সাগরদিঘি, 2 মার্চ: ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড যদি শেষ পর্যন্ত বজায় থাকে তাহলে সাগরিদিঘি বিধানসভা উপনির্বাচনে হাসি ফুটতে চলেছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের মুখে ৷ ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে এই কেন্দ্রে প্রায় 7 হাজার ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল প্রার্থী দেবাশিষ বন্দ্যোপাধ্যায় (Congress candidate leading in Sagardighi bypoll) ৷
তাঁর জয়ের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত কংগ্রেস প্রার্থী বায়রন (Congress candidate Bayron Biswas) ৷ তিনি জানিয়েছেন, যে দুই এলাকায় তাদের ফল খারাপ হওয়ার আশঙ্কা ছিল সেখানেও এগিয়ে গিয়েছে কংগ্রেস ৷ তাঁর কথায়,"আমার বনেশ্বর ও মোড়গ্রাম লাগোয়া এলাকা নিয়ে আমাদের ভয় ছিল ৷ কিন্তু এই দুই অঞ্চলেই আমরা 1100 মত ভোটে এগিয়ে গিয়েছি ৷ তাই আর চিন্তা নেই, আর কোথাও আমরা পিছবে না ৷ ব্যালট পেপারের গণনাতেও আমরা তৃণমূলের থেকে এক ভোটে এগিয়ে আছি ৷"
আরও পড়ুন: সাগরদিঘিতে চলছে গণনা, ইটিভি ভারতের ক্যামেরায় ধরা পড়ল নির্বাচন কমিশনের অন্দরমহল
উল্লেখ্য, সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে 16 রাউন্ড পর্যন্ত গণনা হবে ৷ তবে বাম ও কংগ্রেস নেতৃত্বের দাবি ভোট গণনা যত বাড়বে তাদের পক্ষে জয়ের ব্যবধানও তত বাড়বে ৷ জয় নিশ্চিত ধরে নিয়ে আবির খেলাও শুরু করে দিয়েছেন কংগ্রেস সমর্থকরা ৷ সাগরদিঘির গণনা কেন্দ্র থেকে প্রায় 250 মিটার দূরে বিডিও মোড়ে জোট বায়রন বিশ্বাসের সমর্থকেরা জয়োল্লাসে মেতেছেন । কয়েকশো কর্মী-সমর্থক দলের ঝান্ডা নিয়ে উল্লাসে শামিল হন ৷
উল্লেখ্য, বিগত তিনটি বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূলের সুব্রত সাহা ৷ তাঁর মন্ত্রিসভাতেও সুব্রতকে স্থান দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু সুব্রত সাহার আকস্মিক প্রয়াণে এই কেন্দ্রটি ফাঁকা হয় ৷ 2021 বিধানসভা নির্বাচনে প্রায় 50 হাজার ভোটের ব্যবধানে এখানে জয়ী হন সুব্রত সাহা ৷ দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী ৷ এবার তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ৷ গণনায় তিনি এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে আছেন ৷