ETV Bharat / state

মুর্শিদাবাদে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার প্রায় 40 টি বোমা - বড়ঞা থানার খবর

আজ গোপন সূত্রে খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ একঘড়িয়া গ্রামে তল্লাশি চালায় । একটি পরিত্যক্ত বাড়ি ও বাগান থেকে বোমাগুলি উদ্ধার করে । এখনও কেউ গ্রেপ্তার নয় ।

murshidabad
murshidabad
author img

By

Published : Jun 4, 2020, 4:06 PM IST

বড়ঞা, 4 জুন : তিন কন্টেনার বোমা উদ্ধার করলবড়ঞা থানার পুলিশ । আজ একঘড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি এবং পাশের বাগানথেকে বোমা উদ্ধার হয়েছে । তবে ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ । উদ্ধারেরসূত্র ধরে তদন্ত শুরু হয়েছে । তিনটি কন্টেনারে প্রায় 40 টি বোমা রয়েছে বলে পুলিশের তরফেজানানো হয়েছে ।

আজগোপন সূত্রে খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ একঘড়িয়া গ্রামে তল্লাশি চালায় । একটিপরিত্যক্ত বাড়ি ও বাগান থেকে বোমাগুলি উদ্ধার করে । এমনতিতেই বেশ কয়েকদিন ধরেইরাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে রয়েছে ওই গ্রামটি । তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ তুঁষেরআগুনের মতো উত্তাপ ছড়াচ্ছিল ।

কেবা কারা বোমাগুলি কী উদ্দেশে মজুত করেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ । বোমানিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে । পরিত্যক্ত বাড়ি ও বাগানেরমালিককে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ।

মুর্শিদাবাদে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার প্রায়40 টি বোমা

বড়ঞা, 4 জুন : তিন কন্টেনার বোমা উদ্ধার করলবড়ঞা থানার পুলিশ । আজ একঘড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি এবং পাশের বাগানথেকে বোমা উদ্ধার হয়েছে । তবে ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ । উদ্ধারেরসূত্র ধরে তদন্ত শুরু হয়েছে । তিনটি কন্টেনারে প্রায় 40 টি বোমা রয়েছে বলে পুলিশের তরফেজানানো হয়েছে ।

আজগোপন সূত্রে খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ একঘড়িয়া গ্রামে তল্লাশি চালায় । একটিপরিত্যক্ত বাড়ি ও বাগান থেকে বোমাগুলি উদ্ধার করে । এমনতিতেই বেশ কয়েকদিন ধরেইরাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে রয়েছে ওই গ্রামটি । তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ তুঁষেরআগুনের মতো উত্তাপ ছড়াচ্ছিল ।

কেবা কারা বোমাগুলি কী উদ্দেশে মজুত করেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ । বোমানিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে । পরিত্যক্ত বাড়ি ও বাগানেরমালিককে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.