মুর্শিদাবাদ, 8 সেপ্টেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার দেড় লক্ষ টাকার পদ্মার ইলিশ ৷ বিএসএফ-এর তৎপরতায় উদ্ধার করা হয়েছে ইলিশগুলি ৷ শুক্রবার ভোরের ঘটনা ৷ উদ্ধার হওয়া ইলিশের পরিমাণ 118 কেজি ৷ যার বাজার মূল্য 1লক্ষ 42 হাজার টাকা বলে দাবি সীমান্তরক্ষী বাহিনীর ।
বিএসএফ সূত্রে খবর, এদিন ভোরে জলঙ্গি-বাংলাদেশ থেকে চোরাপথে পদ্মার ইলিশ ঢুকছিল ভারতে । পাচারকারীদের ধাওয়া করে 118 কেজি পদ্মার 'রূপোলি শস্য' আটক করেছে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফ-এর অধীনে সীমান্ত চৌকির জওয়ানরা । বাংলাদেশ থেকে মাছগুলি ভারতে আনার চেষ্টা করছিল চোরাকারবারিরা ৷ জানা গিয়েছে বিএসএফ সূত্রে ৷
সাধারণত বর্ষার মরশুমে ভোজন রসিক বাঙালির পাতে ইলিশ না হলে চলে না । আর সেই ইলিশ যদি হয় পদ্মার, তাহলে কথাই নেই ৷ স্বাদের জন্য পদ্মার ইলিশের চাহিদা ব্যাপক ৷ এবার পদ্মায় বহু ইলিশ ধরা পড়ছে মৎস্যজীবীদের জালে । চোরা পথে সেই ইলিশ ঢুকছে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকার মাছের বাজারগুলিতে । এমনটাই জানিয়েছেন বেশ কয়েকজন মৎস্য়জীবী ৷
আরও পড়ুন: পেট্রাপোল সীমান্তে ট্রাক থেকে বাজেয়াপ্ত 3.12 কোটি টাকার সোনার বিস্কুট
এই বিপুল চাহিদাই চোরা পথে পাচারের অন্যতম কারণ বলে মনে করছেন বিএসএফ জওয়ানরা ৷ গোপন সূত্রে খবর পেয়ে, এদিন সীমান্তের দয়ারামপুর এলাকায় সতর্কতা বৃদ্ধি করে বিএসএফ । এই জওয়ানের একটি দলের বেশ কয়েকজনের সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়ে ৷ তার দেখে বাংলাদেশের দিক থেকে বেশি কিছু চোরাকারবারী পিঠে ব্যাগ নিয়ে পদ্মা নদী পার হতে হচ্ছে । নদীর তীরে আসতেই সীমান্তরক্ষীদের সন্দেহ হওয়ায় তারা ধাওয়া করে ৷ চোরাকারবারীরা ভয় পেয়ে ব্যাগগুলো নদীতে ফেলে আবার বাংলাদেশের দিকে পালিয়ে যায় ৷ জওয়ানরা ব্যাগগুলো উদ্ধার করে তল্লাশি শুরু করে ৷ মেলে 118 কেজি 'রূপোলি শস্য' ৷
বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক এ কে আর্য্য জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা বাহিনীর কর্মীরা সর্বদা আন্তর্জাতিক সীমান্তে অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে । তার ফলেই এই সাফল্য মিলেছে।