ETV Bharat / state

BJP কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল

লোকসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । গতরাতে কোচবিহারের শুটকাবাড়ি বাজারে BJP করায় এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

মেহেদি মিঞা
author img

By

Published : May 26, 2019, 8:59 PM IST

কোচবিহার, 26 মে : BJP করায় ফের এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গতরাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের শুটকাবাড়ি বাজারে । আহত ওই BJP কর্মীর নাম মেহেদি মিঞা । বর্তমানে তিনি কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

গতরাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন মেহেদি সাহেব । অভিযোগ, সেইসময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় । এবিষয়ে কোচবিহারে BJP-র জেলা সভানেত্রী মালতি রাভার বলেন, "গতকাল বাড়ি ফেরার পথে মেহেদি সাহেবকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । উনি BJP করেন । তাই মারধর করা হয়েছে ।" কোচবিহার জেলা সহ সভাপতি আবদুল জলিল আহমেদ বলেন, "এই অভিযোগ ভিত্তিহীন । ওরা মিথ্যা বলছে ।"

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । কোচবিহারের তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচিসহ বেশ কিছু এলাকায় সামনে এসেছে তৃণমূল ও BJP কর্মীদের সংঘর্ষ । পাশাপাশি, একাধিক এলাকায় তৃণমূলের কার্যালয় দখল করার অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে ।

কোচবিহার, 26 মে : BJP করায় ফের এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গতরাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের শুটকাবাড়ি বাজারে । আহত ওই BJP কর্মীর নাম মেহেদি মিঞা । বর্তমানে তিনি কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

গতরাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন মেহেদি সাহেব । অভিযোগ, সেইসময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় । এবিষয়ে কোচবিহারে BJP-র জেলা সভানেত্রী মালতি রাভার বলেন, "গতকাল বাড়ি ফেরার পথে মেহেদি সাহেবকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । উনি BJP করেন । তাই মারধর করা হয়েছে ।" কোচবিহার জেলা সহ সভাপতি আবদুল জলিল আহমেদ বলেন, "এই অভিযোগ ভিত্তিহীন । ওরা মিথ্যা বলছে ।"

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । কোচবিহারের তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচিসহ বেশ কিছু এলাকায় সামনে এসেছে তৃণমূল ও BJP কর্মীদের সংঘর্ষ । পাশাপাশি, একাধিক এলাকায় তৃণমূলের কার্যালয় দখল করার অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে ।

ভোটের ফলপ্রকাশের পর হারানো পার্টি অফিস উদ্ধার করল সিপিএম দত্তপুকুরঃ রাজ্যে তৃণমূলের শক্তি ক্ষয় হতেই উজ্জীবিত বামেরা। সদ্য লোকসভা নির্বাচনে এই রাজ্যে বামেরা প্রায় নিশ্চিহ্ন। তবুও শাসক দলের শক্তি ক্ষয়ে বামেরা উজ্জীবিত হয়ে তাদের হারানো পার্টি অফিস পুনর্দখল নিল। শুক্রবার ঘটনাটি ঘটেছে দত্তপুকুর ২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসে তৃণমূল সিপিএমের যুব অফিসটি দখল করে নিয়েছিল। সেখানে তৃণমুল কর্মীরাই নিজেদের ঘাসফুলের ঝান্ডা লাগিয়ে দিয়েছিল। দীর্ঘ ৪০ বছরের পার্টি অফিস থেকে সেদিন সিপিএমের দলীয় পতাকা, ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি কয়েকজন সিপিএম কর্মীদের মারধরও করা হয়েছিল বলে অভিযোগ। শুক্রবার সকালে তৃণমূলের ঝান্ডা সরিয়ে নিজেদের দলীয় ঝান্ডা ঝুলিয়ে সেই পার্টিঅফিস পুনর্দখল নিল সিপিএম। স্থানীয় ডিওয়াইএফআইয়ের দত্তপুকুর আঞ্চলিক সভাপতি হাবিব আলি বলেন, দলীয় কার্যালয়টি তৃণমুল দখল করে রেখেছিল এতদিন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে আমরা সরব হতে পারিনি। এবার ওদের শক্তি ক্ষয়ে আমাদের ছেলেরা ফের কার্যালয়টির দখল নিয়েছে। তৃণমূল নেতৃত্ব অবশ্য এই নিয়ে মুখ খুলতে নারাজ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.