ETV Bharat / state

ফরাক্কায় ফের উদ্ধার জালনোট - সুতিতে জালনোট উদ্ধার

মুর্শিদাবাদের ফরাক্কা থেকে উদ্ধার জালনোট ৷ গতরাতে ফরাক্কার জিগরি মোড় সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক থেকে 4 লাখ 96 হাজার টাকার জালনোট উদ্ধার করে পুলিশ ৷ ঘটনাস্থান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় ৷

মুর্শিদাবাদে জালনোট উদ্ধার
author img

By

Published : Nov 15, 2019, 2:26 PM IST

ফরাক্কা, 15 নভেম্বর : মুর্শিদাবাদে ফের উদ্ধার জালনোট ৷ এবার ঘটনাস্থান ফরাক্কা ৷ গতরাতে ফরাক্কার জিগরি মোড় সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক থেকে 4 লাখ 96 হাজার টাকার জালনোট উদ্ধার করে পুলিশ ৷ ঘটনাস্থান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় ৷

গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে জিগরি মোড়ে টহল দিতে শুরু করে পুলিশ ৷ রাত আটটা নাগাদ জালনোট সহ দুজনকে গ্রেপ্তার করে ফরাক্কা ৷ ধৃতদের নাম ইলিয়াস মহালদার ও সাইদুল মহালদার ৷ তারা সম্পর্কে দুই ভাই ৷ তাদের কাছ থেকে 4 লাখ 96 হাজার টাকার জালনোট উদ্ধার হয় ৷ ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে তুমুল সেখ নামে আরও এক ব্যক্তিকে সুতি থানার ফতেপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৷

পুলিশ সূত্রে খবর, তুমুল শেখের পাশাপাশি ইলিয়াস ও সাইদুলের বাড়িও সুতিতেই ৷ তারা তিনজনই জালনোট চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ৷ বাংলাদেশ থেকে জাল টাকা আনত তারা ৷ আজ ধৃতদের জঙ্গিপুর কোর্টে তোলা হয় ।

চলতি মাসের নয় তারিখ দু'লাখ টাকা জালনোট সহ এক যুবককে সুতির সাজুর মোড় থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ ৷ তার কাছ থেকেও দু'লাখ টাকা জালনোট উদ্ধার হয়েছিল ৷

ফরাক্কা, 15 নভেম্বর : মুর্শিদাবাদে ফের উদ্ধার জালনোট ৷ এবার ঘটনাস্থান ফরাক্কা ৷ গতরাতে ফরাক্কার জিগরি মোড় সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক থেকে 4 লাখ 96 হাজার টাকার জালনোট উদ্ধার করে পুলিশ ৷ ঘটনাস্থান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় ৷

গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে জিগরি মোড়ে টহল দিতে শুরু করে পুলিশ ৷ রাত আটটা নাগাদ জালনোট সহ দুজনকে গ্রেপ্তার করে ফরাক্কা ৷ ধৃতদের নাম ইলিয়াস মহালদার ও সাইদুল মহালদার ৷ তারা সম্পর্কে দুই ভাই ৷ তাদের কাছ থেকে 4 লাখ 96 হাজার টাকার জালনোট উদ্ধার হয় ৷ ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে তুমুল সেখ নামে আরও এক ব্যক্তিকে সুতি থানার ফতেপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৷

পুলিশ সূত্রে খবর, তুমুল শেখের পাশাপাশি ইলিয়াস ও সাইদুলের বাড়িও সুতিতেই ৷ তারা তিনজনই জালনোট চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ৷ বাংলাদেশ থেকে জাল টাকা আনত তারা ৷ আজ ধৃতদের জঙ্গিপুর কোর্টে তোলা হয় ।

চলতি মাসের নয় তারিখ দু'লাখ টাকা জালনোট সহ এক যুবককে সুতির সাজুর মোড় থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ ৷ তার কাছ থেকেও দু'লাখ টাকা জালনোট উদ্ধার হয়েছিল ৷

Intro:চার লক্ষ ৯৬ হাজার টাকার জাল নোট সহ গ্রেফতার তিন।Body:চার লক্ষ ৯৬ হাজার টাকার জাল নোট সহ গ্রেফতার তিন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮:০০ টা নাগাদ ফারাক্কা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জিগরি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ইলিয়াস মহালদার ও সাইদুল মহালদার নামে দুই ভাইকে সন্দেহ জনক অবস্থায় ধরে।পুলিশ তাদের কাছ থেকে চার লক্ষ ৯৬ হাজার টাকার জাল নোট উদ্ধার হয় এবং পরবর্তীতে তুমুল শেখ নামে আরো এক ব্যক্তিকে সুতি থানার ফতেপুর নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রের খবর তুমুল শেখ বাংলাদেশ থেকে জাল টাকা নিয়ে আসতো এবং এখানে সাপ্লাই করতো সকালে তাদের তিনজনকে জঙ্গিপুর কোর্টে তোলা হয়। ইলিয়াস মহালদার ও সাইদুল মহালদার বাড়ি সুতি থানায়।Conclusion:পুলিশ সূত্রের খবর তুমুল শেখ বাংলাদেশ থেকে জাল টাকা নিয়ে আসতো এবং এখানে সাপ্লাই করতো সকালে তাদের তিনজনকে জঙ্গিপুর কোর্টে তোলা হয়। ইলিয়াস মহালদার ও সাইদুল মহালদার বাড়ি সুতি থানায়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.