সুতি, 23 এপ্রিল : হেঁটে বাড়ি ফিরছিলেন ৷ কিন্তু, এখনও বাড়ি পৌঁছাননি সুতির 17 জন শ্রমিক । তাঁদের কোনও খোঁজও নেই । এর মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন । ওই শ্রমিকদের পরিবারের সদস্যরা বলেন, কারও মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছে না ।
সুতি থানার লিচুতলা গ্রামের ওই শ্রমিকরা মাস পাঁচেক আগে ওড়িশায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন । লকডাউনে সেখানেই আটকে পড়েন তাঁরা । খাবার ফুরিয়ে যাওয়ায় বাধ্য হয়ে শ্রমিকরা একটি লরি ভাড়া করে বর্ধমান আসেন ৷ সেখান থেকে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা দেন । তাঁরা গত মঙ্গলবার বর্ধমান পৌঁছেছিলেন ।
এরপর গতকাল সকাল 10 টার পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন । মাঝপথে তাঁদের কী হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা । তাঁদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন । তাঁরা হলেন রাসেল শেখ, বাহাদুর শেখ, উজির শেখ, জিয়াউর শেখ, আসরাফুল শেখ । তাঁদের পরিবার সুতি থানায় যোগাযোগ শুরু করেছে ।