ETV Bharat / state

ভোট বড় বালাই, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ডাক - congress

তিন স্টেজের স্ট্র্যাটেজি। মোবাইল ফোনে SMS, চিঠি এবং থিম সং-এর মাধ্যমে ভোটদানে উৎসাহিত করা হচ্ছে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের।

জেলাশাসক পি উলগানাথন
author img

By

Published : Apr 3, 2019, 10:46 PM IST

Updated : Apr 3, 2019, 11:04 PM IST

বহরমপুর, 3 এপ্রিল : তিন স্টেজের স্ট্র্যাটেজি। প্রথম স্টেজে ভোট দিতে বাড়ি ফেরার আবেদন জানিয়ে চিঠি পাঠানো হবে। দ্বিতীয় স্টেজে মোবাইল ফোনে SMS - এ পাঠানো হবে ভোট কেন্দ্রের নাম, ভোটার তালিকার সিরিয়াল নম্বর ও ভোটের তারিখ। তৃতীয় স্টেজে ভোটদানে উৎসাহ দিতে তৈরি করা হবে থিম সং।

কাদের জন্য এত আয়োজন? তারা হল কাজের খোঁজে ভিনরাজ্যে পড়ে থাকা শ্রমিক। পোশাকি নাম পরিযায়ী শ্রমিক। তাদের প্রতি প্রশাসনের এখন একটাই আবেদন - আয় বাবা, বাড়ি ফিরে ভোটটি দিয়ে যা। ভোটের আগে এই উদ্যোগ নিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন।

রাজ্যে একদিকে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। অন্তত রাজ্য সরকারের দাবি তেমনই। শাসকদলের এক জেলা সভাপতি কথায় কথায় বলেন, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, যা দেখে মানুষ ভোট দেবে। আজ দিনহাটায় এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য এক কোটি কর্মসংস্থান হয়েছে। বেকারের সংখ্যা কমেছে ৪০ শতাংশ। তবে সম্বৎসর রাজ্যের প্রতিটি জেলা থেকেই দলে দলে লোক কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। মুর্শিদাবাদ জেলাও তার ব্যতিক্রম নয়।

নির্বাচন কমিশন ১০০ শতাংশ পোলিংয়ের জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে বলেছে। আর তাই জেলা প্রশাসনের তরফে ভিনরাজ্যে কাজের জন্য পড়ে থাকা শ্রমিকদের ভোটের সময় বাড়ি ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মুম্বই, গুজরাত, পুনে, কেরল সহ নানা রাজ্যে কাজের জন্য শুধু মুর্শিদাবাদ জেলা থেকেই প্রায় দেড় লাখ শ্রমিক গেছে। রাজ্যে সব জেলা মিলিয়ে সেই সংখ্যাটা কত হতে পারে, তা পাঠক অনুমান করুন। ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলা প্রশাসন দেড় লাখের মধ্যে 1 লাখ 12 হাজার শ্রমিকের ভিন রাজ্যের ঠিকানা জোগাড় করেছে। সেই ঠিকানায় জেলা নির্বাচন আধিকারিকের তরফে চিঠি পাঠানো হচ্ছে। পাশাপাশি তাদের মোবাইল নম্বরে ভোট কেন্দ্রের নাম, ভোটার তালিকার সিরিয়াল নম্বর দিয়ে SMS পাঠানো হবে। পাশাপাশি জেলায় ওই শ্রমিকদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছে প্রশাসন।

ডোমকলের মহকুমা শাসক দিব্যা লোগানাথন বলেন, "আপাতত ১ লাখ ২০ হাজার পরিযায়ী শ্রমিককে চিঠি পাঠানো হচ্ছে। এর মধ্যে ডোমকল মহকুমাতেই রয়েছে 40 হাজার শ্রমিক। জেলায় যত পরিযায়ী শ্রমিক রয়েছে, ভোটের সময় তাদের ঘরে ফেরাতে তিনটি স্টেজে চেষ্টা করা হচ্ছে। প্রথমে চিঠি পাঠানো হবে। দ্বিতীয় স্টেজে ভোটের কয়েকদিন আগে ওই শ্রমিকদের মোবাইল ফোনে রিমাইন্ডার SMS পাঠানো হবে। তৃতীয় স্টেজে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরে ভোট দিতে উৎসাহিত করতে তৈরি করা হচ্ছে থিম সং। এছাড়া প্রত্যেক ব্লকে এজন্য একটি কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে।"

কাজের জন্য ভিনরাজ্যে পড়ে থাকা শ্রমিকরা মাঝেমধ্যে বাড়ি ফেরে। বেশিরভাগ সময়টাই কাটে বাড়ি থেকে দূরে। তাই তারা পরিযায়ী। নিজেদের পরিবার ছাড়া এমনিতে তাদের নিয়ে কেউ বিশেষ মাথা ঘামায় না। তবে ভোট এলেই রাজ্য প্রশাসন ও রাজনৈতিক দলগুলি এই শ্রমিকদের খোঁজখবর শুরু করে। তাদের অন্তত একটিবার বাড়ি ফেরানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। কারণ গণতন্ত্রের স্বার্থে ওই শ্রমিকদের থেকেও যে মূল্যবান তাদের ভোট।

