ETV Bharat / state

মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্তে উদ্ধার গাঁজা, গ্রেপ্তার 1

হাসিকুল বাংলাদেশ গাঁজা পাচারের চেষ্টা করছিল ৷ সেই সময় তাকে ধরে ফেলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ৷ তার কাছ থেকে 3 কেজি গাঁজা উদ্ধার হয়েছে ৷

drug_carriar_arrested_in_india_bangladesh_border_by_bsf
ভারত বাংলাদেশ সীমান্তে গাঁজা,সহ গ্রেপ্তার 1
author img

By

Published : Oct 19, 2020, 7:08 PM IST

মুর্শিদাবাদ, 19 অক্টোবর : ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গাঁজা পাচার করতে গিয়ে BSF-এর হাতে ধৃত এক মাদক পাচারকারী ৷ সামীন্ত পার হওয়ার আগেই বামনাবাদ BOP থেকে তাকে ধরে ফেলেন BSF-এর 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৷ ধৃতের নাম হাসিকুল মোল্লা । বাড়ি সাগরপাড়া থানার লালকুপে। তাকে সাগরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

সাগরপাড়া থানার সাহেবনগরের বাসিন্দা ফারুক শেখ নামে এক ব্য়ক্তি মাদকের ডিলার ৷ তার কাছ থেকেই গাঁজা নিয়ে হাসিকুল বাংলাদেশ পাচারের চেষ্টা করছিল ৷ তবে তাকে ধরে ফেলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ৷ তার কাছ থেকে 3 কেজি গাঁজা উদ্ধার হয়েছে ৷ প্রাথমিক জেরায় হাসিকুল স্বীকার করে যে, সে ক্য়ারিয়ারের কাজ করত ৷ গাঁজার প্য়াকেট সীমান্ত পার করে দিলে তাকে দু’হাজার টাকা করে দিত মাদক ডিলার ৷ এর আগে একাধিকবার সীমান্ত পেরিয়ে গাঁজা এবং ফেনসিডিল পাচার করেছে সে ৷

হাসিকুলকে জেরা করে পাচারচক্রের বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

মুর্শিদাবাদ, 19 অক্টোবর : ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গাঁজা পাচার করতে গিয়ে BSF-এর হাতে ধৃত এক মাদক পাচারকারী ৷ সামীন্ত পার হওয়ার আগেই বামনাবাদ BOP থেকে তাকে ধরে ফেলেন BSF-এর 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৷ ধৃতের নাম হাসিকুল মোল্লা । বাড়ি সাগরপাড়া থানার লালকুপে। তাকে সাগরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

সাগরপাড়া থানার সাহেবনগরের বাসিন্দা ফারুক শেখ নামে এক ব্য়ক্তি মাদকের ডিলার ৷ তার কাছ থেকেই গাঁজা নিয়ে হাসিকুল বাংলাদেশ পাচারের চেষ্টা করছিল ৷ তবে তাকে ধরে ফেলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ৷ তার কাছ থেকে 3 কেজি গাঁজা উদ্ধার হয়েছে ৷ প্রাথমিক জেরায় হাসিকুল স্বীকার করে যে, সে ক্য়ারিয়ারের কাজ করত ৷ গাঁজার প্য়াকেট সীমান্ত পার করে দিলে তাকে দু’হাজার টাকা করে দিত মাদক ডিলার ৷ এর আগে একাধিকবার সীমান্ত পেরিয়ে গাঁজা এবং ফেনসিডিল পাচার করেছে সে ৷

হাসিকুলকে জেরা করে পাচারচক্রের বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.