ETV Bharat / state

Bombs Recovered in Samserganj: ফের মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

পঞ্চায়েত নির্বাচন মিটেছে বেশ কয়েকদিন হল ৷ তবে এখনও বোমা উদ্ধারের ঘটনা মুর্শিদাবাদে । এবার সামশেরগঞ্জে বাঁশ বাগান থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ৷

Bombs Recovered in Samserganj
তাজা বোমা উদ্ধার
author img

By

Published : Jul 23, 2023, 1:07 PM IST

সামশেরগঞ্জে বাঁশ বাগানে উদ্ধার তাজা বোমা

সামশেরগঞ্জ, 23 জুলাই: ভোট পরবর্তী মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধার । এবার সামশেরগঞ্জের কাকুরিয়া সংলগ্ন প্রতাপগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকার বাঁশ বাগান থেকে বোমাগুলি উদ্ধার হয় ৷ শনিবার রাতে বালতি ভরতি তাজা বোমা উদ্ধার করে সামশেরগঞ্জ থানার পুলিশ । রবিবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । পঞ্চায়েত নির্বাচন মিটলেও মুর্শিদাবাদে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে ৷ ফের তাজা বোমা উদ্ধার নিরাপত্তার উপর প্রশ্ন তুলল ।

জানা গিয়েছে, শনিবার রাত থেকেই বোমা রাখার জায়গা ঘিরে রেখেছিল পুলিশ । খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে । তারা এসে বোমাগুলি উদ্ধার করে ৷ কে বা কারা কাকুরিয়া গঙ্গা তীরবর্তী এলাকায় বোমাগুলি মজুত রেখেছিল, তার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ । এদিকে পঞ্চায়েত ভোট পর্ব শেষ হলেও তাজা বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জে । জেলা জুড়ে বিভিন্ন জায়গায় মজুত রয়েছে বোমাগুলি বলে অভিযোগ । সাধারণ মানুষের অভিযোগের আঙুল উঠেছে পুলিশ প্রশাসনের দিকে ।

আরও পড়ুন: স্কুলের ভিতর উদ্ধার বোমা, আতঙ্কে শিক্ষক-পড়ুয়ারা

তাদের দাবি, পুলিশ কড়া পদক্ষেপ করলে বোমাগুলি দুষ্কৃতীরা মজুত করতে পারত না । কারণ বোমা মশলা এখানে তৈরি হয় না । বোমার মশলা বাইরে থেকে আসে । পুলিশ ইচ্ছা করলে নাকা চেকিং জোরদার করে বোমার মশলা আমদানি রুখতে পারত । জেলা জুড়ে বোমা উদ্ধারের ঘটনায় বারবার শাসকদলের জড়িত থাকার অভিযোগই উঠে আসছে ।

পঞ্চায়েত ভোট-হিংসায় মুর্শিদাবাদ অন্যতম ক্ষতিগ্রস্ত জেলা । যাতে বলি হয়েছেন কমপক্ষে পাঁচজন । ভোট পরবর্তী হিংসার বলি হয় আরও চারজন । বিরোধীদের অভিযোগ, সব দায় পুলিশ প্রশাসনের । পুলিশ সতর্ক হচ্ছে না ৷ তাই একাধিক জায়গায় বোমা মজুত করে রাখা হয়েছে ৷ সেখানে ভোট পরবর্তী মুর্শিজাবাদে একাধিকবার বোমা উদ্ধার উদ্বেগ বাড়াচ্ছে ।

সামশেরগঞ্জে বাঁশ বাগানে উদ্ধার তাজা বোমা

সামশেরগঞ্জ, 23 জুলাই: ভোট পরবর্তী মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধার । এবার সামশেরগঞ্জের কাকুরিয়া সংলগ্ন প্রতাপগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকার বাঁশ বাগান থেকে বোমাগুলি উদ্ধার হয় ৷ শনিবার রাতে বালতি ভরতি তাজা বোমা উদ্ধার করে সামশেরগঞ্জ থানার পুলিশ । রবিবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । পঞ্চায়েত নির্বাচন মিটলেও মুর্শিদাবাদে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে ৷ ফের তাজা বোমা উদ্ধার নিরাপত্তার উপর প্রশ্ন তুলল ।

জানা গিয়েছে, শনিবার রাত থেকেই বোমা রাখার জায়গা ঘিরে রেখেছিল পুলিশ । খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে । তারা এসে বোমাগুলি উদ্ধার করে ৷ কে বা কারা কাকুরিয়া গঙ্গা তীরবর্তী এলাকায় বোমাগুলি মজুত রেখেছিল, তার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ । এদিকে পঞ্চায়েত ভোট পর্ব শেষ হলেও তাজা বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জে । জেলা জুড়ে বিভিন্ন জায়গায় মজুত রয়েছে বোমাগুলি বলে অভিযোগ । সাধারণ মানুষের অভিযোগের আঙুল উঠেছে পুলিশ প্রশাসনের দিকে ।

আরও পড়ুন: স্কুলের ভিতর উদ্ধার বোমা, আতঙ্কে শিক্ষক-পড়ুয়ারা

তাদের দাবি, পুলিশ কড়া পদক্ষেপ করলে বোমাগুলি দুষ্কৃতীরা মজুত করতে পারত না । কারণ বোমা মশলা এখানে তৈরি হয় না । বোমার মশলা বাইরে থেকে আসে । পুলিশ ইচ্ছা করলে নাকা চেকিং জোরদার করে বোমার মশলা আমদানি রুখতে পারত । জেলা জুড়ে বোমা উদ্ধারের ঘটনায় বারবার শাসকদলের জড়িত থাকার অভিযোগই উঠে আসছে ।

পঞ্চায়েত ভোট-হিংসায় মুর্শিদাবাদ অন্যতম ক্ষতিগ্রস্ত জেলা । যাতে বলি হয়েছেন কমপক্ষে পাঁচজন । ভোট পরবর্তী হিংসার বলি হয় আরও চারজন । বিরোধীদের অভিযোগ, সব দায় পুলিশ প্রশাসনের । পুলিশ সতর্ক হচ্ছে না ৷ তাই একাধিক জায়গায় বোমা মজুত করে রাখা হয়েছে ৷ সেখানে ভোট পরবর্তী মুর্শিজাবাদে একাধিকবার বোমা উদ্ধার উদ্বেগ বাড়াচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.