ETV Bharat / state

হেঁটে বাড়ি ফিরছিলেন, খোঁজ নেই সুতির 17 শ্রমিকের - contact disconnected with migrant labours while they were coming home amid lockdown

সুতির 17 শ্রমিকের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাঁদের পরিবারের সদস্যরা । এর মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন । মুর্শিদাবাদের সুতি থানার লিচুতলা গ্রামের

contact disconnected with migrant labours while they were coming home amid lockdown
লকডাউনে হেঁটে বাড়ি ফেরার পথে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সুতির 17 শ্রমিকের
author img

By

Published : Apr 23, 2020, 10:58 PM IST

সুতি, 23 এপ্রিল : হেঁটে বাড়ি ফিরছিলেন ৷ কিন্তু, এখনও বাড়ি পৌঁছাননি সুতির 17 জন শ্রমিক । তাঁদের কোনও খোঁজও নেই । এর মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন । ওই শ্রমিকদের পরিবারের সদস্যরা বলেন, কারও মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছে না ।

সুতি থানার লিচুতলা গ্রামের ওই শ্রমিকরা মাস পাঁচেক আগে ওড়িশায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন । লকডাউনে সেখানেই আটকে পড়েন তাঁরা । খাবার ফুরিয়ে যাওয়ায় বাধ্য হয়ে শ্রমিকরা একটি লরি ভাড়া করে বর্ধমান আসেন ৷ সেখান থেকে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা দেন । তাঁরা গত মঙ্গলবার বর্ধমান পৌঁছেছিলেন ।

এরপর গতকাল সকাল 10 টার পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন । মাঝপথে তাঁদের কী হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা । তাঁদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন । তাঁরা হলেন রাসেল শেখ, বাহাদুর শেখ, উজির শেখ, জিয়াউর শেখ, আসরাফুল শেখ । তাঁদের পরিবার সুতি থানায় যোগাযোগ শুরু করেছে ।

সুতি, 23 এপ্রিল : হেঁটে বাড়ি ফিরছিলেন ৷ কিন্তু, এখনও বাড়ি পৌঁছাননি সুতির 17 জন শ্রমিক । তাঁদের কোনও খোঁজও নেই । এর মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন । ওই শ্রমিকদের পরিবারের সদস্যরা বলেন, কারও মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছে না ।

সুতি থানার লিচুতলা গ্রামের ওই শ্রমিকরা মাস পাঁচেক আগে ওড়িশায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন । লকডাউনে সেখানেই আটকে পড়েন তাঁরা । খাবার ফুরিয়ে যাওয়ায় বাধ্য হয়ে শ্রমিকরা একটি লরি ভাড়া করে বর্ধমান আসেন ৷ সেখান থেকে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা দেন । তাঁরা গত মঙ্গলবার বর্ধমান পৌঁছেছিলেন ।

এরপর গতকাল সকাল 10 টার পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন । মাঝপথে তাঁদের কী হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা । তাঁদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন । তাঁরা হলেন রাসেল শেখ, বাহাদুর শেখ, উজির শেখ, জিয়াউর শেখ, আসরাফুল শেখ । তাঁদের পরিবার সুতি থানায় যোগাযোগ শুরু করেছে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.