মুর্শিদাবাদ, 18 ফেব্রুয়ারি : তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা মুর্শিদাবাদে । অভিযোগের তির কংগ্রেস আশ্রিত দুস্কৃতীদের দিকে । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার মালোপাড়া এলাকায় ।
গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম তাহাউদ্দিন মণ্ডল । আহত তৃণমূল কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাহাউদ্দিনকে হুমকি দিত । এদিন সন্ধ্যেবেলায় কয়েকজন দুষ্কৃতী তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলি তাহাউদ্দিন মণ্ডলের মাথায় লাগে । গুরতম জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ।
আরও খবর : দুয়ারে সরকারের প্রচারে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে
হরিহরপাড়া বল্কের যুব সভাপতি জিল্লার রহমান বলেন, "অনেক দিন ধরেই ওকে হুমকি দেওয়া হচ্ছিল ৷ কংগ্রেসের দুষ্কৃতীরাই এই কাজ করেছে ৷ আমরা কড়া শাস্তি চাই ৷"
অভিযোগের ভিত্তিতে কেন, কারা গুলি চালিয়েছে তৃণমূল কর্মী তাহাউদ্দিন মণ্ডলকে তা তদন্ত করে দেখছে স্থানীয় প্রশাসন । স্থানীয় কংগ্রেস নেতৃত্বের থেকে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