বহরমপুর, 3 এপ্রিল : তিন স্টেজের স্ট্র্যাটেজি। প্রথম স্টেজে ভোট দিতে বাড়ি ফেরার আবেদন জানিয়ে চিঠি পাঠানো হবে। দ্বিতীয় স্টেজে মোবাইল ফোনে SMS - এ পাঠানো হবে ভোট কেন্দ্রের নাম, ভোটার তালিকার সিরিয়াল নম্বর ও ভোটের তারিখ। তৃতীয় স্টেজে ভোটদানে উৎসাহ দিতে তৈরি করা হবে থিম সং।

কাদের জন্য এত আয়োজন? তারা হল কাজের খোঁজে ভিনরাজ্যে পড়ে থাকা শ্রমিক। পোশাকি নাম পরিযায়ী শ্রমিক। তাদের প্রতি প্রশাসনের এখন একটাই আবেদন - আয় বাবা, বাড়ি ফিরে ভোটটি দিয়ে যা। ভোটের আগে এই উদ্যোগ নিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন।

রাজ্যে একদিকে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। অন্তত রাজ্য সরকারের দাবি তেমনই। শাসকদলের এক জেলা সভাপতি কথায় কথায় বলেন, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, যা দেখে মানুষ ভোট দেবে। আজ দিনহাটায় এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য এক কোটি কর্মসংস্থান হয়েছে। বেকারের সংখ্যা কমেছে ৪০ শতাংশ। তবে সম্বৎসর রাজ্যের প্রতিটি জেলা থেকেই দলে দলে লোক কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। মুর্শিদাবাদ জেলাও তার ব্যতিক্রম নয়।

নির্বাচন কমিশন ১০০ শতাংশ পোলিংয়ের জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে বলেছে। আর তাই জেলা প্রশাসনের তরফে ভিনরাজ্যে কাজের জন্য পড়ে থাকা শ্রমিকদের ভোটের সময় বাড়ি ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মুম্বই, গুজরাত, পুনে, কেরল সহ নানা রাজ্যে কাজের জন্য শুধু মুর্শিদাবাদ জেলা থেকেই প্রায় দেড় লাখ শ্রমিক গেছে। রাজ্যে সব জেলা মিলিয়ে সেই সংখ্যাটা কত হতে পারে, তা পাঠক অনুমান করুন। ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলা প্রশাসন দেড় লাখের মধ্যে 1 লাখ 12 হাজার শ্রমিকের ভিন রাজ্যের ঠিকানা জোগাড় করেছে। সেই ঠিকানায় জেলা নির্বাচন আধিকারিকের তরফে চিঠি পাঠানো হচ্ছে। পাশাপাশি তাদের মোবাইল নম্বরে ভোট কেন্দ্রের নাম, ভোটার তালিকার সিরিয়াল নম্বর দিয়ে SMS পাঠানো হবে। পাশাপাশি জেলায় ওই শ্রমিকদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছে প্রশাসন।

ডোমকলের মহকুমা শাসক দিব্যা লোগানাথন বলেন, "আপাতত ১ লাখ ২০ হাজার পরিযায়ী শ্রমিককে চিঠি পাঠানো হচ্ছে। এর মধ্যে ডোমকল মহকুমাতেই রয়েছে 40 হাজার শ্রমিক। জেলায় যত পরিযায়ী শ্রমিক রয়েছে, ভোটের সময় তাদের ঘরে ফেরাতে তিনটি স্টেজে চেষ্টা করা হচ্ছে। প্রথমে চিঠি পাঠানো হবে। দ্বিতীয় স্টেজে ভোটের কয়েকদিন আগে ওই শ্রমিকদের মোবাইল ফোনে রিমাইন্ডার SMS পাঠানো হবে। তৃতীয় স্টেজে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরে ভোট দিতে উৎসাহিত করতে তৈরি করা হচ্ছে থিম সং। এছাড়া প্রত্যেক ব্লকে এজন্য একটি কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে।"

কাজের জন্য ভিনরাজ্যে পড়ে থাকা শ্রমিকরা মাঝেমধ্যে বাড়ি ফেরে। বেশিরভাগ সময়টাই কাটে বাড়ি থেকে দূরে। তাই তারা পরিযায়ী। নিজেদের পরিবার ছাড়া এমনিতে তাদের নিয়ে কেউ বিশেষ মাথা ঘামায় না। তবে ভোট এলেই রাজ্য প্রশাসন ও রাজনৈতিক দলগুলি এই শ্রমিকদের খোঁজখবর শুরু করে। তাদের অন্তত একটিবার বাড়ি ফেরানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। কারণ গণতন্ত্রের স্বার্থে ওই শ্রমিকদের থেকেও যে মূল্যবান তাদের ভোট।

sample description
Last Updated : Apr 3, 2019, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.