ETV Bharat / state

Body Recovered in Murshidabad: অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ - Lynching

রঘুনাথঘঞ্জে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে (Bloodied body of Unidentified Youth Recovered in Murshidabad) ৷ জানা গিয়েছে, তাঁকে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে ৷ তবে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

body of Unidentified Youth Recovered ETV BHARAT
body of Unidentified Youth Recovered
author img

By

Published : Jan 7, 2023, 5:20 PM IST

চোর সন্দেহে অজ্ঞাত পরিচয় যুবককে খুনের অভিযোগ রঘুনাথগঞ্জে

রঘুনাথগঞ্জ, 7 জানুয়ারি: চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জরুরগ্রামে ৷ শনিবার সকালে উমরপুরে 34 নম্বর জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে একটি পুকুরের ধারে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা (Bloodied body of Unidentified Youth Recovered in Murshidabad) ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ যদিও, যুবকের মৃত্যু ঠিক কী কারণে হয়েছে, তা তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে রঘুনাথগঞ্জের উমরপুর 34 নম্বর জাতীয় সড়কের কাছে একটি পুকুরের পাশে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ তাঁর নাম ও পরিচয় জানা যায়নি ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ৷ গ্রামবাসীদের দাবি ওই যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়ে থাকতে পারে ৷ তবে, পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে ৷ জানা গিয়েছে, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ৷ মৃত যুবকের একটি পা ভাঙা অবস্থায় ছিল ৷ সেই পা-টি মুচড়ে ভাঙা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ৷ তবে, চোর সন্দেহে পিটিয়ে খুন, না অন্য কোনও কারণে তাঁকে মেরে ফেলা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ ৷ কোনও গাড়ি করে এসে যুবককে মেরে ফেলে রেখে যাওয়া হয়েছে কিনা, তা জানার জন্য ৷ এমনকি আশাপাশের দোকানপাটে ও লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পাশাপাশি, নিখোঁজের অভিযোগের তালিকাও খতিয়ে দেখছে পুলিশ ৷ এনিয়ে আশেপাশের থানাগুলিতেও খোঁজখবর নেওয়া হচ্ছে ৷ সেখানে কোনও নিখোঁজের অভিযোগ দায়ের হলে, সেগুলিও যাচাই করে দেখা হবে ৷

আরও পড়ুন: ভিন ধর্মের তরুণের সঙ্গে ঘুরছিল নাবালিকা, চড়াও স্থানীয়রা

এক্ষেত্রে গ্রামবাসীদের অভিযোগ, ওই যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে ৷ যদি তাই হয়, তাহলে সেখানেও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কারণ, প্রশাসনের তরফে বারংবার সাধারণ মানুষকে বলা হয়েছে, এমন কোনও সন্দেহভাজন কেউ ধরা পড়লে পুলিশকে আগে জানাতে ৷ আইন যেন নিজেদের হাতে কেউ তুলে না নেয় ৷ কিন্তু, অধিকাংশ ক্ষেত্রে লোকজন আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে ৷ পুলিশি সচেতনতাকে উপেক্ষা করা হচ্ছে ৷ যা ভাবাচ্ছে প্রশাসনকে ৷

চোর সন্দেহে অজ্ঞাত পরিচয় যুবককে খুনের অভিযোগ রঘুনাথগঞ্জে

রঘুনাথগঞ্জ, 7 জানুয়ারি: চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জরুরগ্রামে ৷ শনিবার সকালে উমরপুরে 34 নম্বর জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে একটি পুকুরের ধারে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা (Bloodied body of Unidentified Youth Recovered in Murshidabad) ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ যদিও, যুবকের মৃত্যু ঠিক কী কারণে হয়েছে, তা তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে রঘুনাথগঞ্জের উমরপুর 34 নম্বর জাতীয় সড়কের কাছে একটি পুকুরের পাশে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ তাঁর নাম ও পরিচয় জানা যায়নি ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ৷ গ্রামবাসীদের দাবি ওই যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়ে থাকতে পারে ৷ তবে, পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে ৷ জানা গিয়েছে, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ৷ মৃত যুবকের একটি পা ভাঙা অবস্থায় ছিল ৷ সেই পা-টি মুচড়ে ভাঙা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ৷ তবে, চোর সন্দেহে পিটিয়ে খুন, না অন্য কোনও কারণে তাঁকে মেরে ফেলা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ ৷ কোনও গাড়ি করে এসে যুবককে মেরে ফেলে রেখে যাওয়া হয়েছে কিনা, তা জানার জন্য ৷ এমনকি আশাপাশের দোকানপাটে ও লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পাশাপাশি, নিখোঁজের অভিযোগের তালিকাও খতিয়ে দেখছে পুলিশ ৷ এনিয়ে আশেপাশের থানাগুলিতেও খোঁজখবর নেওয়া হচ্ছে ৷ সেখানে কোনও নিখোঁজের অভিযোগ দায়ের হলে, সেগুলিও যাচাই করে দেখা হবে ৷

আরও পড়ুন: ভিন ধর্মের তরুণের সঙ্গে ঘুরছিল নাবালিকা, চড়াও স্থানীয়রা

এক্ষেত্রে গ্রামবাসীদের অভিযোগ, ওই যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে ৷ যদি তাই হয়, তাহলে সেখানেও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কারণ, প্রশাসনের তরফে বারংবার সাধারণ মানুষকে বলা হয়েছে, এমন কোনও সন্দেহভাজন কেউ ধরা পড়লে পুলিশকে আগে জানাতে ৷ আইন যেন নিজেদের হাতে কেউ তুলে না নেয় ৷ কিন্তু, অধিকাংশ ক্ষেত্রে লোকজন আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে ৷ পুলিশি সচেতনতাকে উপেক্ষা করা হচ্ছে ৷ যা ভাবাচ্ছে প্রশাসনকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.