ যদিও, তদন্ত শুরু হওয়ার পর থেকেই অনিমেষ নিখোঁজ ছিল ।

নিয়োগ দুর্নীতির মামলায় মুর্শিদাবাদে একাধিকবার সিআইডি হানা দেয় । গ্রেফতারও করা হয় দুই সরকারি কর্মীকে । মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক পূরবী দে বিশ্বাস-সহ দুই সরকারি কর্মীকে চলতি বছরের 31 জানুয়ারি গ্রেফতার করে সিআইডি । ধৃতদের জেরা করেই অনিমেষের নাম উঠে আসে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের উপর অসন্তষ্ট বিচারপতি অমৃতা সিনহা

সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের উপর প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা । সিবিআই-তদন্ত ধীর গতিতে চলছে বলেও জানান বিচারপতি । পর্যবেক্ষণ- শেষে সিবিআইকে ঘুষ দিয়ে চাকরি পাওয়াদের তালিকা দ্রুত আদালতে পেশ করার নির্দেশও দেন তিনি । আদালতের তরফে স্পষ্ট করা হয়, যোগ্য প্রার্থীরা যাতে দ্রুত চাকরি পান সেই ব্যবস্থা করতে হবে । সিবিআই ও ইডির পেশ করার রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেই বিচারপতি অমৃতা সিনহা এক মাসের কম সময়ের মধ্যেই তালিকা পেশ করার নির্দেশ দিয়েছেন ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যখন কড়া কলকাতা হাইকোর্ট, তখন তদন্তে খামতি রাখতে চাইছে না সিআইডিও । অনিমেষ তিওয়াড়ির গ্রেফতারি তদন্তে গতি আনবে বলেই মনে করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.