ETV Bharat / state

সুতিতে উদ্ধার ইয়াবা ট্যাবলেট ও আগ্নেয়াস্ত্র - BSF জওয়ানরা উদ্ধার করল ইয়াবা ট্যাবলেট

ভারত-বাংলাদেশ সীমান্তে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার । ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি । তদন্তে নেমেছে সুতি থানার পুলিশ ।

BSF seized yaba tablets with fire arms at suti
BSF seized yaba tablets with fire arms at suti
author img

By

Published : Jul 24, 2020, 6:44 PM IST

সুতি, 24 জুলাই : বাংলাদেশে পাচারের আগে ফের সীমান্ত থেকে বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেট । যার বাজার মূল্য প্রায় 90 হাজার টাকা । তার সঙ্গে উদ্ধার হয়েছে 2 টি পিস্তল ও 5 রাউন্ড কার্তুজ । ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি BSF । সুতি থানা এলাকার চাঁদনিচক মার্কেটের ঘটনা ।

শুক্রবার ভোরে BSF দুজন পাচারকারীকে একটি লাল রঙের স্কুটিতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের দিকে যেতে দেখে । তাদের পিছু ধাওয়া করে জওয়ানরা । তারপর জাওয়ানদের তাড়া খেয়ে স্কুটি ফেলে পাশের পাটখেতে লুকিয়ে পড়ে দুষ্কৃতীরা । স্কুটিতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদক ট্যাবলেট উদ্ধার করে BSF ।

তদন্তের জন্য বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র ও মাদক ট্যাবলেটগুলি সুতি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । তদন্ত শুরু করেছে ।

সুতি, 24 জুলাই : বাংলাদেশে পাচারের আগে ফের সীমান্ত থেকে বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেট । যার বাজার মূল্য প্রায় 90 হাজার টাকা । তার সঙ্গে উদ্ধার হয়েছে 2 টি পিস্তল ও 5 রাউন্ড কার্তুজ । ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি BSF । সুতি থানা এলাকার চাঁদনিচক মার্কেটের ঘটনা ।

শুক্রবার ভোরে BSF দুজন পাচারকারীকে একটি লাল রঙের স্কুটিতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের দিকে যেতে দেখে । তাদের পিছু ধাওয়া করে জওয়ানরা । তারপর জাওয়ানদের তাড়া খেয়ে স্কুটি ফেলে পাশের পাটখেতে লুকিয়ে পড়ে দুষ্কৃতীরা । স্কুটিতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদক ট্যাবলেট উদ্ধার করে BSF ।

তদন্তের জন্য বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র ও মাদক ট্যাবলেটগুলি সুতি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । তদন্ত শুরু করেছে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.