ETV Bharat / state

আমি ছাড়া তৃণমূল কেমন, এই ভোটেই প্রমাণ হবে : শুভেন্দু

author img

By

Published : Apr 25, 2021, 9:45 AM IST

গতকাল কান্দি বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে কান্দি পৌরসভা সংলগ্ন হালিফক্স ময়দানে জনসভা করেন শুভেন্দু অধিকারী ৷ জনসভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিরোধী দলগুলিকে তুলোধনাও করেন তিনি ৷

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

কান্দি, 25 এপ্রিল : মুর্শিদাবাদের কান্দি বিধানসভায় নির্বাচন 29 এপ্রিল ৷ তার আগে প্রচারে শান দিতে সংশ্লিষ্ট বিধানসভার বিজেপি প্রার্থী গৌতম রায়ের সমর্থনে গতকাল সভা করেন শুভেন্দু অধিকারী ৷ কান্দি পৌরসভা সংলগ্ন হালিফক্স ময়দানে জনসভা করলেন তিনি ৷ তাঁর হাত ধরে কান্দি পৌরসভার প্রাক্তন পৌর সদস্য সহ প্রায় 1000 জন বিজেপিতে যোগদানও করলেন ৷

নরেন্দ্র মোদির নানা জনহিতকর প্রকল্পকে সামনে রেখে বক্তৃতা শুরু করেন তিনি ৷ পরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিরোধী দলগুলিকে তুলোধনা করেন ৷ পাশাপাশি ক্ষমতায় এলে কান্দি শহরকে স্মার্ট সিটি করার কথাও ঘোষণা করেন ৷ করোনাবিধি মেনে কান্দি বিধানসভার বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আর্জি জানান ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাঁকে ছাড়া যে অচল সভা শেষে সেই দাবিও করেন তিনি ৷ বলেন, "আমি ছাড়া তৃণমূল কেমন, এই ভোটেই তা প্রমাণ হবে ৷"

বিরোধী দলকে কটাক্ষ শুভেন্দুর

সমস্তরকমের কোভিডবিধি মেনে সভার আয়োজন করে বিজেপি নেতৃত্ব ৷ গতকালের সভা সফল বলে দাবি বিজেপির ৷

আরও পড়ুন : অক্সিজেনের ঘাটতি মেটাতে ব্যবস্থা স্বাস্থ্য দফতরের, জানালেন মুখ্যমন্ত্রী

কান্দি, 25 এপ্রিল : মুর্শিদাবাদের কান্দি বিধানসভায় নির্বাচন 29 এপ্রিল ৷ তার আগে প্রচারে শান দিতে সংশ্লিষ্ট বিধানসভার বিজেপি প্রার্থী গৌতম রায়ের সমর্থনে গতকাল সভা করেন শুভেন্দু অধিকারী ৷ কান্দি পৌরসভা সংলগ্ন হালিফক্স ময়দানে জনসভা করলেন তিনি ৷ তাঁর হাত ধরে কান্দি পৌরসভার প্রাক্তন পৌর সদস্য সহ প্রায় 1000 জন বিজেপিতে যোগদানও করলেন ৷

নরেন্দ্র মোদির নানা জনহিতকর প্রকল্পকে সামনে রেখে বক্তৃতা শুরু করেন তিনি ৷ পরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিরোধী দলগুলিকে তুলোধনা করেন ৷ পাশাপাশি ক্ষমতায় এলে কান্দি শহরকে স্মার্ট সিটি করার কথাও ঘোষণা করেন ৷ করোনাবিধি মেনে কান্দি বিধানসভার বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আর্জি জানান ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাঁকে ছাড়া যে অচল সভা শেষে সেই দাবিও করেন তিনি ৷ বলেন, "আমি ছাড়া তৃণমূল কেমন, এই ভোটেই তা প্রমাণ হবে ৷"

বিরোধী দলকে কটাক্ষ শুভেন্দুর

সমস্তরকমের কোভিডবিধি মেনে সভার আয়োজন করে বিজেপি নেতৃত্ব ৷ গতকালের সভা সফল বলে দাবি বিজেপির ৷

আরও পড়ুন : অক্সিজেনের ঘাটতি মেটাতে ব্যবস্থা স্বাস্থ্য দফতরের, জানালেন মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.