ETV Bharat / state

Recruitment Scam: ভুয়ো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা দফতরের আধিকারিক গ্রেফতার সিআইডির হাতে - সিআইডি

CID Arrest School Education Department Officer in Recruitment Scam: মুর্শিদাবাদের সুতির গোঠা আজিজুর রহমান হাইস্কুলে অনিমেষ তেওয়ারি শিক্ষক পদে নিয়োগ করা হয় ৷ সেই নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ৷ এই নিয়ে আদালতের নির্দেশে তদন্ত করছে সিআইডি ৷ সোমবার সিআইডি জঙ্গিপুরের অ্য়াসিস্ট্যান্ট ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে ৷

Recruitment Scam
Recruitment Scam
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 8:10 PM IST

ভুয়ো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা দফতরের আধিকারিক গ্রেফতার সিআইডির হাতে

বহরমপুর, 18 সেপ্টেম্বর: সুতির গোঠা আজিজুর রহমান হাইস্কুলে ভুয়ো শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিআইডি গ্ৰেফতার করল জঙ্গিপুরের অ্য়াসিস্ট্যান্ট ইন্সপেক্টর সুশীলকুমার বর্মনকে । সোমবার অভিযুক্তকে তাঁর জঙ্গিপুরের প্রতাপপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে । তাঁকে বহরমপুর আদালত তিনদিনের সিআইডি হেফাজতের নির্দেশ পাঠিয়েছেন ।

উল্লেখ্য, সুতির ওই বিদ্যালয়ে ভুয়ো শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এর আগে সিআইডি গ্রেফতার করেছিল মুর্শিদাবাদের প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক (উচ্চ মাধ্যমিক) পূরবী বিশ্বাস দে-সহ আরও এক প্রাক্তন মহিলা করণিক (ক্লার্ক) এবং একজন পুরুষ করণিককে। তাঁরা সকলেই জামিন পেয়েছেন ।

এছাড়া জামিন পেয়েছেন ওই বিদ্যালয়ের প্ৰধান শিক্ষক আশিস তেওয়ারিও । যদিও তাঁর ছেলে অনিমেষ তেওয়ারি এখন বিচারাধীন বন্দি । তবে ওই মামলায় কয়েক মাস আগে জেলা শিক্ষাভবনের চারজনকে বহরমপুর সিআইডি অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় । তাঁদের মধ্যে জঙ্গিপুরের এআই সুশীলকুমার বর্মন ছিলেন ।

সুতির গোঠা আজিজুর রহমান হাইস্কুলে অনিমেষ তেওয়ারি শিক্ষক পদে নিয়োগ হয়েছিলেন । গত 2019 সাল থেকে ওই ভুয়ো শিক্ষক বেতন পেয়ে যাচ্ছিলেন । কী করে সেটা সম্ভব হল, সেই তদন্তে নেমে সিআইডি জানতে পারে যে ওই ভুয়ো শিক্ষক নিয়োগে তিনজনের গাফিলতি রয়েছে । ওই ভুয়ো শিক্ষকের কীভাবে বেতন হচ্ছে, সেটা ধরে ফেলা উচিত ছিল বহরমপুর শিক্ষা ভবনের ওই দুই কর্মী-সহ ডিআই এর । সেই কারণেই ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল । তাঁদের জামিন হলেও নতুন করে জঙ্গিপুর এআই-কে গ্ৰেফতার করল সিআইডি ।

অন্যের নিয়োগপত্র, সুপারিশপত্র ও অনুমোদনপত্র নকল করে স্কুলের শিক্ষকতার চাকরি করেছেন সুতির গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষকের পুত্র অনিমেষ তেওয়ারি বলে অভিযোগ ওঠে । ওই অভিযোগে গত জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন সিআইডিকে তদন্ত করতে । সেই তদন্তভার নিয়ে গত 21 জানুয়ারি সিআইডি বহরমপুরের জেলা শিক্ষা ভবনে জিজ্ঞাসাবাদ শুরু করে, সেই তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে সিআইডি ।

আরও পড়ুন: পরীক্ষা না হওয়া বছরেই অনিমেষের নিয়োগ ! প্রধান শিক্ষক বাবাকে তলব সিআইডির

ভুয়ো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা দফতরের আধিকারিক গ্রেফতার সিআইডির হাতে

বহরমপুর, 18 সেপ্টেম্বর: সুতির গোঠা আজিজুর রহমান হাইস্কুলে ভুয়ো শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিআইডি গ্ৰেফতার করল জঙ্গিপুরের অ্য়াসিস্ট্যান্ট ইন্সপেক্টর সুশীলকুমার বর্মনকে । সোমবার অভিযুক্তকে তাঁর জঙ্গিপুরের প্রতাপপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে । তাঁকে বহরমপুর আদালত তিনদিনের সিআইডি হেফাজতের নির্দেশ পাঠিয়েছেন ।

উল্লেখ্য, সুতির ওই বিদ্যালয়ে ভুয়ো শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এর আগে সিআইডি গ্রেফতার করেছিল মুর্শিদাবাদের প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক (উচ্চ মাধ্যমিক) পূরবী বিশ্বাস দে-সহ আরও এক প্রাক্তন মহিলা করণিক (ক্লার্ক) এবং একজন পুরুষ করণিককে। তাঁরা সকলেই জামিন পেয়েছেন ।

এছাড়া জামিন পেয়েছেন ওই বিদ্যালয়ের প্ৰধান শিক্ষক আশিস তেওয়ারিও । যদিও তাঁর ছেলে অনিমেষ তেওয়ারি এখন বিচারাধীন বন্দি । তবে ওই মামলায় কয়েক মাস আগে জেলা শিক্ষাভবনের চারজনকে বহরমপুর সিআইডি অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় । তাঁদের মধ্যে জঙ্গিপুরের এআই সুশীলকুমার বর্মন ছিলেন ।

সুতির গোঠা আজিজুর রহমান হাইস্কুলে অনিমেষ তেওয়ারি শিক্ষক পদে নিয়োগ হয়েছিলেন । গত 2019 সাল থেকে ওই ভুয়ো শিক্ষক বেতন পেয়ে যাচ্ছিলেন । কী করে সেটা সম্ভব হল, সেই তদন্তে নেমে সিআইডি জানতে পারে যে ওই ভুয়ো শিক্ষক নিয়োগে তিনজনের গাফিলতি রয়েছে । ওই ভুয়ো শিক্ষকের কীভাবে বেতন হচ্ছে, সেটা ধরে ফেলা উচিত ছিল বহরমপুর শিক্ষা ভবনের ওই দুই কর্মী-সহ ডিআই এর । সেই কারণেই ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল । তাঁদের জামিন হলেও নতুন করে জঙ্গিপুর এআই-কে গ্ৰেফতার করল সিআইডি ।

অন্যের নিয়োগপত্র, সুপারিশপত্র ও অনুমোদনপত্র নকল করে স্কুলের শিক্ষকতার চাকরি করেছেন সুতির গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষকের পুত্র অনিমেষ তেওয়ারি বলে অভিযোগ ওঠে । ওই অভিযোগে গত জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন সিআইডিকে তদন্ত করতে । সেই তদন্তভার নিয়ে গত 21 জানুয়ারি সিআইডি বহরমপুরের জেলা শিক্ষা ভবনে জিজ্ঞাসাবাদ শুরু করে, সেই তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে সিআইডি ।

আরও পড়ুন: পরীক্ষা না হওয়া বছরেই অনিমেষের নিয়োগ ! প্রধান শিক্ষক বাবাকে তলব সিআইডির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.