মুর্শিদাবাদ, 16 এপ্রিল: বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার একটি মোবাইল রবিবার সকালে উদ্ধার করল সিবিআই। পুকুর থেকে এদিন সকাল সাড়ে সাতটার কিছু পরে ওই মোবাইল ফোনটি খুঁজে পাওয়া যায়। এর আগেই বিধায়কের বাড়ির পেছনের জঙ্গল থেকে 6টি ব্যাগ উদ্ধার করে সিবিআই। সূত্রের খবর, সেই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রচুর মার্কশিট, হার্ড ডিস্ক, মানুষের সঙ্গে টাকার লেনদেনের হিসাবের কাগজ।
শনিবার দুপুর নাগাদ ব্যাগগুলি পাওয়ার পর থেকে তল্লাশির মোড় ঘুরে যায় ৷ নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার বেলা সাড়ে 12টা নাগাদ জীবনকৃষ্ণের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তখনই তিনি নিজের দু'টি মোবাইল বাড়ির পাশের পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। সেই থেকে পুকুরে চিরুনি তল্লাশি চালাচ্ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁরা এখন হাল ছাড়তে নারাজ।
বিধায়কের বাড়ি সাতকড়ি স্মৃতি ভবনে এখনও জারি রয়েছে তল্লাশি। আরও একটি মোবাইল পুকুরে ফেলেছিলেন জীবনকৃষ্ণ। সেই মোবাইলটি এখনও পাওয়া যায়নি। তার খোঁজেই তল্লাশি চলছে। গত দু'দিন ধরে তল্লাশিতে কী কী চলছে তা সঠিকভাবে জানতে না-পারা গেলেও পরিস্থিতি যে যথেষ্ট গম্ভীর তা বুঝতে সমস্যা হয় না। তবে ফোন পাওয়া গেলেও আদৌ কি কোনও তথ্য পাওয়া যাবে তা নিয়ে যথেষ্টই সংশয় তৈরি হচ্ছে।
আরও পড়ুন: জীবনকৃষ্ণের বাড়ি লাগোয়া জঙ্গলে মিলল 6 ব্যাগ !
ফোনটি উদ্ধারের সঙ্গে সঙ্গেই যাতে তথ্য সংরক্ষণ করা যায়, তার জন্য বিশেষজ্ঞকেও ডেকে আনা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের আশঙ্কা, সফটওয়্যার সংক্রান্ত কোনও সমস্যা না-হলেও কাদা জলে ডুবে থাকার কারণে হার্ডওয়্যারের একাধিক সমস্যা দেখা দিতে পারে। কেন্দ্রীয় বাহিনী ওই পুকুর ঘিরে রেখেছে বলে খবর। কাউকে পুকুরের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। দ্বিতীয় মোবাইল ফোনটি উদ্ধারের জন্য পুকুরে এখনও তল্লাশি চলছে। এদিকে, জীবনকৃষ্ণ এখনও বাড়িতেই রয়েছেন। তাঁকে সারা রাত জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। সকালে নতুন করে আবার জিজ্ঞাসাবাদ করা হবে তৃণমূল বিধায়ককে।