ভোটের লাইনে মাস্কের আড়ালে টাকা বিলি, অভিযুক্ত জোট প্রার্থী - মাস্ক বিলি
সংযুক্ত মোর্চার কংগ্রেসের প্রার্থী নিয়াজুদ্দিন শেখ ভোটারদের মধ্যে মাস্ক বিলি করেন । এরপরই তাঁর বিরুদ্ধে এক ভোটার অভিযোগ তোলেন, মাস্কের মধ্যে টাকা ভরে তিনি নাকি ভোটারদের দিচ্ছেন ৷
মুর্শিদাবাদ, 26 এপ্রিল : সপ্তম দফার ভোটে সকাল থেকেই অনেক ভোটগ্রহণ কেন্দ্রেই মাস্ক বিলির ঘটনা সামনে আসছে ৷ শুধু আজ ভোটের দিন বলেই নয়, প্রচারে বেরিয়েও কোভিড সচেতনতায় প্রার্থীরা মাস্ক স্যানিটাইজ়ার বিলি করেছেন ৷ কিন্তু মাস্কের মধ্যে দিয়ে টাকা দেওয়ার অভিযোগ বিরল ৷ সংযুক্ত মোর্চার প্রার্থীর বিরুদ্ধে ভোটের মধ্যে এহেন অভিযোগ তুললেন ভোটাররা ৷
আজ সপ্তম দফায় মুর্শিদাবাদ বিধানসভায় ভোটগ্রহণ ৷ গুধিয়া মাঝারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের 238 নম্বর বুথে সকাল থেকে ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ লাইন দিয়ে ভোট দিতে দেখা যায় ভোটারদের ৷ এরপর সেখানে আসেন সংযুক্ত মোর্চার কংগ্রেসের প্রার্থী নিয়াজুদ্দিন শেখ ৷ তিনি সেখানে এসে ভোটারদের মধ্যে মাস্ক বিলি করেন । তাঁকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে প্রার্থী বলেন, "ভোটের আগে মানুষের জীবন । তাই যাঁদের মাস্ক ছিল না, তাঁদের মাস্ক দেওয়া হয়েছে ।" এরপরই তাঁর বিরুদ্ধে এক ভোটার অভিযোগ তোলেন, মাস্কের মধ্যে টাকা ভরে তিনি নাকি ভোটারদের দিচ্ছেন ৷
আরও পড়ুন : তৃণমূল প্রার্থীর গাড়ি সরিয়ে দেওয়ার অভিযোগ বাহিনীর বিরুদ্ধে
প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন তৃণমূল কর্মী সমর্থকরা ৷ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সমর্থকরা । তৃণমূল কর্মীদের অভিযোগ, মাস্কের ভেতরে টাকা লুকিয়ে ভোটারদের বিলি করা হচ্ছে । পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।