ETV Bharat / state

সামসেরগঞ্জে জালনোট সহ গ্রেপ্তার 2 - জালনোট উদ্ধার

ফের জালনোট চক্রের সন্ধান পাওয়া গেল মুর্শিদাবাদে ৷ পুলিশের হাতে গ্রেপ্তার দুই জালনোট পাচারকারী ৷

জালনোট সহ ধৃত দুই
author img

By

Published : Nov 7, 2019, 2:38 PM IST

সামসেরগঞ্জ, 11 নভেম্বর : ফের বিপুল পরিমাণ জালনোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ । গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জের 34 নম্বর জাতীয় সড়কের উপর বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পিলকি মোড় এলাকা থেকে দুই জালনোট পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ।

ধৃতদের নাম আতাউর শেখ ও জিএম শেখ । আতাউরের বাড়ি সামসেরগঞ্জের নতুন শিবনগর ও জিএম মালদার বৈষ্ণবনগর থানার শুকপাড়ার বাসিন্দা । দু'জনের কাছ থেকে দুই হাজার টাকার মোট 100টি জাল নোট উদ্ধার হয়েছে ।

পুলিশ সুত্রে খবর, নোটগুলি বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল ৷ গতরাতেই সেই নোটগুলি ঝাড়খণ্ডে নিয়ে যাচ্ছিল । আজ ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ পাশাপাশি জালনোট চক্রের সাথে আরও কেউ জড়িত কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ।

সামসেরগঞ্জ, 11 নভেম্বর : ফের বিপুল পরিমাণ জালনোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ । গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জের 34 নম্বর জাতীয় সড়কের উপর বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পিলকি মোড় এলাকা থেকে দুই জালনোট পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ।

ধৃতদের নাম আতাউর শেখ ও জিএম শেখ । আতাউরের বাড়ি সামসেরগঞ্জের নতুন শিবনগর ও জিএম মালদার বৈষ্ণবনগর থানার শুকপাড়ার বাসিন্দা । দু'জনের কাছ থেকে দুই হাজার টাকার মোট 100টি জাল নোট উদ্ধার হয়েছে ।

পুলিশ সুত্রে খবর, নোটগুলি বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল ৷ গতরাতেই সেই নোটগুলি ঝাড়খণ্ডে নিয়ে যাচ্ছিল । আজ ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ পাশাপাশি জালনোট চক্রের সাথে আরও কেউ জড়িত কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ।

Intro:২ লক্ষ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২ ব্যাক্তিBody:মুর্শিদাবাদের জেলার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর সামশেরগঞ্জ থানার বাসুদেবপুর পিলকি মোড় সংলগ্ন এলাকা থেকে ২ লক্ষ টাকার জাল নোট সহ ২জন কে গ্রেপ্তার করলো পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাত্রে জাল নোট সহ ঐ ২জন ব্যক্তিকে গ্রেপ্তার করল সামসেরগঞ্জ থানার পুলিশ।
ধৃতদের নাম আতাউর সেখ সামশেরগঞ্জের শিবনগরের বাসিন্দা ও জিয়েম সেখ মালদা জেলার বৈষ্নবনগরের বাসিন্দা। পুলিশ সুত্রে খবর নোট গুলি বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল এবং বুধবার রাত্রেই সেই নোটগুলি ঝাড়খন্ডের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সমস্ত নোটগুলি সব ২ হাজার টাকার বলে জানা গিয়েছে।বৃহস্পতিবার তাদের জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠায় পুলিশ। পাশাপাশি জালনোট চক্রের সাথে আরো কেউ জড়িত কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।Conclusion:পাশাপাশি জালনোট চক্রের সাথে আরো কেউ জড়িত কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.