লালগোলা, 11 অক্টোবর : লালগোলা থানার সাহাবাদে যুবকের রহস্যমৃত্যু । আজ সকালে বাড়ি থেকে 500 মিটার দূরে বাগানে যুবকের গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার হয়েছে । মৃত যুবকের নাম আশিস দাস(34) । মৃতদেহ থেকে কিছু দূরেই উদ্ধার হয় তাঁর সাইকেল ।
অন্যের দোকানে কাজ করতেন আশিস দাস । গতকাল রাত সাড়ে নটার পর দোকান থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি । এরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন । তবে তাঁর খোঁজ মেলেনি । মোবাইল ফোনও বন্ধ ছিল । বাগানে আশিসের দেহ পড়ে রয়েছে বলে আজ সকালে জানতে পারেন তাঁরা ।
পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে । তবে কে বা কারা কী কারণে খুন করতে পারে এখনও পরিবারের কাছে তা স্পষ্ট নয় । লালগোলা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।