ETV Bharat / state

ভারত-বাংলাদেশ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও 4 লাখ টাকার হেরোইন উদ্ধার - জলঙ্গি

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের একবার অতি সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা । এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ জওয়ানরা দয়রামপুর বিওপি এলাকায় তল্লাশি অভিযান শুরু করে । কাঁটা তারের বেড়া থেকে 200 মিটার দূরত্বে কলাবাগানে একটি ব্যাগ লক্ষ্য করে জওয়ানরা । ব্যাগটি থেকে আগ্নেয়াস্ত্র এবং হেরোইন বাজেয়াপ্ত করেছে বিএসএফ ৷

BSF recover 4 lakh rupees heroin and a fire arms in India-Bangladesh border of jalangi murshidabad
ভারত-বাংলাদেশ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও 4 লাখ টাকার হেরোইন উদ্ধার করল বিএসএফ
author img

By

Published : Jul 8, 2021, 10:15 PM IST

জলঙ্গি (মুর্শিদাবাদ), 8 জুলাই : ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ 4 লাখ টাকার হেরোইন বাজেয়াপ্ত করল বিএসএফ ৷ সীমান্ত লাগোয়া কলাবাগানে সেগুলি লুকিয়ে রাখা হয়েছিল ৷ ভারত থেকে সেগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে কলাবাগানে লুকিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান বিএসএফের । এদিন ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জলঙ্গি থানার দয়ারামপুর বিওপি এলাকা থেকে বিএসএফের 141 নম্বর ব্যাটালিয়ন ওই আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে ৷

আরও পড়ুন : মহারাষ্ট্রের সমুদ্র বন্দর থেকে 879 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল ডিআরআই

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের একবার অতি সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা । এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ জওয়ানরা দয়রামপুর বিওপি এলাকায় তল্লাশি অভিযান শুরু করে । কাঁটা তারের বেড়া থেকে 200 মিটার দূরত্বে কলাবাগানে একটি ব্যাগ লক্ষ্য করে জওয়ানরা ।

আরও পড়ুন : 5 কেজি হেরোইন সহ গ্রেফতার পাচারকারী

তল্লাশিতে কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র ও সেই সঙ্গে 100 গ্রামের একটি হেরোইনের প্যাকেট উদ্ধার করে বিএসএফ জওয়ানরা । বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য প্রায় 4 লাখ টাকা বলে জানিয়েছে বিএসএফ । পাচারকারীরা আজ রাতেই ওই মাদক ও আগ্নেয়াস্ত্র সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাচার করে দিত ৷ পরবর্তী সময়ে বিএসএফ-র তরফে জলঙ্গি থানার পুলিশের হাতে ওই মাদক ও কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয় ৷

জলঙ্গি (মুর্শিদাবাদ), 8 জুলাই : ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ 4 লাখ টাকার হেরোইন বাজেয়াপ্ত করল বিএসএফ ৷ সীমান্ত লাগোয়া কলাবাগানে সেগুলি লুকিয়ে রাখা হয়েছিল ৷ ভারত থেকে সেগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে কলাবাগানে লুকিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান বিএসএফের । এদিন ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জলঙ্গি থানার দয়ারামপুর বিওপি এলাকা থেকে বিএসএফের 141 নম্বর ব্যাটালিয়ন ওই আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে ৷

আরও পড়ুন : মহারাষ্ট্রের সমুদ্র বন্দর থেকে 879 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল ডিআরআই

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের একবার অতি সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা । এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ জওয়ানরা দয়রামপুর বিওপি এলাকায় তল্লাশি অভিযান শুরু করে । কাঁটা তারের বেড়া থেকে 200 মিটার দূরত্বে কলাবাগানে একটি ব্যাগ লক্ষ্য করে জওয়ানরা ।

আরও পড়ুন : 5 কেজি হেরোইন সহ গ্রেফতার পাচারকারী

তল্লাশিতে কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র ও সেই সঙ্গে 100 গ্রামের একটি হেরোইনের প্যাকেট উদ্ধার করে বিএসএফ জওয়ানরা । বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য প্রায় 4 লাখ টাকা বলে জানিয়েছে বিএসএফ । পাচারকারীরা আজ রাতেই ওই মাদক ও আগ্নেয়াস্ত্র সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাচার করে দিত ৷ পরবর্তী সময়ে বিএসএফ-র তরফে জলঙ্গি থানার পুলিশের হাতে ওই মাদক ও কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.