ETV Bharat / state

Fake Note : প্রায় দু‘লাখ টাকার জাল নোট সহ গ্রেফতার বাংলাদেশী যুবক - Fake Note

সীমান্ত টপকে ধুলিয়ান ফেরিঘাট দিয়ে জাল নোট নিয়ে ভারতে ঢুকেছিল মহম্মদ মুন্না ।

Fake Note
Fake Note
author img

By

Published : Aug 20, 2021, 7:19 PM IST

সুতি, 20 অগস্ট : 1 লাখ 80 হাজার টাকার জাল নোট সহ এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করল সুতি থানার পুলিশ । ওই পাচারকারীকে আজ সুতি থানার বাগশিরা এলাকা থেকে গ্রেফতার করা হয় । ধৃতের নাম মহম্মদ মুন্না । তার বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে । আজ ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেন ।

সীমান্ত টপকে ধুলিয়ান ফেরিঘাট দিয়ে জাল নোট নিয়ে ভারতে ঢুকেছিল মহম্মদ মুন্না । প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে, সুতির ঔরঙ্গাবাদে জাল নোটগুলি একজনকে দেওয়ার কথা ছিল । তার আগেই বাগশিরা এলাকায় বছর ছাব্বিশের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 90টি দু'হাজার টাকার জাল নোট । ধৃতের কাছ থেকে একটি বাংলাদেশী সিম ও মোবাইল উদ্ধার হয়েছে ।

আরও পড়ুন : Narayani Sena Arrest : সংশোধনাগারে জায়গা নেই, 271 জন নারায়ণী সেনাকে নিয়ে ফাঁপরে জেল কর্তৃপক্ষ

প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, মহম্মদ মুন্না নামে ওই যুবক বৃহস্পতিবার রাতে নিমতিতা বিওপি দিয়ে ভারতে প্রবেশ করে । কিন্তু বিএসএফের নজর এড়িয়ে কিভাবে ওই যুবক ভারতে ঢুকল তা খতিয়ে দেখছে পুলিশ ।

সুতি, 20 অগস্ট : 1 লাখ 80 হাজার টাকার জাল নোট সহ এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করল সুতি থানার পুলিশ । ওই পাচারকারীকে আজ সুতি থানার বাগশিরা এলাকা থেকে গ্রেফতার করা হয় । ধৃতের নাম মহম্মদ মুন্না । তার বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে । আজ ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেন ।

সীমান্ত টপকে ধুলিয়ান ফেরিঘাট দিয়ে জাল নোট নিয়ে ভারতে ঢুকেছিল মহম্মদ মুন্না । প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে, সুতির ঔরঙ্গাবাদে জাল নোটগুলি একজনকে দেওয়ার কথা ছিল । তার আগেই বাগশিরা এলাকায় বছর ছাব্বিশের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 90টি দু'হাজার টাকার জাল নোট । ধৃতের কাছ থেকে একটি বাংলাদেশী সিম ও মোবাইল উদ্ধার হয়েছে ।

আরও পড়ুন : Narayani Sena Arrest : সংশোধনাগারে জায়গা নেই, 271 জন নারায়ণী সেনাকে নিয়ে ফাঁপরে জেল কর্তৃপক্ষ

প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, মহম্মদ মুন্না নামে ওই যুবক বৃহস্পতিবার রাতে নিমতিতা বিওপি দিয়ে ভারতে প্রবেশ করে । কিন্তু বিএসএফের নজর এড়িয়ে কিভাবে ওই যুবক ভারতে ঢুকল তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.