ETV Bharat / state

কয়েক লাখ টাকার গাঁজা উদ্ধার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে - India-Bangladesh border

বাংলাদেশে পাচারের আগে পাচারকারীদের তাড়া করে 24কেজি গাঁজা উদ্ধার করল BSF । বহরমপুর সেক্টরের 39 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা এই গাঁজা বাজেয়াপ্ত করেছে বালিয়াসিসা BOP(বর্ডার আউট পোস্ট) এলাকা থেকে। ঘটনায় জড়িত কাউকে আটক করা,যায়নি বলে BSF সূত্রে জানানো হয়েছে।

BSF
গাঁজা
author img

By

Published : May 24, 2020, 4:24 PM IST

বহরমপুর, 24 মে : কয়েক লাখ টাকার গাঁজা উদ্ধার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে। বাংলাদেশে পাচারের আগে পাচারকারীদের তাড়া করে 24কেজি গাঁজা উদ্ধার করল BSF । বহরমপুর সেক্টরের 39 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা এই গাঁজা বাজেয়াপ্ত করেছে বালিয়াসিসা BOP(বর্ডার আউট পোস্ট) এলাকা থেকে। ঘটনায় জড়িত কাউকে আটক করা,যায়নি বলে BSF সূত্রে জানানো হয়েছে।

মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে রমরমিয়ে চলছে ফেনসিডিল ও গাঁজা পাচার। বালিয়াসিসা BOP দিয়ে পাচারের সময় কাঁটাতার এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসে পাচারকারীদের। পাচারকারীদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হিয়। কিন্তু তাতে কেউ জখম হয়নি। এদিকে তাড়া খেয়ে মাদকের প্যাকেটগুলি ফেলে রেখেই চম্পট দেয় পাচারকারীরা।

ছটি প্যাকেটে মোট 24 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য কয়েক লাখ টাকা। বাজেয়াপ্ত গাঁজা স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।কাউকে আটক করা যায়নি।

বহরমপুর, 24 মে : কয়েক লাখ টাকার গাঁজা উদ্ধার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে। বাংলাদেশে পাচারের আগে পাচারকারীদের তাড়া করে 24কেজি গাঁজা উদ্ধার করল BSF । বহরমপুর সেক্টরের 39 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা এই গাঁজা বাজেয়াপ্ত করেছে বালিয়াসিসা BOP(বর্ডার আউট পোস্ট) এলাকা থেকে। ঘটনায় জড়িত কাউকে আটক করা,যায়নি বলে BSF সূত্রে জানানো হয়েছে।

মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে রমরমিয়ে চলছে ফেনসিডিল ও গাঁজা পাচার। বালিয়াসিসা BOP দিয়ে পাচারের সময় কাঁটাতার এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসে পাচারকারীদের। পাচারকারীদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হিয়। কিন্তু তাতে কেউ জখম হয়নি। এদিকে তাড়া খেয়ে মাদকের প্যাকেটগুলি ফেলে রেখেই চম্পট দেয় পাচারকারীরা।

ছটি প্যাকেটে মোট 24 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য কয়েক লাখ টাকা। বাজেয়াপ্ত গাঁজা স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।কাউকে আটক করা যায়নি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.