ETV Bharat / state

বেলডাঙায় উদ্ধার প্রায় 50টি বোমা - bomb squad was reported

মুর্শিদাবাদের বেলডাঙায় উদ্ধার ব্যাগ ভরতি বোমা ও জারিকেন ৷ পুলিশের অনুমান, প্রায় 50টি মতো বোমা উদ্ধার হয়েছে ৷ এলাকায় তল্লাশি চলছে ৷ বম্ব স্ক্যয়াডকে খবর দেওয়া হয়েছে ৷

উদ্ধার হওয়া বোমা
author img

By

Published : Aug 9, 2019, 1:46 PM IST

বেলডাঙা, 9 অগাস্ট : মুর্শিদাবাদের বেলডাঙার কাপাসডাঙায় চাষের মাঠ থেকে উদ্ধার বোমা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্ক্যায়াডকে খবর দেওয়া হয়েছে ৷ কীভাবে ওখানে বোমা এল তা খতিয়ে দেখা হচ্ছে ৷

স্থানীয় এক চাষি আজ সকালে মাঠে গিয়ে সংলগ্ন পুকুরপাড়ে দুটি ব্যাগ ও একটি জারিকেন দেখতে পান ৷ আতঙ্কিত হয়ে তিনি বেলডাঙা থানায় খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ এলাকায় মোতায়েন করা হয় সিভিক ভলান্টিয়ার ও পুলিশ ৷ বম্ব স্ক্যায়াডকে খবর দেওয়া হয় ৷

রাজনৈতিক কারণে কিছুদিন ধরেই উত্তপ্ত কাপাসডাঙা । বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ৷ পুলিশের অনুমান ওই ব্যাগ ও জারিকেনে প্রায় 50টি বোমা রয়েছে । এলাকায় তল্লাশি চলছে ৷ তবে এর আগেও পুলিশ কাপাসডাঙায় তল্লাশি চালায় ৷ সেসময়ও উদ্ধার হয়েছিল বোমা ৷ পুলিশের অনুমান, এই বোমাগুলি হয়তো সেসময় গ্রাম থকে দূরে এই পুকুরপাড়ে লুকিয়ে রাখে দুষ্কৃতীরা । কারণ বৃষ্টির জল পেয়ে বোমার (সকেট বোমা ) বাইরের আস্তরণে মরচে পড়েছে । তবে কীভাবে এত বোমা এল এবং কে বা কারা বোমাগুলি রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বেলডাঙা, 9 অগাস্ট : মুর্শিদাবাদের বেলডাঙার কাপাসডাঙায় চাষের মাঠ থেকে উদ্ধার বোমা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্ক্যায়াডকে খবর দেওয়া হয়েছে ৷ কীভাবে ওখানে বোমা এল তা খতিয়ে দেখা হচ্ছে ৷

স্থানীয় এক চাষি আজ সকালে মাঠে গিয়ে সংলগ্ন পুকুরপাড়ে দুটি ব্যাগ ও একটি জারিকেন দেখতে পান ৷ আতঙ্কিত হয়ে তিনি বেলডাঙা থানায় খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ এলাকায় মোতায়েন করা হয় সিভিক ভলান্টিয়ার ও পুলিশ ৷ বম্ব স্ক্যায়াডকে খবর দেওয়া হয় ৷

রাজনৈতিক কারণে কিছুদিন ধরেই উত্তপ্ত কাপাসডাঙা । বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ৷ পুলিশের অনুমান ওই ব্যাগ ও জারিকেনে প্রায় 50টি বোমা রয়েছে । এলাকায় তল্লাশি চলছে ৷ তবে এর আগেও পুলিশ কাপাসডাঙায় তল্লাশি চালায় ৷ সেসময়ও উদ্ধার হয়েছিল বোমা ৷ পুলিশের অনুমান, এই বোমাগুলি হয়তো সেসময় গ্রাম থকে দূরে এই পুকুরপাড়ে লুকিয়ে রাখে দুষ্কৃতীরা । কারণ বৃষ্টির জল পেয়ে বোমার (সকেট বোমা ) বাইরের আস্তরণে মরচে পড়েছে । তবে কীভাবে এত বোমা এল এবং কে বা কারা বোমাগুলি রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Intro:বেলডাঙার কাপাসডাঙা থেকে উদ্ধার প্রচুর তাজা বোমা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়ার্ডে। Body:বেলডাঙা - বেলডাঙা থানার কাপাসডাঙা থেকে উদ্ধার প্রচুর সকেট বোম। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় এক চাষি এদিন মাঠে গিয়ে পুকুরের পাড়ে বোমা ভরতি দুটি ব্যাগ ও একটি জারিকেন দেখতে পান । আতঙ্কিত ওই চাষিই বেলডাঙা থানায় খবর দেন। সেখানে সিভিক ভলেন্টিয়াররা ও পুলিশ মোতায়েন করে বোম্ব স্কোয়ার্ডে খবর দেওয়া হয়েছে।
কাপাসডাঙা রাজনৈতিকভাবে বেশ কিছুদিন থেকেই উত্তপ্ত রয়েছে। এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠী বিবাদে টানটান উত্তেজনা ছিল। এদিন বোমা উদ্ধারের ঘটনায় গ্রামে আরও চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বোমাগুলি কে বা কারা ওই পুকুরের পাড়ে মজুত রেখেছিল স্পষ্ট নয়। পুলিশের অনুমান ব্যাগ ও জারিকেনে অন্তত ৫০টি বোমা রয়েছে। বোম্ব স্কোয়ার্ডের লোকজন আসার পরই সেগুলি উদ্ধার করে নিস্ক্রিয় করা হবে বলেই জানা গিয়েছে। পুকুর পাড়ে বোমা নজরে আসার পর পুলিশ গ্রামে তল্লাশি অভিযানও শুরু করেছে। পুলিশের অনুমান এর আগে তল্লাশির সময় বোমাগুলি গ্রাম থেকে প্রায় পাঁচশো মিটার দূরে পুকুরপাড়ে রেখে এসেছিল দুস্কৃতীরা। বৃষ্টির জল পেয়ে তাতে মরিচাও পড়েছে।Conclusion:কে বারা বোমাগুলি রেখেছে পুলিশ তার তদন্ত শুরু করেছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.