ETV Bharat / state

Student Killed Herself : গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী - Class XI student died by suicide in Kandi

আত্মঘাতী হল সাথি মণ্ডল নামে এক একাদশ শ্রেণির ছাত্রী (Kandi Student Killed Herself)। ঘটনাটি ঘটেছে কান্দি পৌরসভার ছাতিনাকান্দি তাঁতিপাড়া এলাকায় ।

Student death in Kandi
আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী
author img

By

Published : Mar 26, 2022, 8:17 AM IST

কান্দি, 26 মার্চ : গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী (Kandi Student died by Suicide) । ঘটনাটি ঘটেছে কান্দি পৌরসভার ছাতিনাকান্দি তাঁতিপাড়া এলাকায় ৷ স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, সাথি মণ্ডল নামের ওই ছাত্রী শুক্রবার স্কুল থেকে বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে সেভাবে কোনও কথা বলেনি । বারবার জিজ্ঞেস করা হলেও পরিবারের সদস্যদের কিছু জানায়নি ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ধে নাগাদ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে । কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন ৷ তড়িঘড়ি তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করে ৷ যদিও হাসপাতালে আনার ঘণ্টাখানেকের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাথি মণ্ডলের ।

ছাত্রীর আত্মহত্যা কারণ নিয়ে ধন্দে পরিজনরা

আরও পড়ুন : মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

পরে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় ৷ কী কারণে ওই ছাত্রী এই ঘটনা ঘটাল তা নিয়ে এখনও ধোঁয়াশায় পরিবার । ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

কান্দি, 26 মার্চ : গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী (Kandi Student died by Suicide) । ঘটনাটি ঘটেছে কান্দি পৌরসভার ছাতিনাকান্দি তাঁতিপাড়া এলাকায় ৷ স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, সাথি মণ্ডল নামের ওই ছাত্রী শুক্রবার স্কুল থেকে বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে সেভাবে কোনও কথা বলেনি । বারবার জিজ্ঞেস করা হলেও পরিবারের সদস্যদের কিছু জানায়নি ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ধে নাগাদ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে । কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন ৷ তড়িঘড়ি তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করে ৷ যদিও হাসপাতালে আনার ঘণ্টাখানেকের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাথি মণ্ডলের ।

ছাত্রীর আত্মহত্যা কারণ নিয়ে ধন্দে পরিজনরা

আরও পড়ুন : মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

পরে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় ৷ কী কারণে ওই ছাত্রী এই ঘটনা ঘটাল তা নিয়ে এখনও ধোঁয়াশায় পরিবার । ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.