ETV Bharat / state

School Parliamentary Election : স্কুল সংসদের নির্বাচনে লড়তে হলে পাশ করতে হবে প্রবেশিকা পরীক্ষা - সংসদে থাকে পড়ুয়া মন্ত্রী

স্কুল সংসদের নির্বাচনে লড়তে হলে পাশ করতে হবে প্রবেশিকা পরীক্ষা ৷ 25 নম্বরের এই পরীক্ষায় পাশ করলে মিলবে মন্ত্রীত্বে লড়ার ছড়াপত্র ৷ মাস্ক, স্যানিটাইজার, স্বচ্ছ ভারতের গান্ধি চশমা এমনই প্রতীক চিহ্ন নিয়ে লড়বে পড়ুয়ারা (School Parliamentary Election )। বেলডাঙার একটি স্কুলে এমনই সিদ্ধান্ত প্রধান শিক্ষকের ৷

School Parliamentary Election
স্কুল সংসদের নির্বাচনে লড়তে হলে পাশ করতে হবে প্রবেশিকা পরীক্ষা
author img

By

Published : Apr 24, 2022, 5:02 PM IST

Updated : Apr 24, 2022, 7:38 PM IST

বেলডাঙা, 24 এপ্রিল: স্কুলের উন্নয়নমূলক কাজ দেখাশোনার জন্য় প্রতিটি স্কুলেই থাকে একটি করে সংসদ ৷ এই সংসদে থাকে পড়ুয়া মন্ত্রী ৷ যারা সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়া ৷ সাধারণত স্কুলের শিক্ষক-শিক্ষিকারই এই সকল পড়ুয়া মন্ত্রীদের নির্বাচন করত ৷ কিন্তু বেলডাঙা 30 নং আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়েছিল (School Parliamentary Election) ৷

পরীক্ষার আয়োজন করেছিলেন আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত। এই প্রবেশিকা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপক 15 জন পড়ুয়া লড়বেন এই মন্ত্রীত্ব পদের জন্য ৷ মে মাসে কোভিড বিধি মেনে হবে নির্বাচন ৷ বাইরে থেকে আনা হবে প্রিসাইডিং অফিসার, নিরাপত্তারক্ষী । ১৮৭ জনের ভোটার তালিকাও তৈরি করা হয়েছে। পাশাপাশি নির্বাচনের দিন ভোটারদের দেওয়া হবে মাস্ক ও স্যানিটাইজার । মাস্ক, স্যানিটাইজার, স্বচ্ছ ভারতের গান্ধি চশমা এমনই প্রতীক চিহ্ন নিয়ে লড়বে পড়ুয়া প্রার্থীরা । বলাই যায় রাজ্য- রাজনীতির নির্বাচন থেকে কোনও অংশে কম নয় মন্ত্রী পড়ুয়া নির্বাচন যুদ্ধ ৷

আরও পড়ুন: KMC Primary School : পড়ুয়া ও শিক্ষকের অভাবে বন্ধ হতে পারে কলকাতা পৌরনিগমের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়

মনে করা হয়, রাজনীতিতে লড়তে গেলে কোনও যোগ্যতা লাগে না ৷ ছোট থেকেই ছাত্রদের মধ্যে এই ধারণা যাতে না হয়, তাই এই অভিনব পন্থা বেলডাঙা এলাকার 30 নং আন্ডিরণ প্রাথমিক বিদ্যালের প্রধান শিক্ষিক বিশ্বজিৎ দত্তের ৷

বেলডাঙা, 24 এপ্রিল: স্কুলের উন্নয়নমূলক কাজ দেখাশোনার জন্য় প্রতিটি স্কুলেই থাকে একটি করে সংসদ ৷ এই সংসদে থাকে পড়ুয়া মন্ত্রী ৷ যারা সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়া ৷ সাধারণত স্কুলের শিক্ষক-শিক্ষিকারই এই সকল পড়ুয়া মন্ত্রীদের নির্বাচন করত ৷ কিন্তু বেলডাঙা 30 নং আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়েছিল (School Parliamentary Election) ৷

পরীক্ষার আয়োজন করেছিলেন আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত। এই প্রবেশিকা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপক 15 জন পড়ুয়া লড়বেন এই মন্ত্রীত্ব পদের জন্য ৷ মে মাসে কোভিড বিধি মেনে হবে নির্বাচন ৷ বাইরে থেকে আনা হবে প্রিসাইডিং অফিসার, নিরাপত্তারক্ষী । ১৮৭ জনের ভোটার তালিকাও তৈরি করা হয়েছে। পাশাপাশি নির্বাচনের দিন ভোটারদের দেওয়া হবে মাস্ক ও স্যানিটাইজার । মাস্ক, স্যানিটাইজার, স্বচ্ছ ভারতের গান্ধি চশমা এমনই প্রতীক চিহ্ন নিয়ে লড়বে পড়ুয়া প্রার্থীরা । বলাই যায় রাজ্য- রাজনীতির নির্বাচন থেকে কোনও অংশে কম নয় মন্ত্রী পড়ুয়া নির্বাচন যুদ্ধ ৷

আরও পড়ুন: KMC Primary School : পড়ুয়া ও শিক্ষকের অভাবে বন্ধ হতে পারে কলকাতা পৌরনিগমের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়

মনে করা হয়, রাজনীতিতে লড়তে গেলে কোনও যোগ্যতা লাগে না ৷ ছোট থেকেই ছাত্রদের মধ্যে এই ধারণা যাতে না হয়, তাই এই অভিনব পন্থা বেলডাঙা এলাকার 30 নং আন্ডিরণ প্রাথমিক বিদ্যালের প্রধান শিক্ষিক বিশ্বজিৎ দত্তের ৷

Last Updated : Apr 24, 2022, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.