ETV Bharat / state

Bomb Recovered: কান্দিতে 12টি বোমা উদ্ধার, গ্রেফতার তৃণমূল নেতা - তৃণমূল নেতা গ্রেফতার

এক তৃণমূল নেতার বাড়ি থেকে 12টি বোমা উদ্ধার করল পুলিশ ৷ মুর্শিদাবাদের কান্দি থানার গোবিন্দপুর গ্রামের ঘটনা ৷ পুলিশ ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে ৷

CBSE's "Chellam Sir" Meme About Class 12 Results to calm worried parents wins The Internet
ফলপ্রকাশ নিয়ে উদ্বেগ কাটাতে চেল্লাম স্যারের মিম পোস্ট সিবিএসই-র
author img

By

Published : Jul 29, 2021, 5:28 PM IST

কান্দি, 29 জুলাই: এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল 12টি বোমা ৷ মুর্শিদাবাদের কান্দি থানার আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের ঘটনা ৷ পুলিশ ওই নেতাকে গ্রেফতার করেছে ৷

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে বিশেষ অভিযান চালায় কান্দি থানার পুলিশ ৷ তখনই ওই বোমাগুলি উদ্ধার করা হয় ৷ পুলিশ জানিয়েছে, তৃণমূল নেতা সুকুর শেখের বাড়ি থেকে এই তাজা বোমা উদ্ধার করা হয়েছে । প্রথমে চারটি বোমা উদ্ধার করা হয় ৷ পরে আরও 8টি বোমা উদ্ধার করা হয়েছে । সুকুর শেখকে গ্রেফতার করে তাকে বৃহস্পতিবার কান্দি আদালতে পেশ করা হয় ৷

bomb recovered from tmc leader's house at murshidabad
কান্দিতে 12 তাজা বোমা উদ্ধার, গ্রেফতার তৃণমূল নেতা

আরও পড়ুন: নর্দমা হয়ে যাওয়া ফুলেশ্বরী-জোড়াপানিকে বাঁচাতে উদ্যোগী শিলিগুড়ি পৌরনিগম

কী কারণে ওই তৃণমূল নেতার বাড়িতে এত বোমা মজুত করা হয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে ৷

কান্দি, 29 জুলাই: এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল 12টি বোমা ৷ মুর্শিদাবাদের কান্দি থানার আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের ঘটনা ৷ পুলিশ ওই নেতাকে গ্রেফতার করেছে ৷

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে বিশেষ অভিযান চালায় কান্দি থানার পুলিশ ৷ তখনই ওই বোমাগুলি উদ্ধার করা হয় ৷ পুলিশ জানিয়েছে, তৃণমূল নেতা সুকুর শেখের বাড়ি থেকে এই তাজা বোমা উদ্ধার করা হয়েছে । প্রথমে চারটি বোমা উদ্ধার করা হয় ৷ পরে আরও 8টি বোমা উদ্ধার করা হয়েছে । সুকুর শেখকে গ্রেফতার করে তাকে বৃহস্পতিবার কান্দি আদালতে পেশ করা হয় ৷

bomb recovered from tmc leader's house at murshidabad
কান্দিতে 12 তাজা বোমা উদ্ধার, গ্রেফতার তৃণমূল নেতা

আরও পড়ুন: নর্দমা হয়ে যাওয়া ফুলেশ্বরী-জোড়াপানিকে বাঁচাতে উদ্যোগী শিলিগুড়ি পৌরনিগম

কী কারণে ওই তৃণমূল নেতার বাড়িতে এত বোমা মজুত করা হয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.