ETV Bharat / state

CISF Jawan Died by Suicide : সার্ভিস রিভালভারের গুলিতে আত্মঘাতী জওয়ান ! - সার্ভিস রিভালভার গুলিতে আত্মঘাতী জওয়ান

নিজের সার্ভিস রিভালভার থেকে গুলি করে আত্মঘাতী জওয়ান (CISF Died by Suicide in Farakka)৷ মৃত ওই সিআইএসএফ জওয়ানের নাম রামকুমার সিং(48) ।

cisf-jawan-died-by-suicide-in-farakka
CISF Died by Suicide
author img

By

Published : Jun 19, 2022, 4:50 PM IST

ফরাক্কা, 19 জুন: কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী হলেন এক সিআইএসএফ (CISF) জওয়ান । রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা এনটিপিসি পাওয়ার প্ল্যান্টে (CISF Died by Suicide in Farakka)। মৃত ওই সিআইএসএফ জওয়ানের নাম রামকুমার সিং (48) । তাঁর বাড়ি বিহারের বেগুসরাই জেলার বাড়ুনি এলাকায় । তিনি এনটিপিসিতে সিআইএসএফ-এর কনস্টেবল পদে কর্মরত ছিলেন ।

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো রাতে ফরাক্কা এনটিপিসি পাওয়ার প্ল্যান্ট-2 গেটে ডিউটি করছিলেন সিআইএসএফ জওয়ান । ভোরের দিকে হঠাতই নিজের সার্ভিস রিভলভার মাথায় ঠেকিয়ে এক রাউন্ড গুলি করে আত্মঘাতী হন ওই জওয়ান বলে অনুমান । ঘটনায় ব্যাপক হইচই সৃষ্টি হয় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ ।

আরও পড়ুন : Murshidabad Medical college Hospital: মুর্শিদাবাদ মেডিক্যালে সদ্যজাত বদলের অভিযোগ

পুরো বিষয়টি তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ । মানসিক অবসাদ থেকেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের ।

ফরাক্কা, 19 জুন: কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী হলেন এক সিআইএসএফ (CISF) জওয়ান । রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা এনটিপিসি পাওয়ার প্ল্যান্টে (CISF Died by Suicide in Farakka)। মৃত ওই সিআইএসএফ জওয়ানের নাম রামকুমার সিং (48) । তাঁর বাড়ি বিহারের বেগুসরাই জেলার বাড়ুনি এলাকায় । তিনি এনটিপিসিতে সিআইএসএফ-এর কনস্টেবল পদে কর্মরত ছিলেন ।

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো রাতে ফরাক্কা এনটিপিসি পাওয়ার প্ল্যান্ট-2 গেটে ডিউটি করছিলেন সিআইএসএফ জওয়ান । ভোরের দিকে হঠাতই নিজের সার্ভিস রিভলভার মাথায় ঠেকিয়ে এক রাউন্ড গুলি করে আত্মঘাতী হন ওই জওয়ান বলে অনুমান । ঘটনায় ব্যাপক হইচই সৃষ্টি হয় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ ।

আরও পড়ুন : Murshidabad Medical college Hospital: মুর্শিদাবাদ মেডিক্যালে সদ্যজাত বদলের অভিযোগ

পুরো বিষয়টি তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ । মানসিক অবসাদ থেকেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.