ETV Bharat / state

ঘুমের ওষুধ খাইয়ে ৩ মহিলা খুনে জ্যোতিষীর যাবজ্জীবন - beharampur

বহরমপুরে আশাবরি আবাসনে তিন মহিলা খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত।

জ্যোতিষী
author img

By

Published : Feb 16, 2019, 7:21 PM IST

বহরমপুর, ১৬ ফেব্রুয়ারি : বহরমপুরে আশাবরি আবাসনে তিন মহিলা খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। পাশাপাশি আদালত জানিয়েছে, সাজা শুরু হওয়ার ২০ বছরের মধ্যে দোষী সাজা কমানোর জন্য আবেদন করতে পারবে না। তবে সরকার পক্ষের আইনজীবী দেবাশিস রায় জানিয়েছেন, জেলা দায়রা আদালতের এই রায়ে তাঁরা সন্তুষ্ট নন। দোষীর মৃত্যুদণ্ডের দাবিতে উচ্চ আদালতে যাবেন। তিনি বলেন, "নৃশংস এই খুনের ঘটনায় আমরা বরাবর দোষীর মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এসেছি। একই দাবিতে এবার হাইকোর্টে যাব।"

২০১৪ সালের ৪ জানুয়ারি আশাবরি আবাসনের একটি ফ্ল্যাটে তিন মহিলা খুন হন। খুনের দু'দিন পর ফ্ল্যাটের দরজা ভেঙে বহরমপুর থানার পুলিশ প্রভা দাস (৭১), বিজয়া বসু (৪৮) ও তাঁর মেয়ে আত্রেয়ী বসু (১৮)-র দেহ উদ্ধার করে। এরপর পুলিশ সারগাছি এলাকার গয়না ব্যবসায়ী ওমর আলিকে জেরা করে ও মোবাইল ফোনের সূত্র ধরে শিলিগুড়ি থেকে নিত্যানন্দ দাসকে গ্রেপ্তার করে। পেশায় জ্যোতিষী নিত্যানন্দ আত্রেয়ীর "কালসর্প দোষ" কাটাতে ঘটনার দিন পুজো করার জন্য আশাবরি আবাসনের ওই ফ্ল্যাটে ঢুকেছিল। তারপর রাতে ওই তিন মহিলাকে ঘুমের ওষুধ খাইয়ে খুন করে এবং গয়না ও মোবাই ফোন নিয়ে পালায়। ১০ জানুয়ারি তাকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

undefined

নিত্যানন্দের বিরুদ্ধে ৩০২ ধারা সহ মোট সাতটি ধারায় মামলা রুজু করে চার্জশিট পেশ করে পুলিশ। মোট ৩০ জনের সাক্ষ্যগ্রহণের পর গতকাল জেলা দায়রা আদালতের বিচারক পার্থসারথি চট্টোপাধ্যায় নিত্যানন্দকে দোষী সাব্যস্ত করেন। গতকাল নিত্যানন্দকে দু'দফায় এজলাসে তুলে আদালত রায় ঘোষণা করেন। যদিও, সাজা ঘোষণার পরও নিত্যানন্দ দাস নিজেকে নির্দোষ দাবি করেছে। বিজয়া বসুর স্বামী তথা আত্রেয়ীর বাবা দেবাশিস বসু বলেন, "আমরা মৃত্যুদণ্ড চেয়েছিলাম। সেটা হলেই খুশি হতাম।"

বহরমপুর, ১৬ ফেব্রুয়ারি : বহরমপুরে আশাবরি আবাসনে তিন মহিলা খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। পাশাপাশি আদালত জানিয়েছে, সাজা শুরু হওয়ার ২০ বছরের মধ্যে দোষী সাজা কমানোর জন্য আবেদন করতে পারবে না। তবে সরকার পক্ষের আইনজীবী দেবাশিস রায় জানিয়েছেন, জেলা দায়রা আদালতের এই রায়ে তাঁরা সন্তুষ্ট নন। দোষীর মৃত্যুদণ্ডের দাবিতে উচ্চ আদালতে যাবেন। তিনি বলেন, "নৃশংস এই খুনের ঘটনায় আমরা বরাবর দোষীর মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এসেছি। একই দাবিতে এবার হাইকোর্টে যাব।"

