বহরমপুর, 8 ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে প্রস্তুতি পর্ব তুঙ্গে । তৃতীয় বার সরকারে আসার পর প্রথম মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Murshidabad Administrative Meeting) । মুখ্যমন্ত্রীর জেলা সফরে একগুচ্ছ উন্নয়নের তালিকার দিকে তাকিয়ে রয়েছে জেলাবাসী । আজ বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ বহরমপুর রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে হবে প্রশাসনিক বৈঠক (CM Mamata Banerjee will chair the administrative meeting) । আর তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন ও পুলিশ । ইতিমধ্যে ত্রিস্তর নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে প্রশাসনিক বৈঠকের জায়গাটি ।
চারদিনের উত্তর ও দক্ষিণবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব-সহ গুরুত্বপূর্ণ দফতরের একাধিক সচিব । মঙ্গলবার দুই দিনাজপুরে দু'টি প্রশাসনিক বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী । আজ মালদায় বৈঠক সেরে বিকেলে বহরমপুরে প্রশাসনিক বৈঠক করবেন তিনি । সেই বৈঠকে জেলার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির দিকে তাকিয়ে সারা মুর্শিদাবাদ ।
আরও পড়ুন : CM Mamata on BSF : বিএসএফের উপর নজর রাখতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর
গত বিধানসভা নির্বাচনে (2021 West Bengal Assembly Election) মুখ্যমন্ত্রীকে এই জেলা থেকে ঢালাও আসন উপহার দিয়েছে জেলা নেতৃত্ব । জেলার 22 টি বিধানসভার মধ্যে দু'টি বাদ দিয়ে বাকি সবগুলিই তৃণমূলের ঝুলিতে । অধীর চৌধুরীর গড়ে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে রাজনৈতিক জল্পনা চলছে । মুখ্যমন্ত্রীর কাছে এই জেলা বিশেষ গুরুত্বপূর্ণ ৷
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার বহরমপুরে প্রশাসনিক বৈঠকের পর বহরমপুর সার্কিট হাউজ়ে থাকবেন মুখ্যমন্ত্রী । পরদিন নদিয়ায় প্রশাসনিক বৈঠক সেরে কলকাতা ফিরবেন তৃণমূল সুপ্রিমো । প্রতিকূল আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রী ট্রেনে উত্তরবঙ্গ পৌঁছেছেন । তবে বাকি জেলা সফর তিনি কপ্টারেই সারবেন বলে খবর রয়েছে ।