ETV Bharat / state

Adhir Chowdhury Attacked CM: স্পেন সফর নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ অধীরের - প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

স্পেন সফর নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ অধীরের ৷ একই সঙ্গে, একাধিক প্রশ্নও তিনি তুলে ধরেছেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পেন সফরে কত কোটি টাকা খরচ হয়েছে তার হিসাব বাংলার মানুষকে দিতে হবে বলে দাবি করেন অধীর ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 5:15 PM IST

Updated : Sep 25, 2023, 5:21 PM IST

বহরমপুর, 25 সেপ্টেম্বর: স্পেন সফর নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাশাপাশি বেশ কয়েকটি প্রশ্নও তিনি তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রীর স্পেন সফরে কত কোটি টাকা খরচ হয়েছে তার হিসাব বাংলার মানুষকে দিতে হবে বলে দাবি করেছেন তিনি। একইসঙ্গে, মুখ্যমন্ত্রীকে নিশানা করে অধীর বলেন, "উনি কোটি কোটি টাকা খরচ করে স্পেন সফর করতে পারেন কিন্তু এই বাংলার মানুষের পেইন (যন্ত্রণা) বোঝেন না।"

বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে অধীর চৌধুরী বলেন, "মুখ্যমন্ত্রী সরকারের থেকে বেতন নেন না। ওনার নাকি কবিতার বই আর ছবি বিক্রির টাকা থেকে সংসার চলে। এতই যখন দুরাবস্থা তখন কীভাবে স্পেনের বার্সেলোনায় সব থেকে দামি হোটেলে উঠলেন পারিষদদের নিয়ে ! যে হোটেলের দৈনিক ভাড়া তিন থেকে সাড়ে তিন লাখ টাকা।" প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, স্পেন সফরে কত টাকা খরচ হল বাংলার মানুষকে তা জানাতে হবে।

তাঁর কথায়, "এটা কোনও সফর নয়। এটা আনন্দ উপভোগের জন্য বিদেশ ভ্রমণ। স্পেন থেকে কী বিনিয়োগ এল তা জানাতে হবে। আসলে উনি সব মিথ্যা কথা বলছেন। স্পেন থেকে কোনও বিনিয়োগই আসেনি। বিশ্ববঙ্গ সম্মেলন থেকে যে বিনিয়োগের কথা বলা হয়েছিল তার 10 শতাংশ হলেও এই বাংলার বহু বেকার সমস্যার সমাধান হত। সব মিথ্যা কথা। স্পেন থেকে এক টাকারও বিনিয়োগ আসেনি। ক্লাব আর প্রোমোটারদের নিয়ে গিয়ে কী বিনিয়োগ আসবে। উনি শিল্পের জন্য স্পেন সফরে যাননি। গিয়েছিলেন বিনোদনের জন্য স্পেন ভ্রমণে।"

আরও পড়ুন: উৎসবের মরশুমের আগে ডেঙ্গি মোকাবিলায় বৈঠকে মুখ্যসচিব

পাশাপাশি অধীরবাবু বলেন, "আমরা আগেই বলেছিলাম অগস্ট-সেপ্টেম্বরে রাজ্যে ডেঙ্গি প্রকট হবে। এর জন্য সরকারকে আগেই সতর্ক হয়ে ব্যবস্থা নিতেও বলেছিলাম। কিন্তু এই সরকারের উদাসীনতা, এই সরকারের নিষ্ক্রিয় মনোভাবের জন্য আজ রাজ্যে ডেঙ্গি মহামারির রূপ নিয়েছে। উনি শিল্পের নামে স্পেন সফর করতে পারেন। কিন্তু বাংলার মানুষের যন্ত্রণা বোঝেন না।"

বহরমপুর, 25 সেপ্টেম্বর: স্পেন সফর নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাশাপাশি বেশ কয়েকটি প্রশ্নও তিনি তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রীর স্পেন সফরে কত কোটি টাকা খরচ হয়েছে তার হিসাব বাংলার মানুষকে দিতে হবে বলে দাবি করেছেন তিনি। একইসঙ্গে, মুখ্যমন্ত্রীকে নিশানা করে অধীর বলেন, "উনি কোটি কোটি টাকা খরচ করে স্পেন সফর করতে পারেন কিন্তু এই বাংলার মানুষের পেইন (যন্ত্রণা) বোঝেন না।"

বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে অধীর চৌধুরী বলেন, "মুখ্যমন্ত্রী সরকারের থেকে বেতন নেন না। ওনার নাকি কবিতার বই আর ছবি বিক্রির টাকা থেকে সংসার চলে। এতই যখন দুরাবস্থা তখন কীভাবে স্পেনের বার্সেলোনায় সব থেকে দামি হোটেলে উঠলেন পারিষদদের নিয়ে ! যে হোটেলের দৈনিক ভাড়া তিন থেকে সাড়ে তিন লাখ টাকা।" প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, স্পেন সফরে কত টাকা খরচ হল বাংলার মানুষকে তা জানাতে হবে।

তাঁর কথায়, "এটা কোনও সফর নয়। এটা আনন্দ উপভোগের জন্য বিদেশ ভ্রমণ। স্পেন থেকে কী বিনিয়োগ এল তা জানাতে হবে। আসলে উনি সব মিথ্যা কথা বলছেন। স্পেন থেকে কোনও বিনিয়োগই আসেনি। বিশ্ববঙ্গ সম্মেলন থেকে যে বিনিয়োগের কথা বলা হয়েছিল তার 10 শতাংশ হলেও এই বাংলার বহু বেকার সমস্যার সমাধান হত। সব মিথ্যা কথা। স্পেন থেকে এক টাকারও বিনিয়োগ আসেনি। ক্লাব আর প্রোমোটারদের নিয়ে গিয়ে কী বিনিয়োগ আসবে। উনি শিল্পের জন্য স্পেন সফরে যাননি। গিয়েছিলেন বিনোদনের জন্য স্পেন ভ্রমণে।"

আরও পড়ুন: উৎসবের মরশুমের আগে ডেঙ্গি মোকাবিলায় বৈঠকে মুখ্যসচিব

পাশাপাশি অধীরবাবু বলেন, "আমরা আগেই বলেছিলাম অগস্ট-সেপ্টেম্বরে রাজ্যে ডেঙ্গি প্রকট হবে। এর জন্য সরকারকে আগেই সতর্ক হয়ে ব্যবস্থা নিতেও বলেছিলাম। কিন্তু এই সরকারের উদাসীনতা, এই সরকারের নিষ্ক্রিয় মনোভাবের জন্য আজ রাজ্যে ডেঙ্গি মহামারির রূপ নিয়েছে। উনি শিল্পের নামে স্পেন সফর করতে পারেন। কিন্তু বাংলার মানুষের যন্ত্রণা বোঝেন না।"

Last Updated : Sep 25, 2023, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.