ETV Bharat / state

ঘুমের ওষুধ খাইয়ে ৩ মহিলা খুনে জ্যোতিষীর যাবজ্জীবন - beharampur

বহরমপুরে আশাবরি আবাসনে তিন মহিলা খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত।

নিত্যানন্দকে আদালত থেকে জেলে নিয়ে যাচ্ছে পুলিশ
author img

By

Published : Feb 16, 2019, 2:11 PM IST

বহরমপুর, ১৬ ফেব্রুয়ারি : বহরমপুরে আশাবরি আবাসনে তিন মহিলা খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। পাশাপাশি আদালত জানিয়েছে, সাজা শুরু হওয়ার ২০ বছরের মধ্যে দোষী সাজা কমানোর জন্য আবেদন করতে পারবে না। তবে সরকার পক্ষের আইনজীবী দেবাশিস রায় জানিয়েছেন, জেলা দায়রা আদালতের এই রায়ে তাঁরা সন্তুষ্ট নন। দোষীর মৃত্যুদণ্ডের দাবিতে উচ্চ আদালতে যাবেন। তিনি বলেন, "নৃশংস এই খুনের ঘটনায় আমরা বরাবর দোষীর মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এসেছি। একই দাবিতে এবার হাইকোর্টে যাব।"

২০১৪ সালের ৪ জানুয়ারি আশাবরি আবাসনের একটি ফ্ল্যাটে তিন মহিলা খুন হন। খুনের দু'দিন পর ফ্ল্যাটের দরজা ভেঙে বহরমপুর থানার পুলিশ প্রভা দাস (৭১), বিজয়া বসু (৪৮) ও তাঁর মেয়ে আত্রেয়ী বসু (১৮)-র দেহ উদ্ধার করে। এরপর পুলিশ সারগাছি এলাকার গয়না ব্যবসায়ী ওমর আলিকে জেরা করে ও মোবাইল ফোনের সূত্র ধরে শিলিগুড়ি থেকে নিত্যানন্দ দাসকে গ্রেপ্তার করে। পেশায় জ্যোতিষী নিত্যানন্দ আত্রেয়ীর "কালসর্প দোষ" কাটাতে ঘটনার দিন পুজো করার জন্য আশাবরি আবাসনের ওই ফ্ল্যাটে ঢুকেছিল। তারপর রাতে ওই তিন মহিলাকে ঘুমের ওষুধ খাইয়ে খুন করে এবং গয়না ও মোবাই ফোন নিয়ে পালায়। ১০ জানুয়ারি তাকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

undefined

নিত্যানন্দের বিরুদ্ধে ৩০২ ধারা সহ মোট সাতটি ধারায় মামলা রুজু করে চার্জশিট পেশ করে পুলিশ। মোট ৩০ জনের সাক্ষ্যগ্রহণের পর গতকাল জেলা দায়রা আদালতের বিচারক পার্থসারথি চট্টোপাধ্যায় নিত্যানন্দকে দোষী সাব্যস্ত করেন। গতকাল নিত্যানন্দকে দু'দফায় এজলাসে তুলে আদালত রায় ঘোষণা করেন। যদিও, সাজা ঘোষণার পরও নিত্যানন্দ দাস নিজেকে নির্দোষ দাবি করেছে। বিজয়া বসুর স্বামী তথা আত্রেয়ীর বাবা দেবাশিস বসু বলেন, "আমরা মৃত্যুদণ্ড চেয়েছিলাম। সেটা হলেই খুশি হতাম।"


বহরমপুর, ১৬ ফেব্রুয়ারি : বহরমপুরে আশাবরি আবাসনে তিন মহিলা খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। পাশাপাশি আদালত জানিয়েছে, সাজা শুরু হওয়ার ২০ বছরের মধ্যে দোষী সাজা কমানোর জন্য আবেদন করতে পারবে না। তবে সরকার পক্ষের আইনজীবী দেবাশিস রায় জানিয়েছেন, জেলা দায়রা আদালতের এই রায়ে তাঁরা সন্তুষ্ট নন। দোষীর মৃত্যুদণ্ডের দাবিতে উচ্চ আদালতে যাবেন। তিনি বলেন, "নৃশংস এই খুনের ঘটনায় আমরা বরাবর দোষীর মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এসেছি। একই দাবিতে এবার হাইকোর্টে যাব।"

২০১৪ সালের ৪ জানুয়ারি আশাবরি আবাসনের একটি ফ্ল্যাটে তিন মহিলা খুন হন। খুনের দু'দিন পর ফ্ল্যাটের দরজা ভেঙে বহরমপুর থানার পুলিশ প্রভা দাস (৭১), বিজয়া বসু (৪৮) ও তাঁর মেয়ে আত্রেয়ী বসু (১৮)-র দেহ উদ্ধার করে। এরপর পুলিশ সারগাছি এলাকার গয়না ব্যবসায়ী ওমর আলিকে জেরা করে ও মোবাইল ফোনের সূত্র ধরে শিলিগুড়ি থেকে নিত্যানন্দ দাসকে গ্রেপ্তার করে। পেশায় জ্যোতিষী নিত্যানন্দ আত্রেয়ীর "কালসর্প দোষ" কাটাতে ঘটনার দিন পুজো করার জন্য আশাবরি আবাসনের ওই ফ্ল্যাটে ঢুকেছিল। তারপর রাতে ওই তিন মহিলাকে ঘুমের ওষুধ খাইয়ে খুন করে এবং গয়না ও মোবাই ফোন নিয়ে পালায়। ১০ জানুয়ারি তাকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

undefined

নিত্যানন্দের বিরুদ্ধে ৩০২ ধারা সহ মোট সাতটি ধারায় মামলা রুজু করে চার্জশিট পেশ করে পুলিশ। মোট ৩০ জনের সাক্ষ্যগ্রহণের পর গতকাল জেলা দায়রা আদালতের বিচারক পার্থসারথি চট্টোপাধ্যায় নিত্যানন্দকে দোষী সাব্যস্ত করেন। গতকাল নিত্যানন্দকে দু'দফায় এজলাসে তুলে আদালত রায় ঘোষণা করেন। যদিও, সাজা ঘোষণার পরও নিত্যানন্দ দাস নিজেকে নির্দোষ দাবি করেছে। বিজয়া বসুর স্বামী তথা আত্রেয়ীর বাবা দেবাশিস বসু বলেন, "আমরা মৃত্যুদণ্ড চেয়েছিলাম। সেটা হলেই খুশি হতাম।"



Jaipur (Rajasthan)/ Varanasi (Uttar Pradesh), Feb 16 (ANI): Mortal remains of Central Reserve Police Force (CRPF) jawans Rohitash Lamba and Ramesh Yadav have been brought to their native places in Jaipur's Shahpura and Tofapur village in Varanasi. They lost their lives in Pulwama terrorist attack which took place on February 14. Around 40 CRPF personnel were killed in this gruesome attack. This was the worst ever terror attack in Jammu and Kashmir since militancy erupted in 1989. This incident occurred after a suicide bomber rammed his Sport Utility Vehicle (SUV) packed with explosives into a CRPF bus on the Srinagar-Jammu highway in Pulwama district.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.