২০১৪ সালের ৪ জানুয়ারি আশাবরি আবাসনের একটি ফ্ল্যাটে তিন মহিলা খুন হন। খুনের দু'দিন পর ফ্ল্যাটের দরজা ভেঙে বহরমপুর থানার পুলিশ প্রভা দাস (৭১), বিজয়া বসু (৪৮) ও তাঁর মেয়ে আত্রেয়ী বসু (১৮)-র দেহ উদ্ধার করে। এরপর পুলিশ সারগাছি এলাকার গয়না ব্যবসায়ী ওমর আলিকে জেরা করে ও মোবাইল ফোনের সূত্র ধরে শিলিগুড়ি থেকে নিত্যানন্দ দাসকে গ্রেপ্তার করে। পেশায় জ্যোতিষী নিত্যানন্দ আত্রেয়ীর "কালসর্প দোষ" কাটাতে ঘটনার দিন পুজো করার জন্য আশাবরি আবাসনের ওই ফ্ল্যাটে ঢুকেছিল। তারপর রাতে ওই তিন মহিলাকে ঘুমের ওষুধ খাইয়ে খুন করে এবং গয়না ও মোবাই ফোন নিয়ে পালায়। ১০ জানুয়ারি তাকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

undefined

নিত্যানন্দের বিরুদ্ধে ৩০২ ধারা সহ মোট সাতটি ধারায় মামলা রুজু করে চার্জশিট পেশ করে পুলিশ। মোট ৩০ জনের সাক্ষ্যগ্রহণের পর গতকাল জেলা দায়রা আদালতের বিচারক পার্থসারথি চট্টোপাধ্যায় নিত্যানন্দকে দোষী সাব্যস্ত করেন। গতকাল নিত্যানন্দকে দু'দফায় এজলাসে তুলে আদালত রায় ঘোষণা করেন। যদিও, সাজা ঘোষণার পরও নিত্যানন্দ দাস নিজেকে নির্দোষ দাবি করেছে। বিজয়া বসুর স্বামী তথা আত্রেয়ীর বাবা দেবাশিস বসু বলেন, "আমরা মৃত্যুদণ্ড চেয়েছিলাম। সেটা হলেই খুশি হতাম।"

RESTRICTION SUMMARY: NO ACCESS GERMANY/ONE WEEK NEWS ACCESS ONLY; ONLINE ACCESS ONLY 3 MINUTES OF ALL POOL FOOTAGE PROVIDED ON 16 FEBRUARY 2019
SHOTLIST:
++PRELIMINARY SCRIPT++
ARD/BAYERISCHER RUNDFUNK POOL - NO ACCESS GERMANY/ONE WEEK NEWS ACCESS ONLY; ONLINE ACCESS ONLY 3 MINUTES OF ALL POOL FOOTAGE PROVIDED ON 16 FEBRUARY 2019
Munich - 16 February 2019
1. United States Vice President Mike Pence walking onto stage
2. SOUNDBITE (English) Mike Pence, United States Vice President:
++TRANSCRIPT TO FOLLOW++
3. Ivanka Trump, daughter of US President Donald Trump, and her husband, White House Senior Adviser Jared Kushner, listening
4. SOUNDBITE (English) Mike Pence, United States Vice President:
++TRANSCRIPT TO FOLLOW++
5. Nancy Pelosi, US chairwoman of the House of Representatives, in audience
6. SOUNDBITE (English) Mike Pence, United States Vice President:
++TRANSCRIPT TO FOLLOW++
7. Wide of Pence speaking
STORYLINE:
US Vice President Mike Pence on Saturday said his country "commends" all partners "who have taken a strong stand" against a German-Russian pipeline, adding that the US "cannot ensure the defence of the West if our allies grow dependent on the East".
Nord Stream 2 pipeline is being built under the Baltic Sea to deliver gas directly to Germany for further distribution across Europe, but Eastern European countries like Poland and Ukraine have vehemently objected to the project, because they say it specifically bypasses their territories.
Speaking at the Munich Security Conference, Pence also criticised the Chinese company Huawei, urging allies to "be vigilant" about any "enterprise that would compromise the integrity of ouir communications technology".
In December 2018 China detaining two Canadians in apparent retaliation for the arrest of a Chinese Huawei executive.
Chinese executive Meng Wanzhou was arrested earlier in December 2018 at the request of U.S. authorities.
The U.S. wants her extradited to face charges that she committed fraud by misleading banks about Huawei's business dealings in Iran.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.