ETV Bharat / state

কংগ্রেসের প্রচার র‍্যালিতে মত্ত পুলিশ কর্মীর উদ্যাম নাচের ভিডিয়ো ভাইরাল - মদ্যপ পুলিশ

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে হেঁটে ভোটারদের কাছাকাছি যাচ্ছেন রানিনগর বিধানসভার কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগম । পিছনে সমর্থকদের মিছিল । মিছিল থেকে মাইকে তারস্বরে বাজছে টুম্পা সোনা গান । আর সেই মিছিলের অগ্রভাগে পুলিশের ইউনিফর্মে গলায় গামছা ঝুলিয়ে উদ্যাম নাচছেন এক পুলিশ কর্মী ।

পুলিশ কর্মীর উদ্যাম নাচের ভিডিয়ো ভাইরাল
পুলিশ কর্মীর উদ্যাম নাচের ভিডিয়ো ভাইরাল
author img

By

Published : Apr 14, 2021, 4:03 PM IST

রানিনগর, 14 এপ্রিল : রানিনগর বিধানসভার কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগমের প্রচার র‍্যালিতে টুম্পা সোনা গানে উদ্যাম নাচছে কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়কের নিরাপত্তারক্ষী । মত্ত অবস্থায় পুলিশের ইউনিফর্মে নিরাপত্তারক্ষীর সেই ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে ।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে হেঁটে প্রচার করছেন ফিরোজা বেগম ৷ প্রতিটা বাড়িতে গিয়ে জনসংযোগ করছেন রানিনগর বিধানসভার এই কংগ্রেস প্রার্থী । পিছনে সমর্থকদের মিছিল । মিছিল থেকে মাইকে তারস্বরে বাজছে টুম্পা সোনা গান । আর সেই মিছিলের অগ্রভাগে পুলিশের ইউনিফর্মে গলায় গামছা ঝুলিয়ে উদ্যাম নাচছেন এক পুলিশ কর্মী ।

পুলিশ কর্মীর উদ্যাম নাচের ভিডিয়ো ভাইরাল

জানা গিয়েছে, ওই পুলিশ কর্মী ফিরোজা বেগমের নিরাপত্তারক্ষী । মত্ত অবস্থায় প্রচার র‍্যালিতে পুলিশকর্মীর বেসামাল নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছে । ভোটের বাজারে কংগ্রেসের বিরুদ্ধে এই ঘটনাকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত : দিলীপ

রানিনগর, 14 এপ্রিল : রানিনগর বিধানসভার কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগমের প্রচার র‍্যালিতে টুম্পা সোনা গানে উদ্যাম নাচছে কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়কের নিরাপত্তারক্ষী । মত্ত অবস্থায় পুলিশের ইউনিফর্মে নিরাপত্তারক্ষীর সেই ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে ।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে হেঁটে প্রচার করছেন ফিরোজা বেগম ৷ প্রতিটা বাড়িতে গিয়ে জনসংযোগ করছেন রানিনগর বিধানসভার এই কংগ্রেস প্রার্থী । পিছনে সমর্থকদের মিছিল । মিছিল থেকে মাইকে তারস্বরে বাজছে টুম্পা সোনা গান । আর সেই মিছিলের অগ্রভাগে পুলিশের ইউনিফর্মে গলায় গামছা ঝুলিয়ে উদ্যাম নাচছেন এক পুলিশ কর্মী ।

পুলিশ কর্মীর উদ্যাম নাচের ভিডিয়ো ভাইরাল

জানা গিয়েছে, ওই পুলিশ কর্মী ফিরোজা বেগমের নিরাপত্তারক্ষী । মত্ত অবস্থায় প্রচার র‍্যালিতে পুলিশকর্মীর বেসামাল নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছে । ভোটের বাজারে কংগ্রেসের বিরুদ্ধে এই ঘটনাকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত : দিলীপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.