ETV Bharat / state

100 দিনের কাজের মজুরি আত্মসাৎ, অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে - 100 দিনের কাজের মজুরি আত্মসা

অভিযুক্ত উপপ্রধান সামসুল আরিফিন গ্রামেই রয়েছেন ৷ তারপরও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ব্লক কংগ্রেসের সভাপতি মীর বাদাম আলি ।

complaint-against-deputy-panchayat-pradhan
complaint-against-deputy-panchayat-pradhan
author img

By

Published : Jan 1, 2021, 2:29 PM IST

মুর্শিদাবাদ, 1 জানুয়ারি : পঞ্চায়েতের উপপ্রধান ও এক অস্থায়ী কর্মীর যোগসাজশে মুর্শিদাবাদে 100 দিনের কাজ প্রকল্পের লাখ লাখ টাকা ঢুকছে বাংলাদেশি নাগরিকদের আ্যকাউন্টে । যা আত্মসাৎ করে পঞ্চায়েতের ওই উপপ্রধান ও অস্থায়ী কর্মী ৷ এই চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল পরিচালিত গুড়া-পাশলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও এক অস্থায়ী পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে । দুই অভিযুক্তের বিরুদ্ধে নবগ্রাম থানায় এফআইআর দায়ের করেছেন নবগ্রামের বিডিও পঙ্কজ দাস ।

100 দিনের কাজের মজুরি আত্মসাৎ-এর অভিযোগ ৷

অভিযুক্ত প্রাক্তণ প্রধান যিনি বর্তমানে উপপ্রধান সেই সামসুল আরিফিন গ্রামেই রয়েছেন ৷ তারপরও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ এনেছেন ব্লক কংগ্রেসের সভাপতি মীর বাদাম আলি । তাঁর অভিযোগ, 100 দিনের কাজের বরাদ্দ টাকায় নির্মিত ইকো পার্কের কাজে কয়েক লাখ টাকার দুর্নীতি হয়েছে ৷ অভিযুক্ত বর্তমান উপপ্রধান ও এক পঞ্চায়েতের অস্থায়ী কর্মী প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারে শতাধিক বাংলাদেশি নাগরিকের নামে জব কার্ড ও ব্যাঙ্ক আ্যকাউন্ট খুলে 100 দিনের মজুরির টাকা পাইয়ে দিয়েছে । বাংলাদেশি নাগরিকদের অনেকেই অভিযুক্তদের আত্মীয় বলে অভিযোগ । পরে মজুরির টাকা বাংলাদেশিদের এটিএম কার্ড দিয়ে তুলে উপপ্রধান ও অস্থায়ী কর্মী আত্মসাৎ করেছে বলে অভিযোগ ।

আরও পড়ুন: ডিসেম্বরে মুর্শিদাবাদে সভা করতে পারেন আসাদউদ্দিন ওয়েইসি

নবগ্রাম ব্লক কংগ্রেসের সভাপতি মীর বাদাম আলি বলেন, "আমরা দুর্নীতির কথা জানতে পেরে উপপ্রধান সামসুল আরফিন ও পঞ্চায়েতের অস্থায়ী কর্মী সাফিকুল ইসলামের নামে লিখিত অভিযোগ জানাই বিডিও ও জেলা শাসককে ৷ দেরি করে হলেও বিডিও শেষ পর্যন্ত থানায় এফআইআর দায়ের করেছেন ৷ আমরা চাই, এত বড় দুর্নীতির কথা প্রকাশ্যে আসুক ৷ দোষী শাস্তি পাক ৷"

নবগ্রামের বিডিও পঙ্কজ দাস বলেন, "অভিযোগ খতিয়ে দেখে থানায় এফআইআর করেছি ৷ এরপরের কাজ থানার তদন্তকারী আধিকারিকদের ৷ "

এই বিষয়ে এখনও অবধি ওই উপপ্রধান কিংবা দল তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

মুর্শিদাবাদ, 1 জানুয়ারি : পঞ্চায়েতের উপপ্রধান ও এক অস্থায়ী কর্মীর যোগসাজশে মুর্শিদাবাদে 100 দিনের কাজ প্রকল্পের লাখ লাখ টাকা ঢুকছে বাংলাদেশি নাগরিকদের আ্যকাউন্টে । যা আত্মসাৎ করে পঞ্চায়েতের ওই উপপ্রধান ও অস্থায়ী কর্মী ৷ এই চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল পরিচালিত গুড়া-পাশলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও এক অস্থায়ী পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে । দুই অভিযুক্তের বিরুদ্ধে নবগ্রাম থানায় এফআইআর দায়ের করেছেন নবগ্রামের বিডিও পঙ্কজ দাস ।

100 দিনের কাজের মজুরি আত্মসাৎ-এর অভিযোগ ৷

অভিযুক্ত প্রাক্তণ প্রধান যিনি বর্তমানে উপপ্রধান সেই সামসুল আরিফিন গ্রামেই রয়েছেন ৷ তারপরও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ এনেছেন ব্লক কংগ্রেসের সভাপতি মীর বাদাম আলি । তাঁর অভিযোগ, 100 দিনের কাজের বরাদ্দ টাকায় নির্মিত ইকো পার্কের কাজে কয়েক লাখ টাকার দুর্নীতি হয়েছে ৷ অভিযুক্ত বর্তমান উপপ্রধান ও এক পঞ্চায়েতের অস্থায়ী কর্মী প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারে শতাধিক বাংলাদেশি নাগরিকের নামে জব কার্ড ও ব্যাঙ্ক আ্যকাউন্ট খুলে 100 দিনের মজুরির টাকা পাইয়ে দিয়েছে । বাংলাদেশি নাগরিকদের অনেকেই অভিযুক্তদের আত্মীয় বলে অভিযোগ । পরে মজুরির টাকা বাংলাদেশিদের এটিএম কার্ড দিয়ে তুলে উপপ্রধান ও অস্থায়ী কর্মী আত্মসাৎ করেছে বলে অভিযোগ ।

আরও পড়ুন: ডিসেম্বরে মুর্শিদাবাদে সভা করতে পারেন আসাদউদ্দিন ওয়েইসি

নবগ্রাম ব্লক কংগ্রেসের সভাপতি মীর বাদাম আলি বলেন, "আমরা দুর্নীতির কথা জানতে পেরে উপপ্রধান সামসুল আরফিন ও পঞ্চায়েতের অস্থায়ী কর্মী সাফিকুল ইসলামের নামে লিখিত অভিযোগ জানাই বিডিও ও জেলা শাসককে ৷ দেরি করে হলেও বিডিও শেষ পর্যন্ত থানায় এফআইআর দায়ের করেছেন ৷ আমরা চাই, এত বড় দুর্নীতির কথা প্রকাশ্যে আসুক ৷ দোষী শাস্তি পাক ৷"

নবগ্রামের বিডিও পঙ্কজ দাস বলেন, "অভিযোগ খতিয়ে দেখে থানায় এফআইআর করেছি ৷ এরপরের কাজ থানার তদন্তকারী আধিকারিকদের ৷ "

এই বিষয়ে এখনও অবধি ওই উপপ্রধান কিংবা দল তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.