মুর্শিদাবাদ, 12 ডিসেম্বর: বেহাল রাস্তার হাল ফেরাতে পথশ্রী প্রকল্পে বিপুল পরিমাণ বরাদ্দ হয়েছে ৷ তারপরেও প্রায় 10 বছর ধরে বেহাল অবস্থা রাস্তার ৷ ভোট আসে ভোট যায়, রাজনৈতিক নেতারা ঘুরে দেখেন পরিস্থিতি অথচ গ্রামবাসীদের সমস্যার সুরাহা হয়নি ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় এইরকম একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা একজন রোগীকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে ৷ যেটি মুর্শিদাবাদে কান্দি ব্লকের হিজল গ্রাম পঞ্চায়েতের ভবানন্দপুর গ্রামের রাস্তা। তাই নিয়েই এবার সরব হলেন গ্রামবাসীরা ৷
গ্রামবাসীদের অভিযোগ, ভোট আসে ভোট যায় ৷ নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা আসেন ৷ রাস্তা সারইয়ের প্রতিশ্রুতি দেন ৷ কিন্তু কোনও কিছুই বাস্তাবায়িত হয় না ৷ একাধিক জায়গায় অভিযোগ করেও মেলেনি সুরাহা । গ্রামের কোনও বাসিন্দা অসুস্থ হলে কাঁধে করে এই 3 কিলোমিটার রাস্তা পেরিয়ে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । ভাইরাল ভিডিয়ো ঘিরে ইতিমধ্যেই সরব হয়েছেন গ্রামবাসীরা ৷ তা নিয়েই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে শাসকদের বিরুদ্ধে । গ্রামবাসীদের দাবি, 2009 সালে 100 দিনের কাজের প্রকল্পে মাটি ফেলে জমির আলকে রাস্তা বানানো হয়েছে ৷ এই টুকুই ৷ তারপর থেকে আর কেউ ঘুরেও তাকায়নি এই গ্রামের দিকে ।
গ্রামবাসীদের অভিযোগ, মাটির রাস্তা হওয়ায় বর্ষাকালে এক প্রকার মৃত্যুফাঁদ হয়ে যায় রাস্তাটি ৷ বিকল্প রাস্তা থাকালেও কোনও গাড়ি যায় না। নদী পথে পারাপার হতে হয়। গ্রামের এক শিক্ষক রাজীহ কুমার ঘোষ জানান, সারাবছরই এইরকম পরিস্থতির শিকার তাঁরা। আধ ঘন্টা পার হতে দেড় ঘণ্টা সময় লাগে । যার কারণে ভোগান্তির শিকার হতে হয় ভবানন্দপুর গ্রামের সকলকে মানুষকে । পথশ্রী প্রকল্পে বাংলায় 12 হাজার কিলোমিটার রাস্তা নির্মাণের নির্দেশ দিয়েছন মুখ্যমন্ত্রী ৷ তারপরেই বহাল দশা রাস্তার ৷ কান্দির মহকুমা শাসক উৎকর্ষ সিং বলেন, " বিডিও-র সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখবেন ৷" দ্রুত যাতে গ্রামবাসীদের সমস্যার সুরহা করা যায় সেই চেষ্টাও করবেন ৷
আরও পড়ুন: