কলকাতা, 23 অগস্ট: থমকে যাওয়া সরকারি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আর্জি জানিয়ে কেন্দ্র সরকারকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷ মুর্শিদাবাদের বরহমপুরের কাছে 34 নম্বর জাতীয় সড়কের সংযোগস্থলে বহরমপুর সেতু এবং বাইপাসের সড়ক নির্মাণের কাজ চলছে ৷ সেই কাজ দ্রুত সম্পন্ন করার কথা জানিয়েছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ ৷
অধীর চৌধুরী কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়িকে চিঠিতে জানিয়েছেন, জাতীয় সড়কের একটি অংশ মালদা থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত ৷ এটি বহরমপুর শহর পর্যন্ত সম্পূর্ণ হয়েছে ৷ বাকি অংশটি নির্মীয়মান অবস্থায় রয়েছে ৷ এর ফলে বহরমপুর শহরের বাসিন্দাদের যানজটে এবং দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে ৷ সেই কাজ দ্রুত সম্পন্ন করে যান-বাহন চলাচলের জন্য রাস্তার একটি দিক অতি দ্রুত জনস্বার্থে উন্মুক্ত করার আর্জি জানিয়েছেন অধীর চৌধুরী ৷
দলীয় সূত্রে খবর, এই চিঠি দেওয়ার পাশাপাশি অধীর চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িকে ফোনও করেছেন ৷ রাস্তার কাজ সম্পূর্ণ করার সঙ্গে জাতীয় সড়ক এবং বহরমপুর থেকে প্রশস্ত ফিডার নির্মাণের জন্যও অনুরোধ করেছেন কংগ্রেস সাংসদ ৷
চিঠিতে অধীর আরও লিখেছেন, মঙ্গলবার তিনি নিজে এই জায়গাটিতে গিয়েছিলেন ৷ সেখানকার পরিস্থিতি নিজের চোখে দেখে এসেছেন ৷ এলাকার বাসিন্দারা যাতায়াতের জন্য এনএইচ-34 ব্যবহার করছে ৷ তাতেও সমস্যা, প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে তাদের ৷
আরও পড়ুন: 'প্রধানমন্ত্রীর ব্লু আয়েড বয়', অধীরকে কটাক্ষ কুণালের
অধীর চৌধুরী অনুরোধ জানিয়েছেন, বহরমপুরে ভাগীরথীর উপর নতুন সেতুর 'ক্যারেজ ওয়ে'র একপাশ খুলে দেওয়া হোক ৷ যাতে সাধারণ মানুষ তা ব্যবহার করতে পারে ৷ কারণ সেতুটির কাজ প্রায় শেষের পথে ৷ এর ফলে 34 নম্বর জাতীয় সড়ক ব্যবহারে যাত্রীদের যে অসুবিধা হচ্ছে, তা লাঘব হতে পারে ৷ দ্রুত নির্মাণ কাজ শেষ হলে সেতুটি আনুষ্ঠানিকভাবে চালু করা যেতে পারে ৷ তাই, এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন অধীর ৷