খড়গ্রাম, 13 জুন : দুই পরিবারের মধ্যে অশান্তি মেটাতে গিয়ে তাজা বোমা উদ্ধার করল পুলিশ । মুর্শিদাবাদের খড়গ্রাম থানার সুন্দরপুর গ্রামের ঘটনা । আজ বেলায় বোমাগুলি উদ্ধার করে পুলিশ । পরে বোমা-গুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কয়্যাডকে খবর দেওয়া হয় ।
খড়গ্রামের সুন্দরপুর গ্রামে গতকাল দুই যুবকের মধ্যে হাতাহাতিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় । ওই দুই যুবকের পরিবারের মধ্যে ইটবৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রে খবর । ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে খড়গ্রাম থানার পুলিশ দু'পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এরপর সেখানে তল্লাশি চালানোর সময় খড়ের গাদার পাশ থেকে তিন কন্টেনার ভরতি তাজা বোমা উদ্ধার করে পুলিশ । বোমা-গুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কয়্যাডকে ডাকা হয় । তবে কে বা কারা সেখানে বোমা রেখেছিল তা স্পষ্ট নয় । ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ । গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ।