বহরমপুর, 27 এপ্রিল : এবার পোস্টাল ব্য়ালটে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখলেন অধীর চৌধুরি ৷ মুখ্য় নির্বাচনী কমিশনার সুশীল চন্দ্রকে লেখা ওই চিঠিতে অধীর চৌধুরি জানিয়েছেন, পোস্টাল ব্য়ালটগুলি হাতিয়ে নিচ্ছেন তৃণমূলের নেতারা ৷ এবং নিজেদের হয়ে ভোট করছেন তাঁরা ৷
নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে কী লিখেছেন অধীরবাবু ?
ওই চিঠিতে অধীরবাবু লিখেছেন, বহরমপুর পৌরসভার একজন কর্মীর নির্বাচনী ডিউটি পড়েছে ৷ তাঁর কাছ থেকে তিনি জানতে পেরেছেন, ওই কর্মীর জন্য় বরাদ্দ পোস্টাল ব্য়ালট নিয়ে নিয়েছেন 72 নম্বর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নাড়ুগোপাল মুখার্জি ৷ এবং তিনি নিজেই সেই পোস্টাল ব্য়ালটে ভোট দিয়েছেন ৷ এছাড়াও পৌরসভার ওই কর্মীকে হুমকিও দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন- দিল্লিতে করোনায় মৃত্য়ুর সংখ্য়ায় গরমিলের অভিযোগ
তিনি আরও লিখেছেন, চাকরিতে সমস্য়া হতে পারে এটা ভেবে ওই পৌরকর্মী মুখ খোলেননি ৷ এবং কারোর কাছে অভিযোগ দায়ের করেননি ৷ পাশাপাশি পোস্টাল ব্য়ালটের ভোটগুলি নতুন করে নেওয়ার জন্য় নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছেন অধীর চৌধুরি ৷
এবিষয়ে তিনি লিখেছেন, "আমি আপনার কাছে অনুরোধ করছি , বহরমপুর পৌরসভার সমস্ত পোস্টাল ব্য়ালটের ভোটগুলি বাতিল করা হোক ৷ এবং তাঁদের জন্য় নতুন করে ভোটগ্রহণের ব্য়বস্থা করুন ৷ "