বেলডাঙা, 28 মার্চ : লকডাউনে বন্ধ হয়নি পাখি শিকার । 300 বগারি পাখি (চড়ুই জাতীয় পাখি ) উদ্ধার করে বেলডাঙা থানার পুলিশ । পুলিশের নজর এড়িয়েই চলছিল পাখি শিকারের কারবার । এমনই এক পাখি শিকারির কাছ থেকে 300টি পাখি উদ্ধার করে বেলডাঙা থানার পুলিশ ।
বেলডাঙায় ব্যাপক চাহিদা এই পাখির । অত্যন্ত গোপনে বগারি বিক্রি হয় 400 থেকে 500 টাকা ডজন হিসাবে । বহু হোটেলেও বগারির মাংস পাওয়া যায় । কিন্তু লকডাউনে হোটেল ব্যবসা বন্ধ থাকায় শিকারিরা পাড়ায় পাড়ায় পাখি বিক্রি শুরু করেছে ।
দল বেঁধেই খাবারের সন্ধানে মাঠে নামে বগারি পাখি । সেই সময়ই মাঠে জাল বিছিয়ে চোরা কারবারীরা সেগুলি শিকার করে । এক একটি জালের ফাঁদে প্রায় তিনশো থেকে পাঁচশো পাখি ধরা পড়ে । বেলডাঙা থানার পুলিশ জানিয়েছে, আজ পুলিশের তাড়া খেয়ে পাখি ভরতি ঝুড়ি ফেলে রেখেই চম্পট দেয় শিকারি । তাকে ধরা যায়নি । উদ্ধার হয়েছে প্রায় 300টি পাখি । পরে সেগুলি ছেড়ে দেওয়া হয় ।