বহরমপুর , 3 মে : নির্বাচনে ভরাডুবি মেনে নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর দাবি, মেরুকরণের রাজনীতিতে পিছিয়ে গিয়েছে সংযুক্ত মোর্চা। পাশাপাশি রাজ্যে তৃতীয়বারের জন্য জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ তাঁর জয়ের নেপথ্য়ে প্রশান্ত কিশোরের সুকৌশল রণনীতি ও মমতার জনমোহিনী প্রতিশ্রুতি কাজ করেছে বলে মেনে দিলেন তিনি ৷
মুর্শিদাবাদ অধীর গড় হিসাবেই পরিচিত ৷ কিন্তু সেখানে একটি আসনও পায়নি সংযুক্ত মোর্চা ৷ এপ্রসঙ্গে তাঁর দাবি , রাজ্যে এবার মেরুকরণের রাজনীতি হয়েছে। একদিকে হিন্দু ভোট গিয়েছে বিজেপির ঝুলিতে। অন্যদিকে সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়েছে তৃণমূল। যার জেরে পিছিয়ে গিয়েছে বসংযুক্ত মোর্চা ৷
মুর্শিদাবাদ ও অধীরের খাসতালুক বহরমপুরে পদ্ম ফুটেছে এবার। কার্যত মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস ৷ এবিষয়ে তাঁর ব্যাখ্যা, এবারের নির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই হবে বলে বাতাবরণ তৈরি হয়েছিল ৷ সেই পরিস্থিতিতে সংযুক্ত মোর্চা মানুষকে এমন কোনও আশা ভরসা হয়ত দিতে পারেনি ৷ তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নতুন জনমোহিনী প্রকল্প , প্রতিশ্রুতি ও প্রশান্ত কিশোরের ভোটনীতি, সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অতি সহজে বাংলার মসনদে ফের ঘাঁটি গেড়েছেন ৷
তাঁর আরও সংযোজন, "আমাদের মূল লক্ষ্য ছিল সংযুক্ত মোর্চার জোটের মাধ্য়মে কংগ্রেসের শক্তিকে রক্ষা করা ৷ কিন্তু তা হয়নি ৷ আমরা ব্যর্থ হয়েছি ৷ মানুষ আমাদের ভোট দেয়নি ৷ মুর্শিদাবাদ সহ সারা পশ্চিমবঙ্গে আমাদের ভয়াবহ খারাপ ফলাফল হয়েছে ৷ যা আমরা কল্পনাও করতে পারিনি তা হল ৷ " ভোটের মেরুকরণ নিয়ে দুশ্চিন্তাও ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ তিনি বলেন, "রাজনীতি কোন পথে চলে যাচ্ছে সেটা ভেবে দুশ্চিন্তা হচ্ছে ৷"
আরও পড়ুন : রাজ্যের মানুষকে টুইটে ধন্যবাদ অমিত শাহের
মুর্শিদাবাদে 22 আসনের মধ্যে 20 আসনের নির্বাচন হয়েছিল সপ্তম ও অষ্টম দফায়। এরমধ্যে 18 টি আসন গিয়েছে তৃণমূলের ভোটব্যাঙ্কে। কংগ্রেসের দখলে থাকা একটি আসনও ধরে রাখতে পরেননি অধীর। পাশাপাশি বামেরাও তাদের খাতা খোলেনি। কার্যত মুর্শিদাবাদে অধীরের ভরাডুবিই হয়েছে নির্বাচনী ফলাফলে।