ETV Bharat / state

মন কি বাত বন্ধ করে কোভিড নিয়ে বলুন, মোদিকে খোঁচা মমতার

মুর্শিদাবাদে ভার্চুয়াল সভায় মমতা বন্দ্য়োপাধ্য়ায় মন কি বাত নিয়ে কটাক্ষ করেন ৷ বলেন,"দেশে অক্সিজেন নেই আর প্রধানমন্ত্রী মন কি বাত করছেন ৷ " নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, "মন কি বাত বন্ধ করে এ বার কোভিড নিয়ে বলুন ৷ "

mamta
মমতা ও মোদি
author img

By

Published : Apr 25, 2021, 2:09 PM IST

মুর্শিদাবাদ, 25 এপ্রিল : মন কি বাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ একইসঙ্গে নির্বাচন কমিশনকেও তোপ দাগেন তিনি ৷ তাঁর কথায় তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে গিয়েছেন তাঁদের কথায় নির্বাচন কমিশন চলছে ৷

মুর্শিদাবাদে আজ একটি ভার্চুয়াল সভা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেখানে মন কি বাত নিয়ে কটাক্ষ করে তিনি বলেন,"দেশে অক্সিজেন নেই আর প্রধানমন্ত্রী মন কি বাত করছেন ৷ ওঁর মনের কথা কে শুনবে ?" এ প্রসঙ্গে তিনি বলেন, "সারাদিন টিভির সামনে বসে আছে ৷ কোনও কাজ নেই ৷ কোভিড সামলাতে পারছে না ৷ আর মন কি বাত করছে ৷ মন কি বাত বন্ধ করে কোভিড নিয়ে বলুন ৷ "

এর পাশাপাশি নির্বাচনে মুর্শিবাদের সবকটি আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জেতানোর আবেদন করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এবারে শুধু আম নয়, মালদা ও মুর্শিদাবাদ থেকে আমসত্ত্বও তাঁর চাই বলে জানিয়েছেন ৷ তিনি বলেন, "আমাদের সরকার না এলে আপনাদের কাউকে থাকতে দেবে না ৷ মুর্শিদাবাদ ও মালদার প্রতিটা ভোট গুরুত্বপূর্ণ ৷ "

আরও পড়ুন- দ্বিতীয়বার করোনায় আক্রান্ত বাবুল, পজ়িটিভ তাঁর স্ত্রী-ও

একই সঙ্গে রাজ্য় পুলিশকেও একপ্রকার হুঁশিয়ারি দেন মমতা ৷ তাঁর কথায় নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের ভয় দেখিয়ে থানায় নিয়ে চলে যাচ্ছে পুলিশ ৷ কিন্তু আজ তিনি তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, "কেউ থানায় যাবেন না ৷"

করোনা মোকাবিলা প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, তিনিই রাজ্য়বাসীর পাহারাদার ৷ করোনা মোকাবিলায় সামর্থমতো সব সাহায্য় করবেন বলে জানিয়েছেন তিনি ৷

মুর্শিদাবাদ, 25 এপ্রিল : মন কি বাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ একইসঙ্গে নির্বাচন কমিশনকেও তোপ দাগেন তিনি ৷ তাঁর কথায় তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে গিয়েছেন তাঁদের কথায় নির্বাচন কমিশন চলছে ৷

মুর্শিদাবাদে আজ একটি ভার্চুয়াল সভা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেখানে মন কি বাত নিয়ে কটাক্ষ করে তিনি বলেন,"দেশে অক্সিজেন নেই আর প্রধানমন্ত্রী মন কি বাত করছেন ৷ ওঁর মনের কথা কে শুনবে ?" এ প্রসঙ্গে তিনি বলেন, "সারাদিন টিভির সামনে বসে আছে ৷ কোনও কাজ নেই ৷ কোভিড সামলাতে পারছে না ৷ আর মন কি বাত করছে ৷ মন কি বাত বন্ধ করে কোভিড নিয়ে বলুন ৷ "

এর পাশাপাশি নির্বাচনে মুর্শিবাদের সবকটি আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জেতানোর আবেদন করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এবারে শুধু আম নয়, মালদা ও মুর্শিদাবাদ থেকে আমসত্ত্বও তাঁর চাই বলে জানিয়েছেন ৷ তিনি বলেন, "আমাদের সরকার না এলে আপনাদের কাউকে থাকতে দেবে না ৷ মুর্শিদাবাদ ও মালদার প্রতিটা ভোট গুরুত্বপূর্ণ ৷ "

আরও পড়ুন- দ্বিতীয়বার করোনায় আক্রান্ত বাবুল, পজ়িটিভ তাঁর স্ত্রী-ও

একই সঙ্গে রাজ্য় পুলিশকেও একপ্রকার হুঁশিয়ারি দেন মমতা ৷ তাঁর কথায় নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের ভয় দেখিয়ে থানায় নিয়ে চলে যাচ্ছে পুলিশ ৷ কিন্তু আজ তিনি তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, "কেউ থানায় যাবেন না ৷"

করোনা মোকাবিলা প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, তিনিই রাজ্য়বাসীর পাহারাদার ৷ করোনা মোকাবিলায় সামর্থমতো সব সাহায্য় করবেন বলে জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.