লালগোলা, 2 মে : কম পরিমাণ রেশন সামগ্রী দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ডিলার ও গ্রামবাসী একে অপরকে লক্ষ্য করে হামলা-পালটা হামলা চালাল । ডিলারের বাড়ির ছাদ থেকে গ্রাহকদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ । ঘটনার জেরে 12 জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের কৃষ্ণপুর ব্লক হাসপাতালে চিকিৎসা চলছে । ডিলারের বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ । লালগোলার বৈরি গ্রামের ঘটনা । ঘটনাস্থানে লালগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
রেশন ডিলার বাবলু শেখের বিরুদ্ধে কম পরিমাণ রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ উঠেছে । এর বিরুদ্ধে গতকাল বিকালে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসী । বাবলু শেখ ও উপভোক্তাদের মধ্যে বচসা চলে । কার্ড প্রতি বরাদ্দ সামগ্রী অপেক্ষাকৃত কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ উপভোক্তাদের । আজও একই কারণে ঝামেলা বাধে । তখনই পরিকল্পিতভাবে বাবলু শেখের বাড়ির ছাদ থেকে উপভোক্তাদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় বলে অভিযোগ ।
অপরদিকে একজোট হয়ে গ্রামবাসীরা বাবলু শেখের বাড়িতে হামলা চালিয়েছে বলে পালটা অভিযোগ উঠেছে । দু'পক্ষের একে অপরকে লক্ষ্য করে হামলায় 12 জন জখম হয়েছেন । চারজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের কৃষ্ণপুর ব্লক হাসপাতালে ভরতি করা হয়েছে । পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছায় পুলিশ ।