বেলডাঙা, 9 অগাস্ট : মুর্শিদাবাদের বেলডাঙার কাপাসডাঙায় চাষের মাঠ থেকে উদ্ধার বোমা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্ক্যায়াডকে খবর দেওয়া হয়েছে ৷ কীভাবে ওখানে বোমা এল তা খতিয়ে দেখা হচ্ছে ৷
স্থানীয় এক চাষি আজ সকালে মাঠে গিয়ে সংলগ্ন পুকুরপাড়ে দুটি ব্যাগ ও একটি জারিকেন দেখতে পান ৷ আতঙ্কিত হয়ে তিনি বেলডাঙা থানায় খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ এলাকায় মোতায়েন করা হয় সিভিক ভলান্টিয়ার ও পুলিশ ৷ বম্ব স্ক্যায়াডকে খবর দেওয়া হয় ৷
রাজনৈতিক কারণে কিছুদিন ধরেই উত্তপ্ত কাপাসডাঙা । বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ৷ পুলিশের অনুমান ওই ব্যাগ ও জারিকেনে প্রায় 50টি বোমা রয়েছে । এলাকায় তল্লাশি চলছে ৷ তবে এর আগেও পুলিশ কাপাসডাঙায় তল্লাশি চালায় ৷ সেসময়ও উদ্ধার হয়েছিল বোমা ৷ পুলিশের অনুমান, এই বোমাগুলি হয়তো সেসময় গ্রাম থকে দূরে এই পুকুরপাড়ে লুকিয়ে রাখে দুষ্কৃতীরা । কারণ বৃষ্টির জল পেয়ে বোমার (সকেট বোমা ) বাইরের আস্তরণে মরচে পড়েছে । তবে কীভাবে এত বোমা এল এবং কে বা কারা বোমাগুলি রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