ETV Bharat / state

বহরমপুরে ভাগাড় সরানোর দাবিতে বিক্ষোভ BJP-র - বহরমপুরে বিজেপির বিক্ষোভ

বহরমপুরে ভাগাড় স্থানান্তরিত করার দাবিতে বিক্ষোভ দেখালেন উত্তর বহরমপুর টাউনের BJP কর্মীরা । তাঁরা বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামবেন।

Bjp workers protest
author img

By

Published : Jun 28, 2020, 9:26 PM IST

বহরমপুর, 28জুন : বহরমপুরের কাশিম বাজারে অবিলম্বে ভাগাড় স্থানান্তরিত করে এলাকা পরিষ্কার দাবিতে বিক্ষোভ দেখাল উত্তর বহরমপুর টাউনের BJP কর্মীরা।

তাঁরা বলেন, বহরমপুর পৌরসভা এলাকায় অবস্থিত ভাগাড়ের গন্ধে বাসিন্দাদের প্রাণ ওষ্ঠাগত । গার্ডওয়াল ভেঙে রাস্তায় আবর্জনা জমা হওয়ায় পথচারীদেরও দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে । এলাকাবাসীদের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে BJP-র উত্তর বহরমপুর টাউনের দলীয় সভাপতি বিশ্বরূপ ঘোষের নেতৃত্বে কর্মীরা একজোট হয়ে বিক্ষোভ মিছিলে সামিল হন।

আন্দোলনকারীদের বক্তব্য, 20 জুন থেকে তাঁরা অনবরত বিক্ষোভ দেখাচ্ছেন । কিন্তু প্রশাসনের এই বিষয়ে কোনও হেলদোল নেই । এভাবে চলতে থাকলে আগামী দিনে পৌরসভা ঘেরাও করে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।

Dumpyard in berhampur
আবর্জনায় উপচে পড়ছে ভাগাড়

দীর্ঘদিন ধরে যাঁরা ওই ভাগাড়ের পাশ দিয়ে যাতায়াত করেন তাঁরা বলেন, এত দুর্গন্ধের মধ্য দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে উঠছে । যত দিন যাচ্ছে, আবর্জনা আরও জমছে । সেই সঙ্গে গার্ডওয়াল ভেঙে যাওয়ায় আবর্জনা রাস্তায় চলে আসছে, ফলে ওই রাস্তা দিয়ে চলাচল অসম্ভব হয়ে উঠছে।

বহরমপুর, 28জুন : বহরমপুরের কাশিম বাজারে অবিলম্বে ভাগাড় স্থানান্তরিত করে এলাকা পরিষ্কার দাবিতে বিক্ষোভ দেখাল উত্তর বহরমপুর টাউনের BJP কর্মীরা।

তাঁরা বলেন, বহরমপুর পৌরসভা এলাকায় অবস্থিত ভাগাড়ের গন্ধে বাসিন্দাদের প্রাণ ওষ্ঠাগত । গার্ডওয়াল ভেঙে রাস্তায় আবর্জনা জমা হওয়ায় পথচারীদেরও দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে । এলাকাবাসীদের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে BJP-র উত্তর বহরমপুর টাউনের দলীয় সভাপতি বিশ্বরূপ ঘোষের নেতৃত্বে কর্মীরা একজোট হয়ে বিক্ষোভ মিছিলে সামিল হন।

আন্দোলনকারীদের বক্তব্য, 20 জুন থেকে তাঁরা অনবরত বিক্ষোভ দেখাচ্ছেন । কিন্তু প্রশাসনের এই বিষয়ে কোনও হেলদোল নেই । এভাবে চলতে থাকলে আগামী দিনে পৌরসভা ঘেরাও করে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।

Dumpyard in berhampur
আবর্জনায় উপচে পড়ছে ভাগাড়

দীর্ঘদিন ধরে যাঁরা ওই ভাগাড়ের পাশ দিয়ে যাতায়াত করেন তাঁরা বলেন, এত দুর্গন্ধের মধ্য দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে উঠছে । যত দিন যাচ্ছে, আবর্জনা আরও জমছে । সেই সঙ্গে গার্ডওয়াল ভেঙে যাওয়ায় আবর্জনা রাস্তায় চলে আসছে, ফলে ওই রাস্তা দিয়ে চলাচল অসম্ভব হয়ে উঠছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.