ETV Bharat / state

এমন ফল কল্পনাও করেননি, রাজনীতির পথ নিয়ে দুশ্চিন্তা অধীরের - হারের পর অধীর কী বললেন

মুর্শিদাবাদ ৷ অধীর চৌধুরীর গড় তথা কংগ্রেসের গড় ৷ কিন্তু গতকালের ভোটের ফলাফলের পর সেই গড়কে ধরে রাখতে পারলেন না কংগ্রেস প্রদেশ সভাপতি ৷ নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নিলেন তিনি ৷

অধীর চৌধুরী
অধীর চৌধুরী
author img

By

Published : May 3, 2021, 8:04 AM IST

বহরমপুর , 3 মে : নির্বাচনে ভরাডুবি মেনে নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর দাবি, মেরুকরণের রাজনীতিতে পিছিয়ে গিয়েছে সংযুক্ত মোর্চা। পাশাপাশি রাজ্যে তৃতীয়বারের জন্য জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ তাঁর জয়ের নেপথ্য়ে প্রশান্ত কিশোরের সুকৌশল রণনীতি ও মমতার জনমোহিনী প্রতিশ্রুতি কাজ করেছে বলে মেনে দিলেন তিনি ৷

মুর্শিদাবাদ অধীর গড় হিসাবেই পরিচিত ৷ কিন্তু সেখানে একটি আসনও পায়নি সংযুক্ত মোর্চা ৷ এপ্রসঙ্গে তাঁর দাবি , রাজ্যে এবার মেরুকরণের রাজনীতি হয়েছে। একদিকে হিন্দু ভোট গিয়েছে বিজেপির ঝুলিতে। অন্যদিকে সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়েছে তৃণমূল। যার জেরে পিছিয়ে গিয়েছে বসংযুক্ত মোর্চা ৷

মুর্শিদাবাদ ও অধীরের খাসতালুক বহরমপুরে পদ্ম ফুটেছে এবার। কার্যত মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস ৷ এবিষয়ে তাঁর ব্যাখ্যা, এবারের নির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই হবে বলে বাতাবরণ তৈরি হয়েছিল ৷ সেই পরিস্থিতিতে সংযুক্ত মোর্চা মানুষকে এমন কোনও আশা ভরসা হয়ত দিতে পারেনি ৷ তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নতুন জনমোহিনী প্রকল্প , প্রতিশ্রুতি ও প্রশান্ত কিশোরের ভোটনীতি, সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অতি সহজে বাংলার মসনদে ফের ঘাঁটি গেড়েছেন ৷

হারের পর কী বললেন অধীর

তাঁর আরও সংযোজন, "আমাদের মূল লক্ষ্য ছিল সংযুক্ত মোর্চার জোটের মাধ্য়মে কংগ্রেসের শক্তিকে রক্ষা করা ৷ কিন্তু তা হয়নি ৷ আমরা ব্যর্থ হয়েছি ৷ মানুষ আমাদের ভোট দেয়নি ৷ মুর্শিদাবাদ সহ সারা পশ্চিমবঙ্গে আমাদের ভয়াবহ খারাপ ফলাফল হয়েছে ৷ যা আমরা কল্পনাও করতে পারিনি তা হল ৷ " ভোটের মেরুকরণ নিয়ে দুশ্চিন্তাও ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ তিনি বলেন, "রাজনীতি কোন পথে চলে যাচ্ছে সেটা ভেবে দুশ্চিন্তা হচ্ছে ৷"

আরও পড়ুন : রাজ্যের মানুষকে টুইটে ধন্যবাদ অমিত শাহের

মুর্শিদাবাদে 22 আসনের মধ্যে 20 আসনের নির্বাচন হয়েছিল সপ্তম ও অষ্টম দফায়। এরমধ্যে 18 টি আসন গিয়েছে তৃণমূলের ভোটব্যাঙ্কে। কংগ্রেসের দখলে থাকা একটি আসনও ধরে রাখতে পরেননি অধীর। পাশাপাশি বামেরাও তাদের খাতা খোলেনি। কার্যত মুর্শিদাবাদে অধীরের ভরাডুবিই হয়েছে নির্বাচনী ফলাফলে।

বহরমপুর , 3 মে : নির্বাচনে ভরাডুবি মেনে নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর দাবি, মেরুকরণের রাজনীতিতে পিছিয়ে গিয়েছে সংযুক্ত মোর্চা। পাশাপাশি রাজ্যে তৃতীয়বারের জন্য জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ তাঁর জয়ের নেপথ্য়ে প্রশান্ত কিশোরের সুকৌশল রণনীতি ও মমতার জনমোহিনী প্রতিশ্রুতি কাজ করেছে বলে মেনে দিলেন তিনি ৷

মুর্শিদাবাদ অধীর গড় হিসাবেই পরিচিত ৷ কিন্তু সেখানে একটি আসনও পায়নি সংযুক্ত মোর্চা ৷ এপ্রসঙ্গে তাঁর দাবি , রাজ্যে এবার মেরুকরণের রাজনীতি হয়েছে। একদিকে হিন্দু ভোট গিয়েছে বিজেপির ঝুলিতে। অন্যদিকে সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়েছে তৃণমূল। যার জেরে পিছিয়ে গিয়েছে বসংযুক্ত মোর্চা ৷

মুর্শিদাবাদ ও অধীরের খাসতালুক বহরমপুরে পদ্ম ফুটেছে এবার। কার্যত মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস ৷ এবিষয়ে তাঁর ব্যাখ্যা, এবারের নির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই হবে বলে বাতাবরণ তৈরি হয়েছিল ৷ সেই পরিস্থিতিতে সংযুক্ত মোর্চা মানুষকে এমন কোনও আশা ভরসা হয়ত দিতে পারেনি ৷ তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নতুন জনমোহিনী প্রকল্প , প্রতিশ্রুতি ও প্রশান্ত কিশোরের ভোটনীতি, সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অতি সহজে বাংলার মসনদে ফের ঘাঁটি গেড়েছেন ৷

হারের পর কী বললেন অধীর

তাঁর আরও সংযোজন, "আমাদের মূল লক্ষ্য ছিল সংযুক্ত মোর্চার জোটের মাধ্য়মে কংগ্রেসের শক্তিকে রক্ষা করা ৷ কিন্তু তা হয়নি ৷ আমরা ব্যর্থ হয়েছি ৷ মানুষ আমাদের ভোট দেয়নি ৷ মুর্শিদাবাদ সহ সারা পশ্চিমবঙ্গে আমাদের ভয়াবহ খারাপ ফলাফল হয়েছে ৷ যা আমরা কল্পনাও করতে পারিনি তা হল ৷ " ভোটের মেরুকরণ নিয়ে দুশ্চিন্তাও ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ তিনি বলেন, "রাজনীতি কোন পথে চলে যাচ্ছে সেটা ভেবে দুশ্চিন্তা হচ্ছে ৷"

আরও পড়ুন : রাজ্যের মানুষকে টুইটে ধন্যবাদ অমিত শাহের

মুর্শিদাবাদে 22 আসনের মধ্যে 20 আসনের নির্বাচন হয়েছিল সপ্তম ও অষ্টম দফায়। এরমধ্যে 18 টি আসন গিয়েছে তৃণমূলের ভোটব্যাঙ্কে। কংগ্রেসের দখলে থাকা একটি আসনও ধরে রাখতে পরেননি অধীর। পাশাপাশি বামেরাও তাদের খাতা খোলেনি। কার্যত মুর্শিদাবাদে অধীরের ভরাডুবিই হয়েছে নির্বাচনী ফলাফলে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.