ETV Bharat / state

শিশুকে গঙ্গায় ফেলে খুনের অভিযোগ, ধৃত সৎ মা - Step Mom

পুরনো রাগ মেটাতে সতীনের ছেলেকে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার করেছে পুলিশ। মুর্শিদাবাদের ঘটনা।

শিশুকে গঙ্গায় ফেলে খুনের অভিযোগ
author img

By

Published : Apr 27, 2019, 10:38 PM IST

Updated : Apr 27, 2019, 10:49 PM IST

সুতি, 27 এপ্রিল: সতীনের ঘুমন্ত ছেলেকে তুলে গঙ্গায় ফেলে খুনের অভিযোগ উঠল স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । মুর্শিদাবাদের সুতি থানার বাহাগোলপুরের ঘটনা ।

পুলিশ সূত্রে জানা গেছে, উমরাপুর গ্রাম পঞ্চায়েতের বাহাগোলপুর গ্রামের লালবানু শেখের প্রথম স্ত্রী অসীমা খাতুনের সঙ্গে দ্বিতীয় স্ত্রী রেজবানু খাতুনের প্রথম থেকেই বনিবনা হত না ।

অভিযোগ, গতকাল রাতে অসীমার 9 মাসের ঘুমন্ত ছেলেকে তুলে রেজবানু বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গায় ফেলে দেয় । আজ বিকেলে জঙ্গিপুর সদর ঘাটে শিশুটির দেহ ভেসে উঠতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সুতি থানায় লিখিত অভিযোগ জানানো হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ।

সুতি, 27 এপ্রিল: সতীনের ঘুমন্ত ছেলেকে তুলে গঙ্গায় ফেলে খুনের অভিযোগ উঠল স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । মুর্শিদাবাদের সুতি থানার বাহাগোলপুরের ঘটনা ।

পুলিশ সূত্রে জানা গেছে, উমরাপুর গ্রাম পঞ্চায়েতের বাহাগোলপুর গ্রামের লালবানু শেখের প্রথম স্ত্রী অসীমা খাতুনের সঙ্গে দ্বিতীয় স্ত্রী রেজবানু খাতুনের প্রথম থেকেই বনিবনা হত না ।

অভিযোগ, গতকাল রাতে অসীমার 9 মাসের ঘুমন্ত ছেলেকে তুলে রেজবানু বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গায় ফেলে দেয় । আজ বিকেলে জঙ্গিপুর সদর ঘাটে শিশুটির দেহ ভেসে উঠতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সুতি থানায় লিখিত অভিযোগ জানানো হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ।

Intro:বহরমপুর- তৃণমূল কংগ্রেস চোর হলে তুমি ডাকাতের সর্দার। ইলেকট্রিক চুল্লিতে কিভাবে লোক মারা গিয়েছিল, জোড়া খুন , বৈদিক ভিলেজ আমি সব জানি । রাজনৈতিক সৌজন্যতা রেখে চলি তাই মুখ খুলি না। শুক্রবার বহরমপুর স্টেডিয়াম মাঠ থেকে ফের নাম না করে অধীরকে এই শব্দ বন্ধ দিয়েই বিধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে এক হাত নিলেন বিজেপিকেও ।


Body:একদিন অন্তর বহরমপুর লোকসভা কেন্দ্রে পরপর তিনটি সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অধীরের বিরুদ্ধে দলীয় প্রার্থী অপূর্ব সরকারকে জেতাতে মরিয়া তৃণমূল কংগ্রেস । শুক্রবারের সভায় আবারো তা বুঝিয়ে দিলেন । বক্তব্য রাখতে উঠে প্রথম থেকেই নিশানায় আনেন অধীর চৌধুরীকে । অধীরের নাম না নিয়ে বলেন, আপনাদের এমপি সব সময় সবাইকে চোর ডাকাত বলে সারদা নারদা করছে । ইলেকট্রিক চুল্লিতে কিভাবে লোক মারা গিয়েছিল, জোড়া মার্ডার কিভাবে হয়েছিল, বৈদিক ভিলেজ কিভাবে তৈরি হয়েছিল , আমি সবকিছু জানি । কিন্তু জেনেও মুখ খুলতে চাই না । কারণ আমি রাজনৈতিক সৌজন্য মেন্টেন করি । পার্লামেন্টের শেষদিনেও হাউসে দাঁড়িয়ে টিএমসিকে নাকি চোর বলেছে । আমি বলি, টিএমসি যদি চোর হয় তুমি ডাকাতের সর্দার। লজ্জা করে না । কাকে মদদ দিচ্ছ ? বিজেপি টেবিল চাপড়াচ্ছে আর তুমি সারদা নারদা করছ । বুকের পাটা থাকলে যাও উনিশো আশি সাল থেকে তদন্ত শুরু করো । সিপিএম কংগ্রেস সবকটা জেলে যাবে। বিজেপি সিপিএম কংগ্রেস কাউকে ছুঁয়েছে ? টিএমসি ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে । গুটিয়ে দেব ওদের হালখাতা। সব থেকে বড় বিশ্বাসঘাতক তোমরা । কংগ্রেসের ঝান্ডা নিয়ে দিনের বেলায় লাল পার্টির সঙ্গে ভাব করো আর রাতের বেলায় গেরুয়া পার্টির সঙ্গে । মধ্যিখানে রাম দুই পাশে বাম আর শ্যাম । আরএসএস তোমাদের হয়ে প্রচার করছে এখানে ।বিড়ালের গলায় ঘন্টা বাঁধছে ।


Conclusion:সভা শেষে বহরমপুরের এক হোটেলে রাত্রি বাস করেন ।
আগামীকাল তিনি নদীয়ায় দুটি সভা করবেন ।
Last Updated : Apr 27, 2019, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.