ফরাক্কা, 5 জুন : 2 লাখ টাকার জাল নোট-সহ বিহারের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ ৷ সূত্রের খবর, ফরাক্কা থানা ও স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) যৌথ অভিযানে মেলে এই সাফল্য ৷ অভিযুক্ত যুবককে ফরাক্কা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম নাম সতীশ শর্মা ৷ তথ্য বলছে, মুর্শিদাবাদ জেলা দিয়ে ফের শুরু হয়েছে জাল নোট পাচার ৷ এই কাজে লাগানো হচ্ছে ভিনরাজ্যের বাসিন্দাদেরও ৷ সম্প্রতি, ফরাক্কা থানার পুলিশ ও এসওজি গোপন সূত্রে খবর পায় ফরাক্কা বাসস্ট্য়ান্ড দিয়েই পাচার করা হবে জাল নোটের একটি কনসাইনমেন্ট ৷ সেইমতো পাতা হয় ফাঁদ ৷ পুলিশ ও এসওজি-র সদস্যরা ফরাক্কা বাসস্ট্যান্ডে পাচারকারীর জন্য ওঁৎ পেতে থাকেন ৷
সতীশ শর্মা মালদার বৈষ্ণবনগর থেকে জাল নোট সংগ্রহ করে ফরাক্কা নেমে ট্রেন ধরার উদ্দেশ্যে যাচ্ছিল ৷ সেই সময়েই তাকে আটক করা হয় ৷ এরপর সতীশকে তল্লাশি করে উদ্ধার হয় 400টি 500 টাকার জাল নোট ৷ প্রাথমিক জেরায় সতীশ পুলিশকে জানিয়েছে, তার কাছ থেকে উদ্ধার হওয়া জাল নোটগুলি বাংলাদেশে তৈরি করা হয়েছিল ৷
আরও পড়ুন : বিপুল পরিমাণ জাল নোট-সহ কাশ্মীরি যুবক ধৃত
এই ঘটনায় আর কারা জড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ সতীশের বাকি সঙ্গীদেরও খোঁজ করা হচ্ছে ৷ প্রয়োজনে এই বিষয়ে জানতে বিহার পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হতে পারে ৷