ETV Bharat / state

দিলীপ ঘোষের এমন মন্তব্য করা উচিত হয়নি : বিমান - latest political news of murshidabad

দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনা করলেন বিমান বসু ৷ পাশাপাশি দিল্লিতে বিরোধীদের বৈঠকে মমতার যোগ না দেওয়াকেও কটাক্ষ করেন তিনি ৷

bimanh
বিমান বসু
author img

By

Published : Jan 13, 2020, 11:11 PM IST

বহরমপুর, 13 জানুয়ারি : দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনা করলেন বিমান বসু ৷ তিনি বলেন, "গণতান্ত্রিক ব্যবস্থায় দিলীপ ঘোষের এমন মন্তব্য উচিত হয়নি ৷ গণতান্ত্রিক ব্যবস্থায় দিলীপবাবুর এই কথা বলা শোভা পায় না । তাঁর আরও ভাবা উচিত ছিল । কারণ উনি একজন সাংসদ । এমন কথা বলার আগে কারও সঙ্গে শলা-পরামর্শ করা উচিত ছিল ।" বহরমপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে একথা বলেন তিনি ৷ পাশাপাশি দিল্লিতে বিরোধীদের বৈঠকে মমতার যোগ না দেওয়ারও সমালোচনাও করেন ।

বিমান বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী হৈ চৈ করে বলেছিলেন যে, তাঁর জন্যই না কি এই সভা হচ্ছে ৷ তিনিই না কি এই ব্যাপারের উদ্যোক্তা ৷ কিন্তু উদ্যোক্তাই যদি না যান তাহলে তো সভা হওয়াই উচিত নয় ৷ কিন্তু সভা হচ্ছে ৷ অথচ উনিই যাচ্ছে না ৷ BJP ও তৃণমূল বিরোধী যারা আছেন তাঁরা সবাই এক মঞ্চে সামিল হতে পারেন ৷ কারণ BJP একভাবে মানুষের মধ্যে বিরোধ তৈরি করে ৷ তৃণমূল আর একভাবে বিরোধ তৈরি করে ৷"

মুর্শিদাবাদ জেলা CPI(M)-এর প্রাক্তন সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্যের স্মরণ সভায় যোগ দিতে আসেন বিমানবাবু । স্মরণ সভায় উপস্থিত ছিলেন বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীও ।

বহরমপুর, 13 জানুয়ারি : দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনা করলেন বিমান বসু ৷ তিনি বলেন, "গণতান্ত্রিক ব্যবস্থায় দিলীপ ঘোষের এমন মন্তব্য উচিত হয়নি ৷ গণতান্ত্রিক ব্যবস্থায় দিলীপবাবুর এই কথা বলা শোভা পায় না । তাঁর আরও ভাবা উচিত ছিল । কারণ উনি একজন সাংসদ । এমন কথা বলার আগে কারও সঙ্গে শলা-পরামর্শ করা উচিত ছিল ।" বহরমপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে একথা বলেন তিনি ৷ পাশাপাশি দিল্লিতে বিরোধীদের বৈঠকে মমতার যোগ না দেওয়ারও সমালোচনাও করেন ।

বিমান বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী হৈ চৈ করে বলেছিলেন যে, তাঁর জন্যই না কি এই সভা হচ্ছে ৷ তিনিই না কি এই ব্যাপারের উদ্যোক্তা ৷ কিন্তু উদ্যোক্তাই যদি না যান তাহলে তো সভা হওয়াই উচিত নয় ৷ কিন্তু সভা হচ্ছে ৷ অথচ উনিই যাচ্ছে না ৷ BJP ও তৃণমূল বিরোধী যারা আছেন তাঁরা সবাই এক মঞ্চে সামিল হতে পারেন ৷ কারণ BJP একভাবে মানুষের মধ্যে বিরোধ তৈরি করে ৷ তৃণমূল আর একভাবে বিরোধ তৈরি করে ৷"

মুর্শিদাবাদ জেলা CPI(M)-এর প্রাক্তন সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্যের স্মরণ সভায় যোগ দিতে আসেন বিমানবাবু । স্মরণ সভায় উপস্থিত ছিলেন বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীও ।

Intro:গণতান্ত্রিক ব্যবস্থায় দিলীপ ঘোষের এমন মন্তব্য উচিত হয়নি। বহরমপুরে বললেন বিমান বসু। Body:বহরমপুর - গণতান্ত্রিক ব্যবস্থায় দিলীপবাবুর এই কথা বলা শোভা পায়না। তাঁর ভাবা আরও উচিত ছিল। কারণ উনি একজন সাংসদ। বহরমপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে একথা বলেন, সিপিএমের চেয়ারম্যান বিমান বসু। পাশাপাশি দিল্লিতে বিরোধীদের বৈঠকে মমতার গড়হাজির নিয়ে তৃণমূলের সমালোচনা করেন তিনি।
এদিন বহরমপুরে জেলার প্রাক্তন সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্যের স্মরণ সভায় যোগ দিতে আসেন বিমানবাবু। সভা শেষে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়া জানিতে চাইলে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় দিলীপবাবুর এমন মন্তব্য করা উচিত হয়নি। কারন উনি।নিজে একজন সাংসদ। এমন কথা বলার আগে কারও সঙ্গে শলা পরামর্শ কিরা উচিত ছিল। একই সঙ্গে তৃণমূল সুপ্রিমোর তীব্র সমালোচনা করে বলেন, ওনার জন্য দিল্লিতে বিরোধীদের বৈঠক। কিন্তু উনি যাননি তবে বৈঠক হয়েছে। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবার একমঞ্চে থাকা উচিত। এদিন বহরমপুরে স্মরণ সভায় বিমান বসুর পাশে ছিলেন বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী।Conclusion:মমতার সমালোচনা করলেন বিমান বসু
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.