ETV Bharat / state

বর্ষার আগে ভাঙন আতঙ্কে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ - ভাঙন আতঙ্ক

মুর্শিদাবাদ জেলায় অন্যতম সমস্যা গঙ্গার ভাঙন । বর্ষা আসতে এখনও দেরি হলেও ইতিমধ্যেই ধস নামতে শুরু করেছে সামশেরগঞ্জ ব্লকের ধানঘড়া এলাকায় ৷ আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী ৷ আজ স্পিড বোটে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলাশাসক ৷

বর্ষার আগে ফের ভাঙন আতঙ্ক মুর্শিদাবাদের সামশেরগঞ্জে
বর্ষার আগে ফের ভাঙন আতঙ্ক মুর্শিদাবাদের সামশেরগঞ্জে
author img

By

Published : May 23, 2021, 8:20 PM IST

সামশেরগঞ্জ, 23 মে : ফের গঙ্গার ভাঙন আতঙ্কে কাঁপছে সামশেরগঞ্জ ব্লকের ধানঘড়া এলাকা । গত বছর জুন মাসে ভয়াবহ ভাঙনে গঙ্গা গর্ভে তলিয়ে যায় শতাধিক বাড়ি । গ্রাম ছাড়া হন অনেক পরিবার । বর্ষার অনেক আগেই ফের ওই এলাকায় ধস নামতে শুরু করায় ঘুম ছুটেছে বাসিন্দাদের । রবিবার ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক শরদ দ্বিবেদী ।


মুর্শিদাবাদ জেলায় অন্যতম সমস্যা গঙ্গার ভাঙন । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি উদাসীনতায় হাজার হাজার একর জমি তলিয়ে গিয়েছে গঙ্গার গর্ভে । ভাঙনের কবলে মুর্শিদাবাদ জেলার ভৌগোলিক অবস্থানই বদলে গিয়েছে । তবুও ভাঙন প্রতিরোধে রাজ্য বা কেন্দ্র সরকার কারও কোনও ভূমিকা নেই ।

ভাঙন এলাকা পরিদর্শনে জেলাশাসক
ভাঙন এলাকা পরিদর্শনে জেলাশাসক


প্রসঙ্গত, গত বছর জুন মাস নাগাদ সামশেরগঞ্জের ধানঘড়া এলাকায় শুরু হয় ধস । এই ধসের কবলে পড়ে শতাধিক বাড়ি সহ কয়েকশো বিঘা কৃষি জমি তলিয়ে যায় নদী গর্ভে । আতঙ্কে গ্রাম ছাড়েন অনেক পরিবার । এবার বর্ষার আগেই নদী পাড়ে ধস নামতে শুরু করায় আতঙ্ক তীব্রতর হয়েছে । আজ নদীপথে এলাকা পরিদর্শনে যান জেলাশাসক ।

বর্ষার আগে ভাঙন আতঙ্কে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ

আরও পড়ুন : ভোট মিটতেই মোহভঙ্গ, তৃণমূলে ফিরতে চেয়ে আর্জি সরলার

জেলাশাসক শরদ দ্বিবেদীর সঙ্গে ছিলেন জঙ্গিপুরের মহকুমাশাসক নিতু শুক্লা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সহ সেচ বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা । পরিদর্শন দল নিমতিতা বিএসএফ ক্যাম্প থেকে স্পিড বোটে ভাঙন এলাকায় এসে পৌঁছান ।

এলাকা ঘুরে জেলাশাসক বলেন, ‘‘ভাঙন এলাকা খতিয়ে দেখা হল । কোথায় কোথায় কাজ চলছে তাও দেখা হল । পরিস্থিতির দিকে নজর রাখছেন সেচ বিভাগের আধিকারিকরা ।’’

সামশেরগঞ্জ, 23 মে : ফের গঙ্গার ভাঙন আতঙ্কে কাঁপছে সামশেরগঞ্জ ব্লকের ধানঘড়া এলাকা । গত বছর জুন মাসে ভয়াবহ ভাঙনে গঙ্গা গর্ভে তলিয়ে যায় শতাধিক বাড়ি । গ্রাম ছাড়া হন অনেক পরিবার । বর্ষার অনেক আগেই ফের ওই এলাকায় ধস নামতে শুরু করায় ঘুম ছুটেছে বাসিন্দাদের । রবিবার ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক শরদ দ্বিবেদী ।


মুর্শিদাবাদ জেলায় অন্যতম সমস্যা গঙ্গার ভাঙন । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি উদাসীনতায় হাজার হাজার একর জমি তলিয়ে গিয়েছে গঙ্গার গর্ভে । ভাঙনের কবলে মুর্শিদাবাদ জেলার ভৌগোলিক অবস্থানই বদলে গিয়েছে । তবুও ভাঙন প্রতিরোধে রাজ্য বা কেন্দ্র সরকার কারও কোনও ভূমিকা নেই ।

ভাঙন এলাকা পরিদর্শনে জেলাশাসক
ভাঙন এলাকা পরিদর্শনে জেলাশাসক


প্রসঙ্গত, গত বছর জুন মাস নাগাদ সামশেরগঞ্জের ধানঘড়া এলাকায় শুরু হয় ধস । এই ধসের কবলে পড়ে শতাধিক বাড়ি সহ কয়েকশো বিঘা কৃষি জমি তলিয়ে যায় নদী গর্ভে । আতঙ্কে গ্রাম ছাড়েন অনেক পরিবার । এবার বর্ষার আগেই নদী পাড়ে ধস নামতে শুরু করায় আতঙ্ক তীব্রতর হয়েছে । আজ নদীপথে এলাকা পরিদর্শনে যান জেলাশাসক ।

বর্ষার আগে ভাঙন আতঙ্কে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ

আরও পড়ুন : ভোট মিটতেই মোহভঙ্গ, তৃণমূলে ফিরতে চেয়ে আর্জি সরলার

জেলাশাসক শরদ দ্বিবেদীর সঙ্গে ছিলেন জঙ্গিপুরের মহকুমাশাসক নিতু শুক্লা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সহ সেচ বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা । পরিদর্শন দল নিমতিতা বিএসএফ ক্যাম্প থেকে স্পিড বোটে ভাঙন এলাকায় এসে পৌঁছান ।

এলাকা ঘুরে জেলাশাসক বলেন, ‘‘ভাঙন এলাকা খতিয়ে দেখা হল । কোথায় কোথায় কাজ চলছে তাও দেখা হল । পরিস্থিতির দিকে নজর রাখছেন সেচ বিভাগের আধিকারিকরা ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.