ETV Bharat / state

অতিরিক্ত পণের দাবিতে যুবতিকে পুড়িয়ে খুন, গ্রেপ্তার শাশুড়ি - মুর্শিদাবাদে উদ্ধার যুবতির দেহ

মুর্শিদাবাদের পূর্ব গ্রামে উদ্ধার যুবতির দগ্ধ দেহ । অতিরিক্ত পণের দাবিতে তাঁকে গায়ে আগুন লাগিয়ে খুন করা হয়েছে বলে যুবতির পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে । শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।

msd
msd
author img

By

Published : Jun 30, 2020, 6:06 PM IST

মুর্শিদাবাদ, 30জুন : অতিরিক্ত পণের দাবিতে যুবতিকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে । নাসপাতি বিবির(25) গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় । আজ দুপুরে সালারের পুর্বগ্রামে নাসপাতির দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ ।

নাসপাতির স্বামী নাসিম শেখ পেশায় সাইকেল মিস্ত্রি । তাঁর সঙ্গে ছয় বছর আগে বিয়ে হয় নাসপাতির । তবে সমস্যা তৈরি হয় কয়েক মাস আগে থেকে । বেশ কয়েক মাস ধরেই অতিরিক্ত পণের জন্য চাপ দেওয়া হত নাসপাতিকে । প্রায় 80 হাজার টাকা দাবি করা হয়েছিল । কিন্তু তা দিতে অস্বীকার করে নাসপাতি এবং তাঁর পরিবার । সেই কারণেই নাসাপাতিকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার ।

গত রাতে শ্বশুরবাড়ির সদস্যরা নাসপাতির গায়ে জোর করে কেরোসিন ঢেল দেয় । আগুন লাগিয়ে দেয় তাঁর গায়ে বলে নাসপাতির পরিবারের অভিযোগ । আজ দুপুরে নাসপাতির দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ । ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয় ।

স্বামী নাসিম সেখ, শাশুড়ি নুনি বিবি এবং জা জুই বিবি সহ মোট পাঁচজনের বিরুদ্ধে সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাসপাতির পরিবার । অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই নুনি বিবিকে গ্রেপ্তার করা হয়েছে । বাকি অভিযুক্তদের সন্ধান চলছে । এবং সম্পূর্ণ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ।

মুর্শিদাবাদ, 30জুন : অতিরিক্ত পণের দাবিতে যুবতিকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে । নাসপাতি বিবির(25) গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় । আজ দুপুরে সালারের পুর্বগ্রামে নাসপাতির দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ ।

নাসপাতির স্বামী নাসিম শেখ পেশায় সাইকেল মিস্ত্রি । তাঁর সঙ্গে ছয় বছর আগে বিয়ে হয় নাসপাতির । তবে সমস্যা তৈরি হয় কয়েক মাস আগে থেকে । বেশ কয়েক মাস ধরেই অতিরিক্ত পণের জন্য চাপ দেওয়া হত নাসপাতিকে । প্রায় 80 হাজার টাকা দাবি করা হয়েছিল । কিন্তু তা দিতে অস্বীকার করে নাসপাতি এবং তাঁর পরিবার । সেই কারণেই নাসাপাতিকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার ।

গত রাতে শ্বশুরবাড়ির সদস্যরা নাসপাতির গায়ে জোর করে কেরোসিন ঢেল দেয় । আগুন লাগিয়ে দেয় তাঁর গায়ে বলে নাসপাতির পরিবারের অভিযোগ । আজ দুপুরে নাসপাতির দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ । ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয় ।

স্বামী নাসিম সেখ, শাশুড়ি নুনি বিবি এবং জা জুই বিবি সহ মোট পাঁচজনের বিরুদ্ধে সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাসপাতির পরিবার । অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই নুনি বিবিকে গ্রেপ্তার করা হয়েছে । বাকি অভিযুক্তদের সন্ধান চলছে । এবং সম্পূর্ণ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.