ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়াতে এবার আদালতের দ্বারস্থ কংগ্রেস - দফা বাড়ানোর সিদ্ধান্তে অনড় কংগ্রেস

দফা বৃদ্ধির দাবিতে আদালতে যাচ্ছে কংগ্রেস। রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট করানো সম্ভব নয় ৷ এই অভিযোগেই এবার আদালতের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস ৷

Etv Bharat
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী
author img

By

Published : Jun 29, 2023, 5:35 PM IST

Updated : Jun 29, 2023, 8:00 PM IST

পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়াতে এবার আদালতের দ্বারস্থ কংগ্রেস

বহরমপুর, 29 জুন: পঞ্চায়েত নির্বাচনে দফা বাড়ানোর সিদ্ধান্তে অনড় কংগ্রেস ৷ এবার দফা বৃদ্ধির দাবিতে আদালতে যাচ্ছে কংগ্রেস। রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট কোনওভাবেই অবাধ এবং শান্তিপূর্ণ হতে পারে না ৷ এই অভিযোগেই ফের আদালতে যাচ্ছে কংগ্রেস ৷ বৃহস্পতিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়াতে সোমবার আমি হাইকোর্টে আবেদন করব। কারণ এক দফায় এই রাজ্যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।"

অধীর চৌধুরীর অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনের অধীনে এই নির্বাচন হচ্ছে না। তাঁর কথায়, "নির্বাচন কমিশন এখন দিদির কমিশন, তৃণমূলের কমিশন।" রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্ট আর নির্বাচন কমিশনে রীতিমতো বল ঠেলাঠেলি চলছে। বুধবারই কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চেয়েছে আদালত। সেই মামলার মাঝেই আরও একটি বিষয় নিয়ে হাইকোর্টের দরজায় কড়া নাড়তে চলেছে কংগ্রেস ৷ এবার পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়াতে নির্বাচন কমিশনকে আরও বেকায়দায় ফেলতে চলেছে কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠক থেকে তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে অধীর চৌধুরী বলেন, "একদফায় নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হতে পারে না। তাই দফা বাড়ানোর আবেদন জানিয়ে কংগ্রেস সোমবার আদালতে যাচ্ছে।"

একইসঙ্গে এদিন অধীর চৌধুরী বলেন, "2021 সালের বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন যে সকল পর্যবেক্ষকদের নাম বাদ দিয়েছিল, যাদের কালো তালিকাভুক্ত করা হয়েছিল এবার তাদেরই দায়িত্ব দেওয়া হয়েছে।" পাশাপাশি অধীর চৌধুরীর দাবি, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল সরকারের পরিকল্পনা ভিন্ন। তাঁর দাবি, তৃণমূলের পরিকল্পনা কেন্দ্রীয় বাহিনী আসুক আর চুপচাপ শুধু বসে থাকুক। কিন্তু তাদের বুথের ধারেকাছে যেতে দেওয়া হবে না বলেও জানান অধীর চৌধুরী। তাঁর কথায়, "কেন্দ্রীয় বাহিনী ঘুরুক ফিরুক কিন্তু বুথে যেন না যায়।"

এদিনের সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরীর আদালতে যাওয়ার ইঙ্গিতে বিরোধীরাও সায় দিয়েছে। বিরোধী শিবিরগুলি চাইছে নির্বাচনে দফা বাড়ানো হোক। হাইকোর্টও দফা বাড়াতে নির্বাচন কমিশনকে এখনও পর্যন্ত কোনও চাপ না-দিলেও কমিশনের ঘরেই বল ঠেলেছে। ফলে নির্বাচনের 10 দিন আগেও অস্পষ্ট পঞ্চায়েত নির্বাচন কত দফায় হবে। অন্যদিকে, জাল ব্যালট পেপার নিয়ে অভিযোগ জানিয়ে এদিন রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই বিষয় তিনি বুধবারই অভিযোগ জানিয়েছেন। এছাড়াও মনোনয়ন জমা দেওয়ার পর্ব থেকেই বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ছবি সামনে এসেছে বলেও অভিযোগ করেন অধীর। একাধিক কেন্দ্রে কংগ্রেসের কর্মী-সমর্থকদের শাসকদল ভয় দেখাচ্ছে বলেও কমিশনকে জানান তিনি।

আরও পড়ুন: জলপাইগুড়িতে বিজেপির পতাকায় কন্ডোম, তৃণমূলকে দুষছে গেরুয়া শিবির

এমনকী বন্দুক দেখিয়ে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ অধীরের। চিঠিতে চাঞ্চল্যকর দাবি করে অধীর জানিয়েছেন, পুরুলিয়ায় তিনজন যে আধিকারিকদের নিয়োগ করা হয়েছে, তাঁদের ভয় দেখিয়ে কম্পিউটারের মাস্টার চাবি চাওয়া হয়েছে যাতে তারা ডুপ্লিকেট সিরিয়াল নম্বর-সহ জাল ব্যালট পেপার ছাপা যায়। কিন্তু অধীরের দাবি, তাঁরা সৎ আধিকারিক তাই তাঁরা চাবি দেননি। এই জন্য নবান্ন থেকে তাঁদের অন্যত্র বদলি করিয়ে দেওয়া হয়। এছাড়াও সন্ত্রাস নিয়ে বারে বারে কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস। প্রার্থীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না। হোর্ডিং, ব্যানার ও পোস্টার সব খুলে দিচ্ছে।

পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়াতে এবার আদালতের দ্বারস্থ কংগ্রেস

বহরমপুর, 29 জুন: পঞ্চায়েত নির্বাচনে দফা বাড়ানোর সিদ্ধান্তে অনড় কংগ্রেস ৷ এবার দফা বৃদ্ধির দাবিতে আদালতে যাচ্ছে কংগ্রেস। রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট কোনওভাবেই অবাধ এবং শান্তিপূর্ণ হতে পারে না ৷ এই অভিযোগেই ফের আদালতে যাচ্ছে কংগ্রেস ৷ বৃহস্পতিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়াতে সোমবার আমি হাইকোর্টে আবেদন করব। কারণ এক দফায় এই রাজ্যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।"

অধীর চৌধুরীর অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনের অধীনে এই নির্বাচন হচ্ছে না। তাঁর কথায়, "নির্বাচন কমিশন এখন দিদির কমিশন, তৃণমূলের কমিশন।" রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্ট আর নির্বাচন কমিশনে রীতিমতো বল ঠেলাঠেলি চলছে। বুধবারই কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চেয়েছে আদালত। সেই মামলার মাঝেই আরও একটি বিষয় নিয়ে হাইকোর্টের দরজায় কড়া নাড়তে চলেছে কংগ্রেস ৷ এবার পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়াতে নির্বাচন কমিশনকে আরও বেকায়দায় ফেলতে চলেছে কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠক থেকে তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে অধীর চৌধুরী বলেন, "একদফায় নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হতে পারে না। তাই দফা বাড়ানোর আবেদন জানিয়ে কংগ্রেস সোমবার আদালতে যাচ্ছে।"

একইসঙ্গে এদিন অধীর চৌধুরী বলেন, "2021 সালের বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন যে সকল পর্যবেক্ষকদের নাম বাদ দিয়েছিল, যাদের কালো তালিকাভুক্ত করা হয়েছিল এবার তাদেরই দায়িত্ব দেওয়া হয়েছে।" পাশাপাশি অধীর চৌধুরীর দাবি, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল সরকারের পরিকল্পনা ভিন্ন। তাঁর দাবি, তৃণমূলের পরিকল্পনা কেন্দ্রীয় বাহিনী আসুক আর চুপচাপ শুধু বসে থাকুক। কিন্তু তাদের বুথের ধারেকাছে যেতে দেওয়া হবে না বলেও জানান অধীর চৌধুরী। তাঁর কথায়, "কেন্দ্রীয় বাহিনী ঘুরুক ফিরুক কিন্তু বুথে যেন না যায়।"

এদিনের সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরীর আদালতে যাওয়ার ইঙ্গিতে বিরোধীরাও সায় দিয়েছে। বিরোধী শিবিরগুলি চাইছে নির্বাচনে দফা বাড়ানো হোক। হাইকোর্টও দফা বাড়াতে নির্বাচন কমিশনকে এখনও পর্যন্ত কোনও চাপ না-দিলেও কমিশনের ঘরেই বল ঠেলেছে। ফলে নির্বাচনের 10 দিন আগেও অস্পষ্ট পঞ্চায়েত নির্বাচন কত দফায় হবে। অন্যদিকে, জাল ব্যালট পেপার নিয়ে অভিযোগ জানিয়ে এদিন রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই বিষয় তিনি বুধবারই অভিযোগ জানিয়েছেন। এছাড়াও মনোনয়ন জমা দেওয়ার পর্ব থেকেই বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ছবি সামনে এসেছে বলেও অভিযোগ করেন অধীর। একাধিক কেন্দ্রে কংগ্রেসের কর্মী-সমর্থকদের শাসকদল ভয় দেখাচ্ছে বলেও কমিশনকে জানান তিনি।

আরও পড়ুন: জলপাইগুড়িতে বিজেপির পতাকায় কন্ডোম, তৃণমূলকে দুষছে গেরুয়া শিবির

এমনকী বন্দুক দেখিয়ে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ অধীরের। চিঠিতে চাঞ্চল্যকর দাবি করে অধীর জানিয়েছেন, পুরুলিয়ায় তিনজন যে আধিকারিকদের নিয়োগ করা হয়েছে, তাঁদের ভয় দেখিয়ে কম্পিউটারের মাস্টার চাবি চাওয়া হয়েছে যাতে তারা ডুপ্লিকেট সিরিয়াল নম্বর-সহ জাল ব্যালট পেপার ছাপা যায়। কিন্তু অধীরের দাবি, তাঁরা সৎ আধিকারিক তাই তাঁরা চাবি দেননি। এই জন্য নবান্ন থেকে তাঁদের অন্যত্র বদলি করিয়ে দেওয়া হয়। এছাড়াও সন্ত্রাস নিয়ে বারে বারে কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস। প্রার্থীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না। হোর্ডিং, ব্যানার ও পোস্টার সব খুলে দিচ্ছে।

Last Updated : Jun 29, 2023, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.