ETV Bharat / state

Fake Note : সামশেরগঞ্জে জালনোট-সহ গ্রেফতার 1

জালনোট-সহ (Fake Note) গ্রেফতার এক যুবক ৷ সামশেরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । তাকে আদালতে তোলা হয়েছে ৷

fake note recovered from murshidabad, 1 arrested
সামশেরগঞ্জে জালনোট-সহ গ্রেফতার 1
author img

By

Published : Sep 15, 2021, 3:45 PM IST

সামশেরগঞ্জ, 15 সেপ্টেম্বর : জালনোট-সহ (Fake Note) এক যুবককে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ । মঙ্গলবার গভীর রাতে জালনোট হাতবদলের আগে সামশেরগঞ্জ থানার ধূলিয়ান পাকুর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । ধৃত ওই যুবকের নাম ফেকারুল শেখ (25)। তার বাড়ি ফারাক্কা থানার জোড়পুকুরিয়া গ্রামে ।

ধৃতের কাছ থেকে 25টি দু'হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে । আজ জালনোট চক্রে ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ।

আরও পড়ুন: Fever in Children : ফের শিশুমৃত্যু, জলপাইগুড়ি মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 3

কোনওরকমে হাতবদল করতে পারলেই লাখ টাকার জালনোটের বিনিময়ে মেলে আসল 50 হাজার টাকা । নোটপাচারকারী বা ক্যারিয়ার পায় 50 হাজার টাকার 10 শতাংশ । ভারত-বাংলাদেশ সীমান্ত পারাপারে মেলে 20 শতাংশ পর্যন্ত । পুলিশ ও গোয়েন্দা সূত্রে খবর, মালদা বৈষ্ণবনগর দিয়েই ঢোকে বাংলাদেশ থেকে আসা জালনোট । বেশ কিছুদিন চুপচাপ থাকার পর ফের জালনোট পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে ।

আরও পড়ুন: South Bengal Rain: টানা বৃষ্টিতে ব্যাহত দক্ষিণবঙ্গের জনজীবন, ভোগান্তি সাধারণ মানুষের

মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ পাকুড় রোডে ফাঁদ পাতে । গভীর রাতে সেই ফাঁদে পা দেয় ফেকারুল শেখ । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, জালনোট পাচার করা হত ঝাড়খণ্ডের পাকুরে । তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে ফেকারুল শেখ । তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ভারতীয় মুদ্রায় 50 হাজার টাকার জালনোট । এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন: Minto Park Shoot : মিন্টো পার্কে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

সামশেরগঞ্জ, 15 সেপ্টেম্বর : জালনোট-সহ (Fake Note) এক যুবককে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ । মঙ্গলবার গভীর রাতে জালনোট হাতবদলের আগে সামশেরগঞ্জ থানার ধূলিয়ান পাকুর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । ধৃত ওই যুবকের নাম ফেকারুল শেখ (25)। তার বাড়ি ফারাক্কা থানার জোড়পুকুরিয়া গ্রামে ।

ধৃতের কাছ থেকে 25টি দু'হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে । আজ জালনোট চক্রে ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ।

আরও পড়ুন: Fever in Children : ফের শিশুমৃত্যু, জলপাইগুড়ি মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 3

কোনওরকমে হাতবদল করতে পারলেই লাখ টাকার জালনোটের বিনিময়ে মেলে আসল 50 হাজার টাকা । নোটপাচারকারী বা ক্যারিয়ার পায় 50 হাজার টাকার 10 শতাংশ । ভারত-বাংলাদেশ সীমান্ত পারাপারে মেলে 20 শতাংশ পর্যন্ত । পুলিশ ও গোয়েন্দা সূত্রে খবর, মালদা বৈষ্ণবনগর দিয়েই ঢোকে বাংলাদেশ থেকে আসা জালনোট । বেশ কিছুদিন চুপচাপ থাকার পর ফের জালনোট পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে ।

আরও পড়ুন: South Bengal Rain: টানা বৃষ্টিতে ব্যাহত দক্ষিণবঙ্গের জনজীবন, ভোগান্তি সাধারণ মানুষের

মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ পাকুড় রোডে ফাঁদ পাতে । গভীর রাতে সেই ফাঁদে পা দেয় ফেকারুল শেখ । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, জালনোট পাচার করা হত ঝাড়খণ্ডের পাকুরে । তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে ফেকারুল শেখ । তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ভারতীয় মুদ্রায় 50 হাজার টাকার জালনোট । এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন: Minto Park Shoot : মিন্টো পার্কে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.